আসসালামু আলাইকুম
আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন।
আজকে যেই অ্যাপটি নিয়ে কথা বলব সেটা হলো Lumi AI
এই AI অ্যাপটি খুব ভালো বাংলা বুঝে ও লিখতে পারে, তাই আপনি শুধু বাংলা বলে ও লিখে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এই অ্যাপটি মূলত একটি conversation AI অ্যাপ। তবে অ্যাপটির মাধ্যমে আপনি AI ব্যবহার করে একাধিক কাজ করতে পারবেন যেমনঃ
১. বিভিন্ন ডকুমেন্ট ফাইল আপলোড করে এনালাইজ করতে পারবেন।
২. অ্যাপটির মাধ্যমে আপনি ওয়েব সার্চ করে রিয়েল টাইম ডেটা এনালাইজ করতে পারবেন ও সহজে আপনার প্রশ্নের উত্তর ও সমাধান পেতে পারবেন।
৩. অ্যাপটির conversation স্টাইল চেঞ্জ করতে পারবেন।
৪. আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টম ইন্সট্রাকশন সেট করতে পারবেন।
৫. ভয়েস ইনপুট দিয়ে অ্যাপটির মাধ্যমে আপনার কাজ করিয়ে নিতে পারবেন।
৬. AI এর বিশেষত্ব পরিবর্তন করতে পারবেন একাধিক স্পেশাল টেম্পলেট ব্যবহার করে।
অ্যাপটির লিঙ্ক Lumi AI
অ্যাপটিতে আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ কারণ আপানার ডেটা শুধু আপনার ডিভাইস এ থাকে এবং encryption ব্যবহার করে আপানর কমান্ড সার্ভার এ প্রসেস করা হয়।
নিচের ডান সাইড এর মাইক্রোফোন বাটন এ ক্লিক করে ভয়েস ইনপুট দিতে পারবেন।
নিচের বাম সাইড এর প্লাস বাটন এ ক্লিক করে ডকুমেন্ট ফাইল এনালাইজ করতে পারবেন।
AI এর বিশেষত্ব পরিবর্তন করার জন্য Tools অপশনে একাধিক স্পেশাল টেম্পলেট দেয়া আছে।
সেটিংস অপশন থেকে Web Search অপশনটি ON করে নিবেন।
আপনার চ্যাট গুলো লিস্ট আকারে Chats সেকশন এ থাকবে।
2 thoughts on "Android এর জন্য সেরা AI companion থাকছে Voice Input ও বাংলা ভাষায় ব্যবহার করার সুবিধা (লাইফটাইম সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করুন)"