আসসালামুআলাইকুম। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। এইচ এস সি পরীক্ষার জন্য এতদিন কোন পোস্ট করতে পারিনি।

তাই আজ আপনাদের সাথে কিছু ট্রিকস শেয়ার করতে যাচ্ছি। যারা যানেন তারা এডভান্সন্ড আর যারা না জানেন তাদের জন্যই আমার এই পোস্ট।

 

এনড্রয়েড ব্যবহারকারীরা MX Player এর নাম শুনেন নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। বরং এটা এনড্রয়েড ব্যবহারকারীদের একটা প্রিয় প্লেয়ার।

যাই হোক, আমরা MX Player দিয়ে বিভিন্ন কোয়ালিটির ভিডিও দেখে থাকি যেমন: mkv, avi, mp4 ইত্যাদি। কিন্তু কিছু কিছু ভিডিও আছে যাদের audio প্লে হয় না, শুধু ভিডিও দেখা যায়। অনেক High Quality ভিডিও আছে যাদের অডিও ফরম্যাট DTS/DTSHD/AC3/EAC3/MLP যা MX Player এ সাপোর্ট করে না। ভিডিও প্লে করলে নিচের মত দেখায় এবং সাউন্ড বিহীন ভিডিওটা চলতে থাকে।

Screenshot_2016-06-06-21-34-29

 

Custom Codecs এড করে আমরা সহজেই অডিও সহ দেখতে পারবো।

Custom Codecs ডাউনলোড করুন
এখান থেকে
বলে রাখা ভালো Custom Codecs আপনার ফোনের প্লাটফর্ম অনুযায়ী ডাউনলোড করতে হবে।

আপনার ফোনের প্লাটফর্মের জন্য কোনটা উপযোগী সেটা দেখতে MX Player অপেন করেন।

 

Screenshot_2016-06-06-21-50-54

 

settings এ যান

 

Screenshot_2016-06-06-21-51-05

 

তারপর Decoder এ প্রবেশ করুন

 

Screenshot_2016-06-06-21-50-32

 

এবার একদম নিচে চলে যান, সেখানে Custom Codecs নামে একটা অপশন পাবেন। সেখানে ছোট করে লেখা আছে Custom Codecs এর নাম। এই নামের Custom Codecs টা আপনার ডাউনলোড করতে হবে।

 

Screenshot_2016-06-06-21-50-03

যেমন আমার এখানে ব্যবহার করতে বলছে ARMv7 NEON

এতেও যদি না বুঝেন তাহলে এখান থেকে যেকোন একট Custom Codecs আপনি ডাউনলোড করে নেন। Custom Codec গুলো জিপ আকারে আছে। ডাউনলোড করে জিপ ফাইলটা ফোন মেমরির একটা ভালো ফোল্ডারে রাখুন।

তারপর MX Player এ প্রবেশ করুন,

আপনার ফোনটি যদি উন্নত হয় তাহলে ফোন নিজেই ফোন মেমরিতে রাখা জিপ ফাইলটা খুঁজে নিবে এবং সিলেক্ট করতে বলবে। আর যদি ফোন নিজে খুঁজে না পায় তাহলে আপনাকে মেনুয়ালি setup করতে হবে। এর জন্য আপনাকে MX Player এর setting এ ডুকতে হবে। আগের মতই চাইলে স্কিনশুট দেখতে পারেন উপরের গুলো।

তারপর সেখান থেকে Decoder এ প্রবেশ করে একদম নিচে চলে যান।

সেখানে Custom Codecs এ প্রবেশ করুন। এখানে আপনার ফোন মেমরি দেখাবে নিচের মত।

 

Screenshot_2016-06-06-21-49-14

আপনি ফোন মেমরির যে ফোল্ডারে আপনার জিপ ফাইলটা রেখেছেন, এখান থেকে তা সিলেক্ট করুন। যদি আপনার জিপ ফাইলটা আপনার ফোনের প্লাটফর্মের সাথে এডজাস্ট হয় তাহলে এপসটা আপনার কাছে অনুমতি চাইবে। আপনি Yes দিয়ে দিন তাহলে MX Player Restart হবে। ব্যাস তাহলেই কাজ শেষ।

কিন্তু যদি ডাউনলোড করা জিপ ফাইলটা আপনার ফোনের প্লাটফর্মের সাথে এডজাস্ট না করে তাহলে নিচের মত দেখাবে।

Screenshot_2016-06-06-22-49-43

 

এখানে আপনার ফোনের জন্য কোন ফাইলটা নামাতে হবে তা ফাইলের নাম এবং ভার্সন নাম্বার সহ দেয়া থাকবে। যেমন আমার ফোনের জন্য ডাউনলোড করতে বলছে version 1.7.32 ARMv7 NEON

আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিন এবং আগের নিয়ম অনুযায়ী MX Player থেকে সিলেক্ট করুন। আর উপভোগ করুন যেকোন ফরম্যাটের অডিও+ভিডিও

বুঝতে সমস্যা হলে কমেন্ট করো

আর ফেসবুকে আমি তো আছি।

8 thoughts on "Mx Player এ শুনুন AC3, DTS সহ সব ধরনের অডিও, খুব সহজেই, তাও আবার পেইড এপস ছাড়াই।"

  1. abdulalshakil Contributor says:
    DTS format গান কিরকম শুনা যাবে
  2. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    সাধারনত DTS formate আপনি পাবেন না,,,, AC3 Available…
    আর কি রকম শুনা যাবে আপনি শুনলেই বুঝবেন আশা করি।
  3. জামিল Author says:
    apn ke phn Safayan
  4. Maxtan Contributor says:
    ভালো পোষ্ট
  5. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    jamil vaiya… ki bollen buji nai…
  6. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    maxtan…. thanks
  7. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    msshohug….. vai konta virus app

Leave a Reply