আসসালামু আলাইকুম

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।

অনেকেই Youtube ব্যাবহার এর জন্য Newpipe অ্যাপ ইউজ করে থাকেন। তবে অ্যাপটিতে দীর্ঘদিন যাবত কোনো আপডেট আসছে না। তাই আজকে এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যা Newpipe থেকে Fork করা। তবে অ্যাপ টি নিয়মিত আপডেটেড এবং এই অ্যাপটিতে কিছু গুরুত্বপূর্ণ  ফিচারস অ্যাড করা হয়েছে যা Newpipe এ নেই।

অ্যাপটির নাম Tubular, এই অ্যাপটি আপনি হুবুহু Newpipe এর মতো করে ব্যবহার করতে পারবেন। তবে এর মাঝে ২ টি বিশেষ ফিচারস আছে যা Newpipe এ নেই।

একটি ফিচার হল  SponsorBlock এবং অপরটি ReturnYouTubeDislike,

Tubular – Download

SponsorBlock অপশন চালু করলে আপনার দেখা ভিডিও গুলো থেকে automatic সব ধরনের sponsor করা কন্টেন্ট স্কিপ হয়ে যাবে এবং কোনো প্রকার অ্যাড ও শো করবেনা। আর ReturnYouTubeDislike অপশন এর অন করলে আপনি ভিডিও গুলোর Dislike কাউন্ট দেখতে পারবেন।

এছাড়া এই অ্যাপটি ব্যবহার করতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন এর প্রয়োজন নেই এবং অ্যাপটি ওপেন সোর্স থাকায় কোনো প্রকার ভাইরাস বা ডেটা চুরির সম্ভবনা নেই।

এই অ্যাপ এর আরও কিছু প্রয়োজনীয় ফিচারস আছে। যেমন,

১. অ্যাপটির মাধ্যমে আপনি ইউটিউব থেকে ফোনের গ্যালারিতে ভিডিও ও অডিও ডাউনলোড করতে পারবেন।

২. অ্যাপটিতে ভিডিও pop-up প্লেয়ার রয়েছে।

৩. অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিও background এ প্লে করতে পারবেন।

৪. অ্যাকাউন্ট ছাড়াই আপনি চ্যানেল subscribe করতে পারবেন ও প্লে-লিস্ট ক্রিয়েট করতে পারবেন।

অ্যাপটিতে inbuilt আপডেটার রেয়েছে যার মাধ্যমে আপনি নতুন আপডেট সময়মতো পেয়ে যাবেন।

 

2 thoughts on "ইউটিউব এর একটি ওপেন সোর্স ক্লায়েন্ট অ্যাপ! (SponsorBlock ও Dislike count show এর অপশন সহ)"

  1. teampx Contributor says:
    Ataw beshi update ashe na tobe Newpipe ar tulonai valoi ashe
    1. xacoder Author Post Creator says:
      জি ভাই

Leave a Reply