কেমন আছেন কন্ধুরা? আসা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।

গত 12-10-2016 তে ক্লাস অব ক্ল্যান্সে এর নতুন আপডেট আসে, ঐ আপডেটে কিছু বাগ ছিলো যার সুবাদে যেকোনো প্রকার ট্রুপ্স মাএ ৫ সেকেন্ডে তৈরি করা যেতো। ট্রিকবিডিতে এটি নিয়ে পোস্ট করা হয়েছিলো। কিন্তু গত পরশু 25-10-2016 সুপারসেল ক্লাস অব ক্ল্যান্সে এর নতুন আরেকটি আপডেট আনে, ফলে এখন আর ৫ সেকেন্ড কোনো Troops তৈরি তরা যাচ্ছে না। কি মন খারাপ হয়ে গেলো? 😀 না মন খারাপ কইরেন না কারন নতুন এই আপডেটেও একটি বাগ রয়ে গেছে। উক্ত বাগটির ফলে এখন মাএ একটি Gem খরচ করে আর্মি ক্যাম্প পুরন করতে পারবেন, তাও আবার যেকোনো Troops দিয়ে। অনেক কথা বলে ফেললাম, তো চলুন দেখনেই কিভাবে প্রসেসটি করবেন।

প্রথমে আপনার সিওসিতে আর্মি ক্যাম্প(Army Camp) ফুল করুন যেকোনো Troops দিয়ে, যদি ক্যাম্প এর স্পেস ২০০ হয়, তাহলে ২০০ পর্যন্ত পূরন করুন। নিচের চিএটি লক্ষ করুন তাহলে বুঝতে পারবেন।

screenshot_2016-10-27-16-28-22

এবার Train Troops এ যান, এখন আপনি যে ট্রুপ্স দিয়ে Army Camp ফুল করতে চান সেখান থেকে শুধু একটি Troops ট্রেইন করুন। আমি ড্রাগন দিয়ে Army Camp ফুল করতে চাই, তাই ড্রাগন নিলাম। এবার Troops টি ট্রেইন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, ট্রেইন হয়ে গেলে টিক চিন্হ আসবে। নিচের চিএটি লক্ষ করুন তাহলে বুঝতে পারবেন।

%e0%a6%9f

ব্যাস, অর্ধেক কাজ শেষ। এখন আপনার আগে থেকে ট্রেইন করে রাখা ট্রুপ্মগুলো দিয়ে একটা এটাক দিতে হবে, তবে এর আগে একটি কাজ করে নিতে হবে। আপনার সিওসি আইডিতে যে Troops টি ট্রেইন করতে সবথেকে বেশি সময় লাগে সেখান থেকে একটি ট্রুপ্স ট্রেইন দিন এবং সেই ট্রুপসটিকে পূর্বে থেকে তৈরি হওয়া টিকচিন্হ Troops টির আগে রেখে দিন। নিচের চিএটি লক্ষ করুন।

%e0%a6%9f2

এবার যেকোনো যায়গায় এটাক দিয়ে পূর্বে থেকে তৈরি করা Troops গুলো আর্মি ক্যাম্প থেকে খালি করুন।

এখন আসল কাজটি করতে হবে…. প্রথমে Train Troops এ যান, তার পর দুটি Wall Breaker ট্রেনিং এ দিন (আপনি চাইলে Barbarian, Archer নিতে পারেন)। এবার দুটি Wall Breaker কে পূর্বে থেকে ট্রেনিং এ থাকা Troops একং টিকচিন্হ হওয়া Troops এর মাঝখানে নিয়ে আসুন। নিচের চিএটি লক্ষ করুন, তাহলে বুঝতে পারবেন।

screenshot_20161027172319

এবার Wall Breaker এর ডানপাসের ট্রেনিং হওয়া Troops টি তুলে ফেলুন। তুলে ফেলার সাথে সাথে Finish Training এ মাএ একটি Gem দেখাবে।

%e0%a7%83

সবশেষে Finish Training এ ক্লিক করুন আর ম্যাজিক দেখুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি দেখার জন্য, আসা করি সবাই পুরো প্রসেসেটা বুঝতে  পারছেন। এর পরও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহাফেজ।

 

29 thoughts on "সুখবর বন্ধুরা, ক্লাস অব ক্ল্যান্স এ মাএ একটি Gem খরচ করে Army Camp পূরন করুন যেকোনো Troops দিয়ে। ১০০% কাজ করে, সময় থাকতে দেখে নিন।"

    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      Thanks vai… but akta akhon working process a nei….
  1. Avatar photo Md Liton Shakh Author says:
    Onk Agge Bad Diyesi. Coc..
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      Same ami o brother…
  2. Avatar photo Safaeit Hossain Author says:
    ১০০% ভুয়া!!! মেয়াদউত্তীর্ণ গাজা খেয়ে মেয়াদউত্তীর্ণ পোস্ট। ষ্কীনশটটাও ২ বছর আগের!
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      ভাই.. ভুয়া না.. এটা ২০১৬ সালের শেষের দিকে পোস্ট টা করা হয়েছিলো… গতকালকে ট্রেইনারশিপ এর জন্য আবেদন করা মাএই আগের পোস্টগুলো অটোমেটিক এপ্রুভ হয়ে যায়। বাট এই ট্রিকটা ঐসময় কাজ করতো।
  3. Avatar photo Farhanx Contributor says:
    coc এর হ্যাক ভার্সন আছে কারো কাছে।থাকলে দিয়েন লিনক দিয়েন।
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      গুগল এ Clash of Magic লিখে সার্চ করুন…
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      Happy to knaw.. 🙂
  4. Avatar photo Gl sourov Contributor says:
    vai 2ta wall-breaker finish korte to 1ta gems e lage
    .
    .
    .
    .

    .

    .

    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      দুঃখিত… এটি গত 3 বছর আগের পোস্ট, ট্রেইনারশিপ পাওয়া মাএই বর্তমান টাইমে পোস্টটি এপ্রুভ হয়ে গেছে… এটি এখন আর কাজ করবে না।
    2. Forhad Rahman Author says:
      ঠিকই কইসেন ভাই ??
  5. Avatar photo Sohel Imran Contributor says:
    vua,reported
  6. Avatar photo bprince0913 Contributor says:
    Video Tutorail দেওয়া যাবো না ভাই বুঝতে পারলাম না
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      দুঃখিত ভাই… এই ট্রিক এখন আর কাজ করবে না…. এটি গত ৩ বছর আগের পেন্ডিং পোস্ট।
  7. Avatar photo bprince0913 Contributor says:
    Video Tutorail দেওয়া যাবো না ভাই বুঝতে পারলাম না
  8. King Bad Boy??? Contributor says:
    gazauttirno meyad khele ja hoy r ki!!!!
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      sorry vai… ata asole goto 3 year ar pending post chilo… ata akhon ar kaj korbe na
  9. Avatar photo rex boy Contributor says:
    vai, re 2ta brkr finish dite to 1gems e lagbe.?
  10. Avatar photo rex boy Contributor says:
    vai, re 2ta brkr finish dite to 1gems e lagbe.?
    1. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
      vai ata asole bug ar fole kora jato pry 3 bochor age, amar akono mone pore , post ta 3 bochor ager pending a selo… but somehow post ta approve hoye gese..
  11. Avatar photo ওমর ফারুক Author Post Creator says:
    ভাই, নতুন ভাবে কেউ মন্তব্য করার আগে প্লিজ লিখাটি দেখুন….. এই পোস্টটি গত ৩ বছর আগে করা ছিলো, তখন থেকে পোস্টটি পেন্ডিং এ ছিলো.. গত কালকে ট্রেইনারশিপ এর জন্য রিকোয়েন্ট করেছিলাম, আজকে সকালে আমার আগের পোস্টগুলোর সাথে এটিও এপ্রুভ হয়ে যায়। আমার এখনো মনে পরে গেমস এর বাগ এর জন্য এই ট্রিক তখন কাজ করতো, বাট এখন আর করবে না, ধন্যবাদ।
  12. Avatar photo Sazzad Hossain Contributor says:
    2yrs coc kheli na
  13. Aasif Contributor says:
    যারা পোস্ট পড়তে আসে তারা কি কমেন্ট না পড়েই রিপ্লে করে নাকি? হুদা কানা সব। এখন সবাই দেখবে মনে হয়।

    ছেলেটা কত বার বলবে যে এটা আগের পোস্ট!! ফাত্রামি করতে লোকজনের ভালাই লাগে। কেউ কেউ দেখাতে আসে সে অনেক জানে।

  14. Tirtho Contributor says:
    Akhono manush coc khele?
  15. PRINCE Contributor says:
    pubg , free fire ar jug a coc

Leave a Reply