আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

আজকে এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি আপনার Android ডিভাইসে যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন Virtual Machine এর মতো।

এই অ্যাপটি ব্যবহার করতে আপনার Android ডিভাইসে 3GB RAM (1GB of free RAM) থাকতে হবে।

অ্যাপটি download করুন। Vectras VM

অ্যাপ টি ইন্সটল করার পর নিচের লিঙ্ক এ গিয়ে আপনার পছন্দের অপারেটিং সিস্টেম এর ROM ফাইল download করে নিন।

Roms

তারপর অ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস আসবে এখন আপনার download করা ROM ফাইলটি ইন্সটল করুন এবং import করুন। Import হতে বেস কিছুক্ষণ সময় লাগবে, প্রায় ১০ মিনিট।

তারপর এই ইন্টারফেস এ নিচের Play বাটন এ ক্লিক করুন এবং আপনার ইন্সটল করা ROM টি সিলেক্ট করুন।

কোনো কিছু বুঝতে অসবিধা হলে কমেন্ট করুন।

Edit: অ্যাপটির old ভার্সন নিয়ে পোস্টটি করলাম, এই old ভার্সন এ বেশি ফিচারস নেই।
Latest ভার্সন এখনও unstable তাই অ্যাপটির latest ভার্সন stable হলে সব ধরনের ফিচারস নিয়ে বিস্তারিত লিখবো।

9 thoughts on "Android ডিভাইসে যেকোনো Operating System ব্যবহার করুন (Virtual Machine on Android)"

  1. Mad Max Contributor says:
    পোস্টটি আরো বড় হওয়া উচিত ছিলো। পোস্টে এই এপের উপকার, অপকার নিয়েও আলোচনা করার অনেক কিছুই ছিলো, আরো বিস্তারিত লেখা যেত মনে করি।
    1. xacoder Author Post Creator says:
      আপনার মতামত এর জন্য ধন্যবাদ ভাই।
      অ্যাপটির old ভার্সন নিয়ে পোস্টটি করলাম, এই old ভার্সন এ বেশি ফিচারস নেই।
      Latest ভার্সন এখনও unstable তাই অ্যাপটির latest ভার্সন stable হলে সব ধরনের ফিচারস নিয়ে বিস্তারিত লিখবো।
  2. Nayeem24 Author says:
    Operating system na hoy install holo. Kintu windows er sob kaj ki kora jabe
    1. xacoder Author Post Creator says:
      আপনার ডিভাইস এ যদি মোটামটি ভালো Processor থাকে এবং পর্যাপ্ত Ram থাকে তাহলে প্রায় সব কাজ করতে পারবেন।
      Bluetooth মাউস এবং কিবোর্ড ব্যবহার করতে পারেন সুবিধার জন্য।
  3. Monir islam Contributor says:
    আপনার লগে কি এই services নিয়ে parsonal যোগাযোগ করা যাবে
    1. xacoder Author Post Creator says:
      Telegram এ মেসেজ করতে পারেন।
  4. aminulmd5050gmail.com Contributor says:
    anek slow vai eta aaj dupure korchilam anek slow kew install diyenna
    1. xacoder Author Post Creator says:
      ভাই performance তো আপনার android ডিভাইস এর capacity এর উপর depend করে। আপনার android ডিভাইসে এ যদি ভালো processor আর যথেষ্ট Ram না থাকে তাহলে slow হবেই। তাই বলে যে সবার একই সমস্যা হবে তেমনটা তো না।
  5. LIKHON Contributor says:
    Windows 10 install hoyna kno?? Rom select korle again import krte bole

Leave a Reply