আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করতে ভুলবেন না।


আমরা কম বেশি সবাই এন্ড্রয়েট ফোন ইউজ করি,কিন্তু একবারো কি ভেবে দেখেছেন আপনার ফোনের সিকুরিটির জন্য কি করেছেন? অনলাইন অফলাইন সব যায়গায় আপনার বিপদ হতে পারে মহুর্তেই।কিন্তু আপনি যদি একটু পদক্ষেপ গ্রহন করেন তাইলে হয়তো অনাকাংক্ষিত বিপদ থেকে রক্ষা পেতে পারেন।

আর আপনার ফোনের সিকুরিটির জন্য নিয়ে আসলাম অসাধারন একটি অ্যাপ,যা দিয়ে আপনি চাইলেই সকল প্রকার বিপদ থেকে নিজেকে রাক্ষা করতে পারবেন।অ্যাপটি সম্পূর্ণ প্রিমিয়াম এবং প্লেস্টোরে ভাল রেটিং প্রাপ্ত।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

←MOBILE SECURITY→

  • অটোমেটিক আপনার ফোনের অ্যাপ পরিক্ষা করে।কোন ভাইরাস বা ম্যালওয়ার আছে কি না।
  • কোন কোন অ্যাপ ব্যাটারি ড্রেইন করে সেগুলো চেক করে।
  • যেকোন ধরনের স্পাই অ্যাপ ডিটেক্ট করে।
  • কোন ওয়েব সাইটে কোন ধরনের বিপদ থাকলে সাথে সাথে ওয়ার্ণিং দেয়।
  • ব্লক কল এবং SMS ।
  • আরো অনেক কিছু।

←LOST DEVICE PROTECTION→

শুধু মাত্র প্রিমিয়াম অ্যাপের জন্য।

  • রিমোর্টলি ফোন লক করে দিতে পারবেন।
  • ফোন থেকে সিম খুলে ফেল্লেই ফোন লক হয়ে যাবে অটোমেটিক।
  • রিমোর্টলি জি পি এস ব্যাবহার করে ফোনের লোকেশন দেখতে পারবেন।
  • রিমোর্টলি ফোনের সকল ডাটা মুছে দিতে পারবেন।

এছাড়াও আরো দারুন কিছু ফিচার পাবেন এই অ্যাপে ।সত্যি বলতে আপানার ফোনের সুরক্ষার জন্য ৪ মেগাবাইটের এই অ্যাপটি এখনি ডাউনলোড করে নিতে পারেন।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি বা ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


-:অ্যাপ ডাউনলোড লিংক:-

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে কমেন্টে জানান।

Leave a Reply