কিভাবে আপনার ফোনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন ও ফোনকে লোকালহোস্ট বানাবেন আশা করি পোস্ট পড়লেই বুঝতে পারবেন আর না পারলে ভিডিও টি আশা করি পারবেন। ভিডিও নিচে এম্বেড করা আছ।

ধাপ সমূহ:

1) ডাউনলোড সফটওয়ার  আর সার্ভার রান
2) ডাটাবেজ তৈরী
3) ওয়ার্ডপ্রেস ইন্সটল

 

ধাপ-১ঃ

প্রথমে আপনার ফোনকে ওয়েব সার্ভারে পরিণত করতে হবে। আর সার্ভার বানানোর জন্য একটা এপ্স আছে এনড্রয়েড ফোনের জন্য। তার নাম বিট ওয়েব সার্ভার। অবশ্য একটা না আরও অনেক সার্ভার আছে তার মাঝে এই এপ্সটিই আমার কাছে ভাল লেগেছ। আর অন্যান্য এপ্স ও ইউজ করতে পারেন মোটকথা আপনার ডাটাবেজ আর এপাচি/ওয়েব সার্ভার চালু হলেই হলো।

 আমি প্রো – টাই ইউজ করেছি কারন ফ্রি টা ঝামেলা করে। এইবার চলুন আগে সার্ভার রান করি।

এপ্স টি ইনস্টল করার পর চালু করুন। তারপর নিচের ইমেজের মতো ওয়েব আর ডাটাবেজ সার্ভার চালু করুন। Web Server, Database Server চালু করার পর (bits web server) এপ্স টি মিনিমাইজ বা ব্যাকগ্রাউন্ড এ রেখে দিন যাতে চলতে থাকে। মানে বের হয়ে আসুন।

 

আমি আন্তরিক ভাবে দুঃখিত।

স্ক্রিন শট এর ব্যাকাপ থাকলে আপলোড করতাম। পোস্ট করা হয়েছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে। থার্ড পার্টি সার্ভারে স্ক্রিনশট আপলোড ছিল। যখন পোস্ট করেছিলাম তখন ট্রিকবিডিতে স্ক্রিনশট আপলোডে সমস্যা ছিল, যা এখন নেই। তাই স্ক্রিন শট গুলো দিতে পারছি না। দয়া করে ভিডিও দেখলে হয়ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বলছিনা। যেহেতু এই পোস্ট এর স্ক্রিনশট জনিত সমস্যা হয়েছে তাই।

তবে সামান্য কিছু স্ক্রিনশট ভিডিও থেকে নিয়ে পোস্ট এডিট করলাম।

ধন্যবাদ।

আপনার সার্ভার চালু হয়ে গিয়েছে। আপনার ফাইল ম্যানেজার এ গিয়ে দেখুন www নামে একটি ফোল্ডার তৈরী হয়েছে। এটাই আপনার হোম ডিরেক্টরি বা পাথ এই ফোল্ডার এর ভিতরেই আমরা আমাদের প্রজেক্ট চালাবো। আর www ফোল্ডার না পেলে তৈরী করে নিন সাধারণত এই এপ্স এই ফোল্ডার তৈরী করে। আর কিছু সার্ভার এপ্স আছে www এর স্থলে htdocs ফোল্ডার তৈরী করে। আপনি চাইলে সেটিংস থেকে ইচ্ছে মতো আপনার পছন্দের পাথ বা ডিরেক্টরি সেট করতে পারবেন।

হোস্টিং এর কাজ শেষ মানে আপনার www ফোল্ডারটি হলো আপনার হোস্টিং। এখানে আপনার সম্পুর্ন প্রজেক্ট রান করাতে পারবেন। আপনার ডোমেইন হবেঃ localhost:8080 মানে আমরা যখন গুগল ডট কম লিখে এন্টার দেই তখন গুগল ডট কম হলো ডোমেইন আর সেই ডোমেইন একটি আইপির সাহায্যে তার রুট ফাইলে এক্সেস নেই। আমরা যখন আমাদের ডোমেইন রান করব তখন আমার রুট ফাইল হবে www

নোটঃ আামাদের হোস্টিং + ডোমেইন হলো। এখন ব্রাউজ করার পালা। ব্রাউজ করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করা ভাল। তবে অপেরা আপডেট টা ও ইজ করতে পারেন, অথবা ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার। ** তবে এই ডোমেইন কিন্তু অনলাইন না অফলাইন যা শুৃধু আপনার ফোন  থেকেই এক্সেস নিতে পারবেন অথবা কোন ওয়াই ফাই জোনে কানেক্ট থাকা সকলেই ব্রাউজ করতে পারবে। নির্দিষ্ট আইপি ব্যবহার করে। আর গুগল হলো অনলাইন এর সবাই এক্সেস নিতে পারবে। (উদাহরন)**

 

ধাপ-২ঃ

ডাটাবেজ তৈরী, ডাটাবেজ হল তথ্যের ভান্ডার যেখানে সব কিছু স্টোর থাকে। আরও জানতে গুগলে সার্চ করতে পারেন।

ব্রাউজার এ গিয়ে নিচের এড্রেস এ ঢুকুনঃ ডোমেইন/phpmyadmin

যেমনঃ  localhost:8080

এইবার একটা পেইজ আসবে। সাধারনত ডিফল্টভাবে যা থাকে তা দিন।

Username: root

Password:

নোটঃ পাসওয়ার্ডের বক্স খালি রাখুন। তারপর  Go মানে সামনে আগান।

আরেকটা পেইজ পাবেন সেখানের সাইডবার থেকে new অথবা Database এর উপর ক্লিক করলে নতুন বক্স পাবেন বক্সে ইচ্ছামত ডাটাবেজ নাম দিয়ে ডাটাবেজ তৈরী করুন। যেমন আমি দিলাম (asifulmamun) তবে আপনারা যাইই দেন তা মনে রাখবেন।

তারপর create বাটনে ক্লিক করে তৈরী করে ফেলুন ডাটাবেজ। আর সাইডবার এ চেয়ে দেখুন আপন যে নামে ডাটাবেজ তৈরী করেছে তা এসে গেছে।

 

ধাপ-৩ঃ

ওয়ার্ডপ্রেস ইন্সটল-
প্রথমে wordpress.zip ফাইল ডাউনলোড করুন এই http://wordpress.org ঠিকানা থেকে আর
Unzip করে ফেলুন আর ভিতরে কিছু ফাইল পাবেন যেমন (‘wp-admin, wp-content, etc’)
সবগুলো ফাইলকে একসাথে কপি বা কাট করে ‘www’ ফোল্ডারে নিয়ে রাখুন অর্থাৎ পেস্ট করুন।

এইবার আপনার মেইন ডোমেইনে ব্রাউজ করুন। নিরে মতো পেইজ আসলে সামনে এগিয়ে যান।

 

Databse Name: (আপনি যা দিয়েছিলে ধাপ-২ আমি দিয়ে ছিলাম asifulmamun)

Database user name: root
Password: খালি রেখে দিন।
Server/host: localhost
prefix: wp_ বা (আপনার ইচ্ছে মতো দিতে পারেন।)

 

তারপর নিচের ইমেইজগুলো ফলো করুন।

সাইটের নাম ইচ্ছে মত যা ইচ্ছে দিয়ে ফাইল পূর্ণ করে ইন্সটল করতে পারবে তবে সবগুলো খাতায় লিখে রাখা ভাল। কিন্তু username আর password মনে রাখবেন কারন এডমিন পেনেল এ ঢুকতে কাজে লাগবে।

যেমন আমরা যা পুরণ করে এসেছি

Phpmyadmin Username: (root)

passwotd: (খালি বক্স)

Database name: (asifulmamun, or your text)

তারপর Install WordPress (ইমজের মতো) ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলুন। এইবার আপনার সাইট দেখার জন্য ডোমেইন এ যান, ব্রাউজারে গিয়ে লিখুনঃ localhost:8080

আপনার কাজ শেষ আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ফেলেছেন। না পরলে নিচে ভিডিও + সাইটে অনেক পোস্ট আছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। মোটকথা: সার্ভার যেহেতু রান করেছেন এইগুলাও পারবেন।


এক্সট্রা

আর এডমিন পেনেল এর জন্য এড্রেসঃ localhost:8080/wp-admin
username: (রেজিঃ এর সময় যা দিয়েছিলেন)
password: (রেজিঃ এর সময় যা দিয়েছিলেন )

লগ ইন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন।

এখন আপনি চাইলে থিম পরিবর্তন ও করতে পারেন ।

1) upload theme 2) file manager এর মাধ্যমে।

 

পদ্ধতি-১ঃ

ড্যাশবোর্ড এ যান( লগ ইন করে) যেমনঃ
localhos:8080/wp-admin
তারপর নিচের পদক্ষেপ অনুসরণ করুন।
তারপর ক্লিক menu>appearence>themes>add new>upload

 

তারপর ক্লিক menu>appearence>themes>
এইবার কিছু থিম দেখতে পাবেন আপনি আপননার থিমটি দেখে theme এ ক্লিক করে একটিভ করে

ডাউনলোড করা থিম আনজিপ করে বা এক্সট্রাক্ট করে www ফোল্ডার >wp-content ফোল্ডার>themes ফোল্ডার এ গিয়ে আপনার থিম টি রাখুন আপনার এডমিন প্যানেল ।

তারপর আবার

menu>appearence>themes>
এইবার কিছু থিম দেখতে পাবেন,,,
আপনি আপনার থিমটি দেখে theme এ ক্লিক করে একটিভ করে নিন।

 

নোটঃ না বুঝলে ভিডিও দেখতে পারেন।

আপনি পোস্টটি শেয়ার করুন নিজের নামে শেয়ার করলে ও আমার কোন আপত্তি নেই।আপনি শিখতে পেরেছেন কিনা সেটা আসল কথা।

আল মামুন
কিশোরগঞ্জ

50 thoughts on "নেট কানেকশন ছাড়াই ফোনকে লোকালহোস্ট বানিয়ে wordpress ইন্সটল করে wp theme আপলোড দিয়ে ওয়েব ডিজাইন করা শিখুন ।"

  1. Arshad Prottoy Contributor says:
    Screenshot kothai up desen?
    1. asifulmamun Author Post Creator says:
      Post Image এ আপলোড দেয়া ছিল। আর পোস্ট করা হয়েছিল অনেক আগে। তাই স্ক্রিনশট গুলো আর দিতে পারছিনা।
  2. rajudhunatbogra Author says:
    স্ক্রিনশট পুনরায় আপলোড করে পোষ্টে দিয়ে পোষ্ট আপডেট করুন।
    একটি পোষ্টে
    আমারো একই সমস্যা হয়েছিলো।
  3. Asikur Contributor says:
    ছবিতো সো ই করেনা, সাদা হয়ে।
    1. asifulmamun Author Post Creator says:
      হ্যা ভাইয়া,
      ছবিগলু থার্ড পার্টি সার্ভারে আপলোড করা ছিল তাই, ডিলিট হয়ে গেছে।

      আমি আন্তরিক ভাবে দুঃখিক।

  4. Tariqul Islam Khan Contributor says:
    ভাই মোবাইল কি রুট করা লাগে? রুট না করলে কি কাজ করা যাবেনা এমন অ্যাপ নাই?
    1. asifulmamun Author Post Creator says:
      কোন রকম রুট পারমিশন লাগবেনা।

      রুট থাকুক বা নাই থাকুক কাজ হবে ইনশাল্লাহ।

      আর এই সফটয়্যার কাজ না করলে অসংখ্য ওয়েব সার্ভারের সফটয়্যার পাবেন অনলাইনে। আমি তো মাথ একটার উদাহরব দিলাম।

  5. Mr. Perfect Author says:
    Sshot valo kore upload korun..
    1. asifulmamun Author Post Creator says:
      আমি আন্ত্রিক ভাবে দুঃখিত।

      স্ক্রিন শট এর ব্যাকাপ থাকলে আপলোড করতাম। পোস্ট করা হয়েছে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে। থার্ড পার্টি সার্ভারে স্ক্রিনশট আপলোড ছিল। যখন পোস্ট করেছিলাম তখন ট্রিকবিডিতে স্ক্রিনশট আপলোডে সমস্যা ছিল, যা এখন নেই। তাই স্ক্রিন শট গুলো দিতে পারছি না।

      দয়া করে ভিডিও দেখলে হয়ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বলছিনা। যেহেতু এই পোস্ট এর স্ক্রিনশট জনিত সমস্যা হয়েছে তাই।

      ধন্যবাদ।

  6. Nazmus Sakib Contributor says:
    Post osthir hoiche . But ami freebasics Theke ss dekhte parchina. Asa kori fixed korben.
    1. asifulmamun Author Post Creator says:
      শুধু ফ্রিবেসিকস না। কোন ভাবেই স্ক্রিনশত দেখা সম্ভব হচ্ছে না।

      ধন্যবাদ।

  7. Tristan Expert Author says:
    ss দেখা যায় না
    1. asifulmamun Author Post Creator says:
      ডিলিট হয়ে গেছে।
  8. Shamim Ahmed Contributor says:
    vai catagory wordpress den
    1. Tariqul Islam Khan Contributor says:
      আসলে ওনি ওয়েভ এক্সপার্ট তো তাই ক্যারাগরি পোস্ট এর, আর কি ভাবে ss দেয়া লাগে এই গুলা বুঝেনা?
    2. asifulmamun Author Post Creator says:
      Thanks For Remember.

      কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা আছে – ৩ টা।

      See here: https://s17.postimg.cc/mu2dhw94v/Capture.png

  9. Md Hamim Contributor says:
    Amar post ta pora tar por laksan
    Koto kosto kora lakselam copy kora hoilo akhon
    1. asifulmamun Author Post Creator says:
      দুঃখিত ভাই।
      আপনার সাথে ম্যাচিং হওয়ার জন্য।

      আপনার পোস্ট এখনো পাবলিশ হয় নি। পাবলিশ হইলে হয়তো পড়তে পারতাম আর পড়লে হয়তো কপি করে লিখতে পারতাম। দয়া করে ভিডিওটা দেখন। ভিডিওর সাথে পোস্টের মিল পাবেন। (যেমনঃ আর সাথে ডাটাবেজ নাম ইত্যাদি।)

      আর যেহেতু ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেহেতু লিখেছেন। তাহলে নিশ্চয় ধারনা আছে যে, ওয়ার্ডপ্রেস এ কখন আনপাবলিশ পোস্ট কখনো এডমিন বা পারমিশন ছাড়া অন্য কেউ পড়তে পারবে না। আর আমি তো মাত্র অথার। তাহলে কি করে আপনার পোস্ট পড়লাম আর কি করেই বা আপনার পোস্ট কপি করলাম।

      ধন্যবাদ
      আপনার মূল্যবান মন্তব্যের জন্য। @হামিম ভাই।

    2. Md Hamim Contributor says:
      Apni new Tai janan na ka bolsa Amar post publish hoinai Amar profile dakhan post published
    3. Md Hamim Contributor says:
      Ato boro
      Comment korar agay Amar profile dakha uchid chili
      Amar post:- https://trickbd.com/wordpress/450578
    4. asifulmamun Author Post Creator says:
      ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করে দেয়ার জন্য।

      মিলে গেলেও কিছুই করার নেই। কারন আপনি আর আপনার বন্ধু যদি আমাদের বাসায় আসেন, তাহলে ২ জনে একই রাস্তায় আসতে হবে। আর, তাই বলে আপনার বন্ধুকে বলতে পারবেন না যে, “তুই আমার রাস্তায় আসলি কেন?”।

      আসলে যে ভাবে যেই করুক না কেন, সব একই রকম হবে। তাই মিলে গেলে আমার কিছুই করার নাই। দয়া করে ভিডিওটা দেখুন, ওইখানে সব আমার মোবাইলে করা, যা প্রমাণ করে আমি অন্য কারো থেকে কপি করি নি। আর (স্ক্রিন শট গুলা থাকলে আরো ক্লিয়ার হয়ে যেত।

      তবে আপনার পোস্ট লিংক কি আমি আমার পোস্টে এডজাস্ট করতে পারি। যদি অনুমতি দেন তাহলে করব। কারন আমার স্ক্রিনশট মিসিং আর আপনার স্ক্রিন শট আছে। দুই পোস্ট পড়লে সবার হয়তো ক্লিয়ার হয়ে যাবে।

    5. Md Hamim Contributor says:
      Author hoya screenshot add korta janan na. Amar ss copy korla amar report korta dare lagba na. Ar ss copy korar por report korla 100% copy korar jonno ai post delete hoba
    6. asifulmamun Author Post Creator says:
      হা হা,,,
      ভাই,,,
      কপি করার কথা বলি নি,,,, লিংক আপ করার কথা বলাম।
    7. Md Hamim Contributor says:
      .
      Apni ai post ta edit kora onno app deya dakhan play store a ai kaj kirar onek app asa tar poraw apni ai app deyai kano dakai san.
      apni jodi ai post 1 month pora kortan tahola thik silosilo akhon akpost 2 bar kora hoisa jata buja jai porar ta copy post.
    8. asifulmamun Author Post Creator says:
      আরে ভাই আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই……
      এই পোস্ট আগে করছেন তো কি হযেছে। যারা এপ তৈরী করছে তারাও তো পোস্ট + ডকোমেন্টশন রাখছে।

      আর আপনিই কি এই এপস দিয়ে প্রথম পোস্ট করছেন নাকি?

    9. asifulmamun Author Post Creator says:
      ভাই শুনেন,
      যেভাবেই করেন ওয়ার্ডপ্রেস যে তৈরী করেছেন তিনিও একি রকম ভাবে ইনস্টল করেছেন। অন্যভাবে না। আর এটা ম্যাচিং হবে স্বাভাবিক ভাবেই। আর আপনাকে কপি করা হয় নি। এটাই রুলস, এই এপ্লিকেশন আর ওয়ার্ডপ্রেস এর জন্য। আর আপনি নিজেকে নিজে বড় মনে করেন। এই রকম স্বভাব ঠিক না। নিজেকে জানতে শিখুন, তারপর না হয় অন্যকে জানানোর চেষ্টা করুন।

      ধন্যবাদ।

    10. Md Hamim Contributor says:
      Apni ai post ta edit kora onno app deya dakhan play store a ai kaj kirar onek app asa tar poraw apni ai app deyai kano dakai san.

      apni jodi ai post 1 month pora kortan tahola thik silosilo akhon akpost 2 bar kora hoisa jata buja jai porar ta copy post.
      Comment ar replayreplay ar deban na amar ato faltu time nai ja time pai ta apnar jonno nosto hoitasa

    11. Md Hamim Contributor says:
      Trickbd ta ai app neya ami first post korse
    12. asifulmamun Author Post Creator says:
      Apni Cacchen Ta ki Seta Clearly Bolen

      Eto Bokor Bokor Valo Lage Na

  10. Shifat1122 Contributor says:
    Free basics e screenshot deka jai na….
    1. asifulmamun Author Post Creator says:
      দুঃখিত। 🙁
  11. Mahbub Subscriber says:
    screenshot gula koi vai?
  12. asifulmamun Author Post Creator says:
    ভাই ট্রেইনার হয়েছি নতুন। তাই, মাত্র দেখলাম। ss গুলা সমস্যা করছে ট্রিকবিডি থেকে।

    আমি ঠিক করছি।

  13. asifulmamun Author Post Creator says:
    Post Edited With Screenshot….
  14. Nayan Contributor says:
    Update Bit Web Server to 2.4.6/7, This server used Lighttpd Server as web server, you may use any other server app too. But I would like to inform that, it will be good to use nginx server or Apache Server as a server app. Because all online server use one of those (also lighttpd but rear). And there are much problem with url mod_rewrite extension in lighttpd. Where you will get this? KSLAB has packed all with PHP composer which are very important for many work. KSWEB 3.91 are available in play store. This app is not for free. Bit Web Server also not a free app on store. But it can be found with google. But KSWEB is free to download, it will give you 5 days trial. You may use it with pro by lucky patcher if you download KSWEB 3.71/72 (many of features won’t available here).

    Review:
    BWS vs KSWEB
    PHP: PHP7.2.2→7.2.3(extension pack available)
    Lighttpd:: Same
    nginx: no → yes
    Apache: no → yes
    Command: no → yes
    Composer: no → yes
    Default RDMS: no → yes
    MSMTP: downgrade → update
    MySQL: downgrade → upgrade
    FTP: no → yes
    RAM use: low → high

    Do not use old version of Bit Web Server. Do not use KSWEB if you already not root your device or could not buy license. Moreover, dear post creator, your post is good, but, please complete database relational connection. Otherwise there will be a text “pma db not ok”.

    1. asifulmamun Author Post Creator says:
      ধন্যবাদ আরো এপের বর্ননা তুলে ধরার জন্য।

      যে কোন সার্ভার এপ্স ব্যাবহার করলেই হবে। সেটা প্রত্যকের পছন্দ অনুযায়ী,
      আমি আমার পছন্দেরটা ব্যবহার করি।

  15. Shamim Ahmed Contributor says:
    ভাই আমি ScreenShot দেখছি পাচ্ছি
    1. asifulmamun Author Post Creator says:
      Thanks,
      আসলে স্ক্রিনশট পরে আপলোড করা হয়েছে।
  16. simun bd Contributor says:
    tnx vai nice post.but ai post age kora hoice.tar pore o guciye likar jonno tnx.
    1. asifulmamun Author Post Creator says:
      Yes Bhai,
      @MD Hamim Eta agee koreche

      za agee ami zantam na……

      Tobe 2 Post Pore Mutamuti dharona hoy arki….

  17. Gangster Contributor says:
    Good Post brother ❤
  18. asifulmamun Author Post Creator says:
    Thanks
  19. HMSS Contributor says:
    উপকৃত হলাম
    1. asifulmamun Author Post Creator says:
      আলহামদুলিল্লাহ।
  20. BSS SUMON ISLAM Contributor says:
    wordpress a ke wap4dollar ar link bossano jaby
    vai
    1. asifulmamun Author Post Creator says:
      এটা লোকালহোস্ট,,,,
      আপনার সাথে যারা রাউটার বা লোকাল সার্ভারে কানেক্ট থাকবে তারাই মনের স্বাদ মেটানোর জন্য এড দেখতে পারবে।

      আর হ্যা, লাইভ সার্ভারে পারবেন।

  21. Life Destructor Contributor says:
    username: root
    password: (ফাকা) রাখলে #2002 Cannot log in to the MySQL server এটা আসে। হেল্প প্লিজ
    1. asifulmamun Author Post Creator says:
      আমার মনে হয় কিছু একটা ভূল করে আসছেন।

Leave a Reply