আস সালামু আলাইকুম। আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।

আমার ৯ ম পোস্ট এ শুভেচ্ছা।


আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ

আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন এক এপ্স যা দিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জার এর মতো করে সিম টু সিম টেক্সট মেসেজিং করতে পারবেন।

আমি অনেক মেসেজিং এর জন্য এপ্স ইউস করছি কিন্তু কোন না কোন প্রব্লেম থেকেই যেত।হয়ত directly যেকোনো এক সিম দিয়ে মেসেজ দিতে হত।sim choice থাকতো না।আরো অনেক প্রব্লেম।

GO SMS PRO premium v15



features এর অভাব নাই বললেই চলে

কিন্তু এই এপ এ সব ফিচার আছে আমার মনের মতো।কিন্তু প্রথমে ফ্রি ভার্সন ইউস করে সম্পুর্ন মজা পাই নি। পরে PAID ভার্সন ইউস করছি।

চিন্তা কইরেন না। আপনাদের ও পেইড ভার্সন এর ডাউনলোড লিনক দিলাম

DIRECT DOWNLOAD

(ডাউনলোড করতে গেলে কোন এড নাই।কোন ক্যাপচা পুরন করা লাগবে না।এক ক্লিক এই ডাউনলোড।যেকোনো ব্রাউজার দিয়ে হবে)

এখন দেখেন কিভাবে সেটিংস গুলী সাজাবেন
।আপ্নারা নিজের ইচ্ছামত সাজাতে পারবেন। তবে মেসেঞ্জার এর মত মেসেজিং করতে চাইলে আপনাকে
নিচের মত করতে হবে।

SETTING>NOTIFICATION >avatar POPUP on করে দেন

[আমি আমার সব স্কিনশট দিচ্ছি এরকম করলে ই একাধারে মেসেঞ্জার এর মত হবে+ অন্য ফিচার ও অন করতে পাবেন]

১)এপ অপেন করে সেটিং এ যান।

2) এরকম আসবে।

৩)NOTIFICATION এ ঢুকেন। AVATAR POPUP on করে দেন।আর আপনার নিজের ইচ্ছামত অন্য অপশন অন করতে পারেন।

আমি আইকন চেঞ্জ করলাম

৪)তারপর আবার বেক এ আসেন APPEARANCE এ যান
।আপনার মতো করে কাস্টোমাইজ করেন।

৫)বেক এ এসে আবার General এ যন।
DELAY to send কে 1 Sec করে দেন।আপনার ইচ্ছামত মতো দিলেও হবে

৬) নিচে আরো ফাংশন আছে।ইচ্ছাহ হলে অন করতে পারেন

এখন পরিক্ষার পালা।
এস এম এস আসলে

মেসেঞ্জার এর মত আসবে।ক্লিক করলে এরকম হবে

আপনি এখান থেকে রিপ্লে দিতে পারবেন।সিম চেঞ্জ করেও মেসেজ দিতে পারবেন।নিচে দেখেন

আবার মেসসেঞ্জার এর মত করে সরিয়ে ও দিতে পারবেন।
চাপ দিয়ে ধরলে নিচের মত আশবে। আর সরিয়ে দিবেন মেসেজ অনায়াসে

আজকের মত বিদায়।
আল্লাহ হাফেয

MyFB ID

6 thoughts on "[HOT]নিয়ে নিন এমন এক এপ্স যা দিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জার এর মতো floating করে সিম টু সিম টেক্সট মেসেজিং করতে পারবেন।"

  1. Sumon80 Contributor says:
    keep it up broo .. Awsm post
  2. MD Moshiur Hossain Piyas Author Post Creator says:
    tnx a lot bro
  3. sayadat2008 Contributor says:
    nice but egular dorkar hoy na
    1. MD Moshiur Hossain Piyas Author Post Creator says:
      welcome
  4. IA Imon Contributor says:
    এপস এর দরকার নাই। আমার মোবাইলে এই সিস্টেম আছে। তবুও আপনাকে ধন্যবাদ
    1. MD Moshiur Hossain Piyas Author Post Creator says:
      hm.welcome bro

Leave a Reply