Wow 😀 পিসি বা ল্যাপটপ এর মতো আপনার এন্ডোয়েড ফোনেও ব্যবহার করতে পারবেন রিছাইকেল বিন।

আজ আপনাদের সাথে শেয়ার করব এই দারুন এপ্প টা।

যাহক অনেকেই ভাবে পিসি এর মত যদি ফোনেও Recycle Bin ব্যবহার করতে পারতাম তাহলে অনেক ফাইল ডিলিট করার পর আবার পুন:উদ্ধার করা জাইত।

হয়ত অনেকেই এটা ব্যবহার করে।তাই ভুল হলে মাপ করবেন।

প্রথম এ নিছের থেকে Uc Mini ব্যবহার করে Download করুন। তারপর ইন্সটল দিন। মাত্র 2 Mb।
এবার ওপেন করুন।

উপরের মত সেটিং করে নিন।
এবার যে কনো এপ্পস বা ভিডিও বা পিক ডিলিট করে দিন।
তাহলে সেটা নিছের মত Recycle Bin এ জমা হবে।

এবার যে ফাইল টা রি ওপেন করবেন তার ওপর ক্লিক করলে এমন অপসন আসবে।

এবার Ristor এ ক্লিক করলে আবার ফাইল টা ফিরে পাবেন।

নিছের থেকে Download করুন।

ডাউনলোড করুন ২ মেগাবাইট

ভুল হলে মাপ করবেন। Trickbd এর সাথে থাকুন। সকল কে ধন্যবাদ।

ফেসবুক – এ আমি

10 thoughts on "পিসি বা ল্যাপটপ এর মত এবার আপনার Android ফোনেও ব্যবহার করুন Recycle Bin। যে কনো ফাইল ডিলিট করে যখন ইচ্ছা আবার পুনরুদ্ধার করতে পারবেন খুব সহজে"

  1. Wrifat Contributor says:
    Sotti Via,,,,,,Nice App And Nice Post
    1. Limon Contributor Post Creator says:
      thanks vau
  2. Sajib Ahmed Contributor says:
    অনেক দরকারি এটা
    1. Limon Contributor Post Creator says:
      Ha vai
  3. ruhul45 Contributor says:
    ফালতু সব ট্রিপস সবাই জানে ৩ বছর আগে use করছি এটা use করলে মোবাইলের কোন ডিলেট হয়না lost Dir নামের এক ফোল্ডারে চলে যায় ফেরত আনা মানে move করে পূর্বর folder নেয়া
    1. Limon Contributor Post Creator says:
      সবাই যদি সব জানতো তাহলে school/college বা trickBD থাক্তো না
    2. Jabir Khan Contributor says:
      রাইট ভাই
  4. Sajeeb Hasan Sr Author says:
    Help pls memory formed দিতে গেলে the memory card is write-
    porotected.please release the write portect switch. এই টা আসে
    কি করব
  5. RipoN Contributor says:
    App name ki???

Leave a Reply