বর্তমান শিক্ষা পদ্ধতি এতটা খারাপ হয়ে গিয়েছে ।ছাত্র-ছাত্রী রা পড়াশুনা করতে ভয় পায় ।
সব থেকে খারাপ অবস্থা হয় যারা ভার্সিটি পরীক্ষা এর জন্য পড়াশুনা করে ।
কারন তাদের সবসময় সাধারন জ্ঞান, বাংলা, ইংরেজি MCQ নিয়ে পড়াশুনা করা লাগে ।
অনেক সময় অনেক প্রশ্নের উত্তর খুজে পাই নাহ ।তাই তাদের ওই জিনিস টা অজানা থেকে যায় ।এখন থেকে এর কিছু অজানা থাকবে নাহ ।আপনার যে কোন MCQ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অ্যাপ এ গিয়ে লিখুন, উত্তর পেয়ে যাবেন ।
প্রথমেই নিচের লিঙ্ক থেকে এই Apps টি নামিয়ে নিন।
Click Here To Download
কিছু কথাঃ অ্যাপটা যেহেতু নতুন সুতরাং অনেক প্রশ্নের উত্তর পাবেন নাহ কারন আমরা প্রশ্নের উত্তর অ্যাড করছি । তবে আপনারা অ্যাপটি তে প্রশ্ন সার্চ করে উত্তর না পেলে আমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আমরা তখন ওই প্রশ্নের উত্তর অ্যাড করে দিব ।
আসুন এবার এই Apps টির কিছু ScreenShot দেখে নেওয়া যাক





অ্যাপটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, যাতে করে এই অ্যাপ এর মাধমে সবাই হেল্প পায় ।
ধন্যবাদ

4 thoughts on "বাংলায় যেকোন প্রশ্নের উত্তর নিয়ে আসাধারণ একটি অ্যান্ডয়েড অ্যাপ্লিকেশন। সবাই একবার দেখেন"

  1. Avatar photo Nur Alom Author says:
    Osadharon Udyog…..
    User Contribution o open kore din… Apnara na hoy pore contribute ta review korlen…
  2. Avatar photo Raju Contributor Post Creator says:
    Thik bujlam na
  3. Avatar photo Raju Contributor Post Creator says:
    Hmmm

Leave a Reply