আসসালামু আলাইকুম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার ফোনে রাস্তা দেখে দেখে যে কোনো জায়গা যেতে পারবেন।

আমরা সকলে কিন্তু সব জায়গা চিনি না। যে কোনো জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলতে পারি। কিন্তু এই অ্যাপ থাকলে আপনি কখনো হারাবেন না।আপনি যে জায়গা যেতে চান সে জায়গার নাম সেট করলেই আপনি ফোনেই সে জায়গা যাওয়ার পথ দেখতে পাবেন।

_20161017_092130

অ্যাপ টির সাইজ ৮.৬ মেগাবাইট।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[ডাউনলোড করার জন্য link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর Download  এ ক্লিক করবেন ]]

Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।

কোনো সমস্যা হলে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।

ধন্যবাদ।

4 thoughts on "এবার আপনার স্মার্টফোনই আপনাকে বলে দিবে আপনার রাস্তা কোন দিকে? এখন অচেনা জায়গাতেও সহজেই যেতে পারবেন।[with new & update version]"

  1. Avatar photo Reja BD Author says:
    আরও ২-১ টি স্ক্রিনশট দিয়ে ভালো ভাবে বোঝিয়ে দিলে ভালই হত।
  2. aminulhaqueshahin87 Contributor says:
    এপ্সটির নাম বলুন ডাউনলোড হয় না।
  3. Avatar photo monirhasan Contributor says:
    এপ্সটির নাম বলুন ডাউনলোড হয় না।
  4. Miron Contributor says:
    কি সব লিংক দেয় ফালতু,
    এপ্সটার নাম দেন।

Leave a Reply