কিটক্যাট এর পূর্বের ভার্সন যেমন: সেন্ডউইচ, জেলিবিন এবং পরের ভার্সন ললিপপ, ম্যার্শম্যালোতে ইচ্ছা মত এক্সটারনাল মেমরিকে ইউস করা যায়। কিন্তু কিটক্যাট ভার্সনে তা সম্ভব হয় না।

আজকে আমি দেখাবো কিভাবে Android Kitkat 4.4 এর SD Card Permission hack করা যায়।

অনেকেরই বিষয়টি মাথার উপর দিয়ে গেলো। SD Card permission Hack করার কি আছে?? আচ্ছা বুঝিয়ে বলছি…

গুগল ডেভেলপাররা প্রতিনিয়তই তাদের নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে,, তেমনি একটি ফিচার ভারসন হলো এনড্রয়েড কিটক্যাট। ডেভেলপাররা কিটক্যাট নিয়ে একটু বেশিই মাথা ঘামিয়েছিলো। যার দরুন, এনড্রয়েডের Security নিশ্চিত করার জন্য তারা 3rd Party Apps (যেসব এপস গুগলের অন্তর্ভুক্ত নয়) গুলোকে External SD Card Read করার কোন অনুমতি দেয় নি। অর্থাৎ, External SD Card এ এমন সিকিউরিটি দিয়েছে, যাতে থার্ড পার্টি এপস গুলো SD Card কে ইচ্ছা মত স্টরেজ হিসেবে ব্যবহার করতে না পারে।

একটি উদাহরন দিলেই বুঝবেন…

ধরুন আপনার ফোনে ফাইল ট্রান্সফারের জন্য SHAREit আছে। আপনার ফোন মেমরি হলো 2GB. আর এক্সটারনাল মেমরি যেটা আপনার ফোনে ভরেছেন সেটা 16 GB. তাই আপনি স্বভাবতই চাইবেন যে SHAREit এর স্টরেজ লোকেশনটা External SD Card এ থাকুক। কিন্তু Kitkat এ External SD Card পারমিশন না থাকার কারনে আপনি SHAREit এর স্টরেজ হিসেবে External SD Card সিলেক্ট করতে পারবেন না। ডিফল্ট স্টরেজ হিসেবে Internal বা ফোন মেমরিতে দেয়া থাকবে। তেমনি ভাবে যেকোন ডাউনলোড করা ক্যামেরা এপস এর স্টরেজ লোকেশন মেমরি কার্ডে দিতে পারবেন না।

আরও একটা সমস্যায় আপনারা পড়তে পারেন। তা হলো কিছু কিছু এপস আছে যেগুলো ইন্সটল করলে সরাসরি ফোন মেমরিতে ইন্সটল হয়। কোন ভাবেই সেই এপসগুলো এক্সটারনাল মেমরিতে নেয়া যায় না। ফোন মেমরিতে এসব এপসের ভীরের জন্য ফোন স্লো হয়ে যায়।

এই জাতীয় সমস্যা দূর করার জন্য কিটক্যাট মোবাইলের SD Card পারমিশন হ্যাক করতে হয়। খুব সহজেই আপনিও হ্যাক করতে পারবেন।

বিঃদ্রঃ আপনার ফোনটি Kitkat 4.4 Version হতে হবে প্লাস আপনার ফোনটি Root করা থাকতে হবে।

আপনাকে প্লে স্টোর থেকে SDfix নামের এপসটা ডাউনলোড করতে হবে। Play Store Direct link

এপসটা ইন্সটল হলে অপেন করেন। তারপর Continue দিয়ে Root Permission allow করুন। তারপর আবার Continue দিন। সাকসেস হলে নিচে Close বাটন আসবে। Close বাটনে ক্লিক করুন। তারপর ফোনটা রিস্টার্ট করুন। ব্যাস হয় গেলো SD Card Permission Hack.

এখন থেকে যেকোন 3rd Party Apps এর স্টরেজ লোকেশন এবং ইন্সটল লোকেশন নির্ধিধায় External SD Card এ দিতে পারবেন।

কোন সমস্যা হলে কমেন্ট করেন।

আর ফেসবুকে আমি তো আছিই..

12 thoughts on "Kitkat 4.4 ইউজাররা External SD Card কে ব্যবহার করুন যেকোন এপস এর স্টরেজ হিসেবে। Internal Memory কে বাঁচান আর ফোনকে করুন সুপার ফাস্ট। [Only Root User]"

  1. S shadhin Contributor says:
    plz review my post
  2. trickbdd Subscriber says:
    koi amio to kitkat babohar kori kintu amito goole theke apps download korle SD card ei jai tasara TRD party application sd card e na geleo to jokhon tokhon sd card e par Kore neoya jai er jonno abar apps lagbe naki!!
    1. trickbdd Subscriber says:
      KitKat 4.4.4
    2. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
      আপনারটা করে,,, সেটা ভালো,, কিন্তু অনেক কিটক্যাটে করে না,,,, আপনি অন্য কোন ফোনে ট্রাই করে দেখতে পারেন।
  3. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    আপনার ভার্সনে হয়তো পারমিশন দেওয়া আছে,,
  4. Agim Contributor says:
    আরে ভাই Kitkat মোবাইল তো রুটই করতে পারছিনা আপনি আপনার Kitkat মোবাইল রুট করার ভিডিও টি একটু আমাদের জন্য পাঠাবেন।
  5. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    হা হা হা,,,,, ভাই কি যে বলেন,,, কিটক্যাট তো এক ক্লিকেই রুট হয়। গুগলে সার্চ করে king root নামান,,, আর এক মিনিটে রুট করুন।
  6. Maxtan Contributor says:
    Tnx Bhai
  7. unkwn.person Contributor says:
    ধন্যবাদ ভাই
  8. Sajadul Islam Contributor says:
    Root ছাড়া সম্ভব না ?
  9. Safayan Ahmed Shuvo Author Post Creator says:
    na…….root lagbei
    1. ReX BD Contributor says:
      vai amr symphoney E58 root hoi na ki korbo help please????

Leave a Reply