আসসালামু আলাইকুম।
কেমন আছেন? নিশ্চয় ভাল আছেন।
আজকের টিউটোরিয়াল টা ফলো করলে আরো ভাল থাকবেন।
এর আগে আমি Robi Circle নিয়ে একটা টিউন লিখেছিলাম সেটা হল। কি ভাবে সার্কেল আইডি থেকে নাম্বার বের করবেন।
এখন ফেইক SmS নিয়ে লিখলাম।
শুরু করা যাক।
কাজ টা করার জন্য আপনার যা যা লাগবে।১) একটা এন্ড্রয়েড মোবাইল।
২)২ মিনিট সময়।
৩)একটা সফটওয়্যার।
১) প্রথমে Fake SMS Sender সফটওয়্যার টা ডাউনলোড করুন।
২)সফটওয়ার টা ইনিস্টল দিয়ে ওপেন করুন।নিচের মত দেখতে পাবেন।
৩) Compose Message এ ক্লিক করুন।নিচের মত আসবে।
৪)From এ ক্লিক করে যে নাম্বার থেকে SmS আসবে সে নাম্বার টা বসান।
৫)Date এ ক্লিক করে কত তারিখে SmS টা পাঠানো হবে সেটা সিলেক্ট করুন।
৬)Time এ ক্লিক করে কয় টা বাজে SmS টা এসেছিল সেটা নির্ধারণ করুন।
এর পর screenshout এ দেখানো স্থানে ক্লিক করুন।
৭)এর পর আপনার নোটিফিকেশন বারে SmS দেখতে পাবেন।
৮) এখন আপনার মেসেজ চেক করে দেখুন। কি দেখলেন??
একটা কথা।
এটা শুধু মাত্র মজা করার জন্য ব্যাবহার করবেন।
আর যদি মন চাই তাহলে একটা ধন্যবাদ দিবেন।
আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
→ http://trickfm.wapka.me/forum2_theme_112268796.xhtml?tema=3
জানা থাকলে অবশ্যই শেয়ার করতাম।
ধন্যবাদ।
জানা থাকলে অবশ্যই শেয়ার করতাম।
ধন্যবাদ।