আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?আশা করি
টেকবার্কসের সাথে ভালই আছেন।
বরাবরের মতো আজ ও আপনাদের জন্য
নিয়ে এলাম প্রয়োজনীয় একটি অ্যাপ।

>>বিভিন্ন গানে নিজের ছবি দিতে
বা নিজের নাম, ঠিকানা অ্যাড করতে
কার না ভাল লাগে!এছাড়া ইডিট করা
গান ব্লুটুথ বা শেয়ার ইট দিয়ে
যেখানেই ট্রান্সফার করা হোক না
কেন আপনার নাম বা ছবি সব
জায়গাতেই শো করবে!! এ আর নতুন কি!
কারণ আমরা অনেক আগে থেকেই এসব

জানি এবং ব্যবহার করি।কিন্তু যারা
জানেন না?

>>এছাড়াও যাদের mp3tag,itag,mp3dit
দিয়ে ইডিট করতে প্রব্লেম মনে হয় বা
অনেক সময় কাজ করেনা?হ্যা তাদের
সকলের জন্য আজ নিয়ে আসলাম
আমাদের পরিচিত Itag এর বেস্ট ভার্সন!
এর মাধ্যমে সহজেই যেকোন গানে
নিজের পিকচার বা অ্যালবাম
নেইম,বা আরো অনেক কিছু খুব সহজেই
পরিবর্তন করতে পারবেন।সবার সংগ্রহে
রাখার মতো একটি অ্যাপ।সো এখনি
ডাউনলোড করে নিন

>>আশা করি টিউন টি দ্বারা সামান্য
হলেও উপকৃত হয়েছেন।তাই শেয়ার করে
সবাইকে জানিয়ে দিন যাতে করে

সবাই উপকৃত হতে পারে।

ডাউনলোড করতে এখানে যান

নিয়মিত এই
ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Trickbd
এর সাথে নিয়মিত থাকুন।

One thought on "নিয়ে নিন যেকোন গানে নিজের নাম বা ছবি অ্যাড করার সেরা অ্যাপের বেস্ট ভার্সন!!!"

  1. Game Boy Ezaz Contributor says:
    plz like this page facebook.com/pagla420.bd

Leave a Reply