Bengali Calendar (Bangladesh)

ইংরেজি সালের তারিখ আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কিন্তু কেউ যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করে, “আজ বাংলা সনের কত তারিখ?” তখন আমরা অনেকেই সেটা বলতে ব্যর্থ হই।
তাই আপনার Android Phone এর জন্য এই বাংলা ক্যালেন্ডারটি ডাইনলোড করে নিন, তাহলে আর বাংলা সনের তারিখ মনে রাখাটাও আপনার কাছে তেমন কঠিন ব্যাপার হবে না।

এই App এর বিভিন্ন রকমের Widgets রয়েছে। আপনার পছন্দ মতো Widget-টি Screen এ বসিয়ে নিন। এতে Screen On করলেই আপনার চোখে পড়ে যাবে আজ বাংলা সনের কত তারিখ…

এই App এর মাধ্যমে আপনি হিজরী সনেরও তারিখ জানতে পারবেনঃ


এছাড়াও এই App-টি বিশেষ দিনসমূহ আপনাকে Notification এর মাধ্যমে জানিয়ে দিবেঃ

আপনি আপনার ইংরেজি সালের জন্ম তারিখ দিয়ে বাংলা সনের জন্ম তারিখ বের করতে পারবেন এই App এর মাধ্যমে।

APK File Size: 3.7 MB

Google Playstore

Direct Download

9 thoughts on "ডাউনলোড করে নিন বাংলা ক্যালেন্ডার"

  1. Chandon Contributor says:
    trickbd সকল ভাইয়াদের বলছি আপনারা কি আমাকে বলতে পারবেন যে Divx এটা কি জিনিস আর এটা Sign Up করব কি ভাবে যদি একটা ভালো post করেন
  2. Alamin200 Author says:
    আমার এস.এস.সি পরীক্ষা।সবাই আমার জন্য দোয়া করবেন।
    1. SUPTO Author Post Creator says:
      দোয়া তো করবই। তবে তোমাকেও তো এই শেষ সময়ে মন দিয়ে বই পড়ে শেষ Preparation টা নিতে হবে… 🙂
    2. Alamin200 Author says:
      ওকে
  3. Reja BD Author says:
    বাংলা ইংলিশ অারবী, এই তিনটি ডেইট একসাথে, এরকম ভালো কোন Software থাকলে পোষ্ট করুন।
    1. SUPTO Author Post Creator says:
      এই App দিয়ে বাংলা, ইংরেজি এবং হিজরী -তিন ধরনের তারিখই দেখা যায়। তবে এই App এর Widget এ শুধু বাংলা এবং ইংরেজি তারিখ Show করে। Google Playstore এ গিয়ে Feedback দিন, যাতে তিনটি তারিখই Show করে এমন Widget বানায়ঃ https://play.google.com/store/apps/details?id=com.outscar.bd.bongcal&hl=en

      এমন কোনো App আমি এখনও খুঁজে পাইনি যেটার Widget এ তিন ধরনের তারিখই Show করে। পেলে Post করব…

    2. Reja BD Author says:
      অাপনিও কমেন্ট করুন।
    3. SUPTO Author Post Creator says:
      আমি করেছি…

Leave a Reply