আসসালামু আলাইকুম ভাই ব্রাদার ,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।আর হ্যা ভাল লাগলে অবশ্যই সেয়ার করতে ভুলবেন না।
প্রথমেই বলে নেই এই টিউনটি সর্ব প্রথম আমার ওয়েব সাইটে প্রকাশিত হয় এবং Al Ahad নামের এক ছোট ভাই আমার সাইটে টিউন করে।
আমরা অনেকেই হয়তো ভোটার হইছি কিন্তু কার্ড পাইনি আবার অনেকেই এখনো ভোটার হননি।কিন্তু ইদানীং ফেসবুক কর্তৃপক্ষ তাদের সিকিউরিটি খুবি মজবুত করেছে। যার জন্য অনেকেই বিভিন্ন ভেরিফিকেশনে পরছেন। আর তার সমাধান হিসেবে দরকার পরে এনআইডি( নেশনাল আইডি কার্ড) ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাদের একাউন্ট ভেরিফিকেশনের জন্য আইডি কার্ডের ছবির প্রয়োজন পরে।
কিন্তু আমরা চাইলে খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি।
চলুন দেখে নেয়া যাক কিভাবে খুব সহজে একটি NID বানানো যায়।
যা যা লাগবে।
- দুইটি অ্যাপ ।
- একটি আইডি কার্ডের ফাকা প্লেট।
ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?
লিংকে গিয়ে Free Download এ ক্লিক করুন তারপর কোড দিয়ে Download File এ ক্লিক করার পর অ্যাপটির নাম দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করুন।অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা ক্রোম জাতীয় ব্রাউজার ইউজ করুন।
ডাউনলোড
এন্ড্রোয়েট অ্যাপ ১- 1.9Mb
এন্ড্রোয়েট অ্যাপ ২ – 2.5 Mb
নেশনাল আইডি কার্ডের প্লেট
(Zip ফাইল আকারে আছে Es File explorar বা অন্য কোন কিছু দিয়ে তা অপেন করে ছবিটা সেভ করে নিবেন)
কিভাবে বানাতে হয় তা ভিডিও আকারে দেখতে চাইলে এই লিংকে ক্লিক করুন।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে ।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।আর হ্যা এখনি সংগ্রহে রাখুন বলাতো যায় না কখন কাজে লাগে।
ফেইক দিয়ে ব্যাক দিবেনা।
ধন্যবাদ ভাই অাপনাকে ।।