আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজকে দেখাবো কিভাবে FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করা যায়। আশা রাখি আপনাদের কাজে দিবে।

[এই কাজটি করার জন্য অবশ্যই Wi-Fi Connection থাকতে হবে। যদি Wi-Fi Connection না থাকে তাহলে Mobile Data Connection করে Hotspot অন করে কাজটি করতে পারবেন।]

  • প্রথমে Playstore ছোট এই এ্যাপটি ডাউনলোড করে নিন এবং এ্যাপটি ওপেন করে থ্রি লাইন অপশনে ক্লিক করুন।

  • এখন ক্লিক করুন FTP Server লিখাতে

  • তারপর উপরে Status অন করে দিন। চাইল User Name or Password সেভ করে নিতে পারেন। যদি User Name or Password দিতে চান তাহলে সেটা Status অন করার আগেই করে নিবেন তারপর Status অন করে দিবেন।
  • এখন নিচে থেকে URL টি কপি করুন।

  • আপনার পিসিতে প্রবেশ করে উপরে দেখানে Address bar ক্লিক করে URL টি পেস্ট করে Enter Press করুন।

 

  • নিচে দেখুন আপনার ফোনের যাবতীয় সব কিছু চলে এসেছে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

10 thoughts on "FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update]"

  1. panoj85940 Subscriber says:
    Er theke cable onk fast
    1. Forhad Rahman Author says:
      সবসময় কেবল কানেকশনের ব্যবস্থা করা যায় না, এটিপির স্পিড প্রায় কেবলের মতই।
    2. panoj85940 Subscriber says:
      Tahole online fpt ar eta parthokko ki? (Jeta app diyei kora jay) jar post already ace trickbd te
    3. panoj85940 Subscriber says:
      Speed pray cable er moto ke bollo? Jibone use korcen/?
    4. Ohee Contributor says:
      নাহ৷ FTP কেবল এর থেকে অনেক ফাস্ট৷
    5. panoj85940 Subscriber says:
      Tahole ohee vai er cable e problem
    6. Ohee Contributor says:
      আপনি নিজেই চেক করে দেখেন কোনটায় ফাস্ট হয়৷ AP Band 5 GHz দিয়ে ট্রাই করেন আশাকরি বুঝতে পারবেন৷
  2. arifjan89 Contributor says:
    ভাল লাগলো, কাজের পোস্ট। ধন্যবাদ ভাই।

Leave a Reply