আজকে শেয়ার করবো এন্ড্রয়েডের সবচেয়ে লাইট ব্রাওজার। আমরা সবাই কোনো না কোনো ব্রাওজার ব্যবহার করি (সবচেয়ে বেশি হয় গুগল ক্রোম)।
কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি না যে আমাদের ফোন বা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য বিভিন্ন কোম্পানি সংগ্রহ করে। সাথে মোবাইল স্লো করা / ল্যাগ দেয়া, প্রচুর র্যাম নেয়া তো আছেই (অনেকের ক্ষেত্রেই)। তাই ভায়া ব্রাওজার হলো সবগুলো সমস্যার একটা পারফেক্ট সমাধান।
মাত্র ২ MB (প্লে স্টোর সাইজ – অনেকের ক্ষেত্রে আরো কম হবে)
Via Browser এর উল্লেখযোগ্য সব ফিচার:
১. অ্যাড ব্লকার
বিজ্ঞাপনের বিরক্তির কারণে অনেক সময় ব্রাউজিং করতে গিয়ে বিরক্তি তৈরি হয়। ভিয়া ব্রাউজারের বিল্ট-ইন অ্যাড ব্লকার প্রায় কমন সব ধরনের বিজ্ঞাপনকে আটকাতে সক্ষম। তাই এই ব্রাউজার দিয়ে ব্রাউজিং করলে আপনি খুবই ক্লিন একটি ইন্টারফেস পাবেন।
২. নিরাপদ ব্রাউজিং
আমরা অনেকেই হয়তো জানি না যে ব্রাউজিং করতে গেলে আমাদের তথ্য কিভাবে ট্র্যাক করা হয়। কিন্তু ভিয়া ব্রাউজারে এই চিন্তা নেই! এটি কোন ট্র্যাকিং করে না এবং সেই সাথে ইনকগনিটো মোড তো আছেই
৩. দ্রুত লোডিং
ভিয়া ব্রাউজারের বিশেষ একটা সুবিধা হলো এর দ্রুত পেজ লোডিং। ইন্টারনেট কিছুটা ধীর গতির হলেও এটি বেশ তাড়াতাড়ি পেজ লোড করে।
৪. কাস্টমাইজেশন সুবিধা
ভিয়া ব্রাউজার ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যায়। আপনি চাইলে এর থিম, ফন্ট সাইজ, এমনকি বুকমার্কও নিজের মতো সাজাতে পারবেন।
তো এটি ব্যবহার করার জন্য জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করলেই হয়ে যাবে। কোনো প্রকার লগিন কিংবা বাড়তি পারমিশনও চায় না। বলা যায় ১-২ মিনিটের মধ্যেই কাজ/সেটাপ হয়ে যাবে।
তাই, যাদের র্যাম কম, ল্যগ ফ্রী ব্রাউজিং চান, প্রায় সকল নজরধারী মুক্ত ব্রাওজার চান তাদের জন্য ভায়া ব্রাউজার সেরা। একদিকে এটি হালকা, সেই সাথে মারাত্তক প্রাইভেসি ফ্রেন্ডলি
মোড/ক্লিন ভার্সনঃ
এতে মাইক্রোসফটের এনালিটিক্স/ট্র্যাকার আছে যা ইউসাররা কোন ফিচার বেশি ব্যবহার করে তা দেখার জন্য ব্যবহার করা। যার ফলে কিছু হলেও ইউজার প্রাইভাসি নষ্ট হয়।
+
এতে বাই ডিফল্ট এড-রিমুভ করলেও (সামান্য কিছু ট্র্যাকার ব্লক হয় যদিও, সব হয় না), তাই আমি এতে আরো কিছু ট্র্যাকার/এডস ডোমেইন এড করেছি যাতে (সাথে ই/স্রা/ইলি ট্র্যাকার) আরো বেশি নজরধারীমুক্তভাবে থাকা যায়। সাথে পশ্চিমা গুজবের মিডিয়া, তাদের সরকারী বিভিন্ন সাইট ও বিভিন্ন পপুলার প/র্ন সাইটও ব্লক করা আছে। (উল্লেখ্যঃ ব্লক মানে হলো এই সাইটগুলো এক্সেস করার সময় একটা ওয়ার্নিং দেখাবে, সরাসরি ওপেন না হয়ে)
ফুল প্যাচ/মোড মেনুঃ
◉ Almost all popular ADS+Tracking Domain Listed including Google, Amazon, Facebook, Bytedance, e.t.c. to block 🔥
◉ Ads-free Social apps mostly (not completely)
◉ Many Goverment sites of NATO & Western Countries hindering World’s Peace Blocked
◉ Sites of Many Intelligence Agencies responsible for hindering the peace of the World Blocked
◉ Popular Porn Sites Blocked
◉ Media/News Agencies Responsible for Spreading Propaganda has been Blocked
◉ Some Propaganda & Racism Spreading Forums Blocked
◉ Some OEM ADS+Trackers Blocked including Xiaomi, Oppo, RealMe, Apple, Samsung, e.t.c.
◉ All Popular ADS & Trackers/Analytics Blocked 🔥
◉ DEBUG Codes REMOVED (including source tags)
◉ LOGGING Codes REMOVED 👍
◉ Some Kotlin Invocations REMOVED
◉ Apk Root Path CLEANED 👍
◉ Hang in active processes after exiting REMOVED 🔥
Passionate about Tech, Defending Internet freedom, Optimistic about the Rise of Muslim Influence, and Committed to Global Diplomacy & Defense for the Betterment of Earth.
2 responses to “মোবাইলের জন্য সবচেয়ে লাইট ব্রাওজার (সাথে AdBlocker)। A Light & Fast Browser for Android (2/4/6 GB RAM)”
suggest lite browser for pc
midori, otter, Falkon er name shuni as lightweight for pc
Personally using Firefox after using Chrome for years due to privacy (little less ram usage)…………..