আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।  আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের  একটি চমৎকার অ্যাপ।

আমাদের অতি পরিচিত একটি গেমস হলো ক্ল্যাশ অফ ক্ল্যানশ।আমাদের অনেকেরি এই গেমের ২ টা বা তারও বেশি আইডি রয়েছে।কিন্তু একটি ফোনে বেশি আইডি খেলতে গেলে বারে বারে গুগল ডিসকানেক্ট করা লাগে।তারপর CONFIRM লিখে অন্য আইডি ঢুকা যায়।এটা একটা বিরক্তিকর ব্যাপার।অনেক সময় এর জন্য ওয়ার অ্যাটাক ও মিস হয়ে যায়।

screenshot_2016-10-06-01-56-28

তাই আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে এলাম  যার সাহায্যে আর আগের মতো বার বার ক্লিয়ার ড্যাটা বা গুগল প্লে ডিসকানেক্ট দিতে হবে না। একসাথেই ২টি আইডি খেলা যাবে।তাছাড়া শুধু coc ই নয় facebook,messenger,imo ইত্যাদিও একই ফোনে একাধিক চালানো যাবে।

অ্যাপ টির সাইজ মাত্র ৪.৩ mb.

কিন্তু সাইজ হিসেবে এর কাজ অনেক চমৎকার।

অ্যাপ নেম:Parallel Space

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর Download  এ ক্লিক করবেন ]]

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

তাহলে আজকে আর নয়।আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয় নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

15 thoughts on "গুগল ডিসকানেক্ট ছাড়াই এক মোবাইল এ ২ টা COC ID (clash of clans) খেলুন ছোট একটি অ্যাপ এর সাহায্যে। (with latest version)"

  1. RAJASH DAS Contributor says:
    Ai apps ami 3 month age peye chilam.
  2. RELAX ROCKY Contributor says:
    Vai ey software ta kicabe use korte hoy sey bishoye aktu bistarito bole valo hoto
    1. Sazzad Hossain Contributor Post Creator says:
      welcome
  3. Tahsan Raju Contributor says:
    ভাই আমার সমস্যা টা হলো google play games e conect hoy না।।মনে হয় ভুলে google play services ডিলেট হয়ে গেছে।।এখন google play services ডাউনলোড করলেও হয় না।।play store ডুকলেই কেটে যায়।।প্লিজ হেল্প।।
    1. mdNOBEL Contributor says:
      তার মানে তুমি google থাইকা ব্যান খাইসো,,,,,এইটা আমারও হইসিল,,,,, message me on fb i will solve it
      fb.com/hae.bna
    2. Sazzad Hossain Contributor Post Creator says:
      Nobel bro google kawke ban marte pare na ei problem e.Plz kawke vul poramorso diyen na bro.Thx
    3. MD.Nobel Contributor says:
      marte pare jodi se standards vongo korw
    4. Sazzad Hossain Contributor Post Creator says:
      Raju vai apni apnar phone reset or software abar mere dekhte paren.Asa kori kaj hobe.
  4. Bappa_SharmA Contributor says:
    app ta tik ace…!!
    ami use korci 9 month age theke….!!!
    1. Sazzad Hossain Contributor Post Creator says:
      Thx Bappa.
  5. mimislam Contributor says:
    haking হবে না ত
  6. Farhan Author says:
    Lol vau…app ta open korle ad ase n ad sobar kachei biroktikor!!!Tai ami still google play connect-dis
    connect kore onno id te jai 😛 prottekbar ad ase n phn slow hoye jay :v
  7. MD Jubayer Shikder Contributor says:
    vi coc(parallel) loding hoitei thake.kintu ase na

Leave a Reply