ভিডিও এডিট করার জন্য একটা সময়
কম্পিউটারের উপরই নির্ভর করতে
হতো। এখন বিকল্প হিসেবে চাইলে
স্মার্টফোনেও এ কাজটি করা যায়।
মান ঠিক রেখেও জরুরি কাজের সময়
স্মার্টফোনে এডিটের কাজটি সেরে
ফেলা যায়। এ জন্য অবশ্য একটি অ্যাপ
ব্যবহার করতে হবে। ভিডিও এডিটের
তেমনি একটি অ্যাপ্লিকেশন হলো
ভিডিও এডিটর।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
*অ্যাপটিতে ভিডিও ও ইমেজ ব্যবহার
করে তৈরি করা যাবে ভিডিও।
*ভিডিওর মধ্যে ভয়েস রেকর্ড যুক্ত করার
সুবিধাও রয়েছে।
*এটির সাহায্যে টাইটেল, ক্যাপশন
আকারে যে কোনো টেক্সট যুক্ত করা
যাবে।
*যে কোনো ভিডিওতে পছন্দমত
মিউজিক যুক্ত করে নেয়া যাবে।
*ভিডিও এডিট শেষ হলে তা এইচডি
প্রিন্টে দেখা যাবে।
*অ্যাপটি ব্যবহার করে যে কোনো
ভিডিও গ্যালারিতে সংরক্ষণ করা
যাবে।
*ব্যবহারকারীরা ভিডিওটি অ্যাপটির
সাহায্যে ফেইসুবক, টুইটার, ইউটিউবে
শেয়ার করতে পারবেনে।
এ্যাপটির সাইজ একটু বেশি হলেও, আমি বলতে পারি এটা এন্ড্রয়েডের সেরা ভিডিও এডিটর সফটওয়্যার। তো দেরি না করে নিচের লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন
7 thoughts on "এবার ভিডিও এডিট করুন আপনার এন্ড্রয়েড ফোনে । এন্ড্রয়েড ফোনের সেরা ভিডিও এডিটর সফটওয়্যার!"