সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আপনাদের জন্য নতুন এক টিউন নিয়ে হাজির হলাম,আমি আশা করি আগে কখনো কেউ এই টিউন নিয়ে টিউন করে নি।আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
ফটো ইডিট অনেক মজার একটি বিষয়।নিজের ছবি থেকে নিজেকে কেটে অন্য ছবিতে নিজেকে বসানো এগুলো কেবল মাত্র ফটোশপ দিয়েই সম্ভব।আর এ কাজ নিখুত্ ভাবে করার জন্য চাই পিসি কিংবা ল্যাপটপ। যাদের পিসি কিংবা ল্যাপটপ কেনার সামর্থ্য নেই,তারা কোথায় যাবে তাহলে? তাদের কষ্ট দূর করার জন্যই আমার এই টিউন।আজ আপনাদের কষ্টের কথা ভেবে আপনাদের জন্য এমন এক এন্ড্রয়েড এপ নিয়ে আসলাম,যার মাধ্যমে আপনারা পিসির কাজ এন্ড্রয়েড দিয়েই সেরে ফেলতে পারবেন।
এপটির নাম হলো Cut Paste Photo Seamless Edit
এই এপের মাধ্যমে আপনারা আপনাদের বডি কেটে তা অন্য কোন ছবিতে বসাতে পারবেন কিংবা সালমানের খানের বডিতে আপনার মুখ বসাতে পারবেন। কি দারুন একটি এপ তাই না?
তো আর দেরী কেন?? এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুন।আর এপটি ভালো লাগলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাতে ভুলবেন না।
App Name: Cut Paste Photo Seamless Edit
Size:2.98 MB
“/” kata niban
mob.synergize.co