বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সবাই কেমন আছেন, না থাকলেও অবশ্য সমস্যা নেই, কারন আমি আপনাদের এখন মন ভাল করেদিতে আসেছি।আর তাহলে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি ও কতটা ভাল আছি বা আল্লাহ আমাকে ভাল রেখেছেন। তাহলে চলুন আসলে কাহিনিতে যাওয়া যাক।
আমার বন্ধুদের সাথে কোন কিছুতে চ্যাট করার সময় স্টিকার খুজে বেড়াই, কোনটা দিলে বেশী হাসির হবে, বা বেশী মজা পাওয়া যাবে। তাই এধরনে স্টিকার প্রয়োজন হয়। সেই প্রয়োজন মেটাতে আপনাদের কাছে নিয়ে এলাম একটি বাংলা স্টিকার এর এপস। যা আপনার আনেক ভাল লাগবে এবং মন ভাল হয়ে যাবে।
তাই আর দেরি না করে এক্ষনি নামিয়ে নিন। সফটওয়্যারটি নামানোর জন্য এইল লিংকে ক্লিক করুনঃ বাংলা স্টিকার
হয়ত বিষয়টা পরিষ্কার করে বুঝলেন না, নিচের ফটটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি জিনিষ।


আশা করি এবার ভাল ভাবে বুঝতে পেরেছেন।
তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন জান আমি ও ভাল থাকি, তাহলে আবার নতুন করে কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারব।
আল্লাহ হাফেজ।

7 thoughts on "আর এখানে অখানে ফানি স্টিকার না খুজে, নিয়েনিন সব স্টিকার মাত্র ছোট্ট একটি এপসে, আর বন্ধুদের সাথে মজা করুন মনভরে"

  1. Avatar photo Raju Contributor Post Creator says:
    Tnx
  2. Avatar photo Raju Contributor Post Creator says:
    Posti valo vabe porun tahole link peye jaben.
  3. dukkorat Contributor says:
    যতো দূরেই থাকো রবে আমারি ( Joto
    Durei Thako Robe Amari )

Leave a Reply