How To Increase Instagram
Follower


কেমন আছেন সবাই আশা
করি ট্রিকবিডির সাথে ভালই
আছেন।

আমিও আপনাদের দোয়ায়
ভালই আছি। আজ আপনাদের
সাথে এক অতীব গুরুত্বপূর্ণ এক
পোস্ট এবং আর্টিকেল নিয়ে
এসেছি। কিভাবে ইন্সটাগ্রামে
ফলোয়ার বাড়ানো যায় সেই
প্রসঙ্গে।এই পদ্ধতিতে আপনি
লিমিট ছাড়া ফলোয়ার
বাড়াতে পারবেন অতি সহজেই।

আপনি যদি চান এক দিনেই কয়েক
হাজার ফলোয়ার বানাবেন
তাহলে সেটাও পারবেন। যদিও
একদিনে ৩০০ এর বেশি ফলোয়ার
না বাড়ানো ভাল।বেশি
বাড়ালে একাউন্ট ডিলেট ও
করে দিতে পারে।

ইন্সটাগ্রাম আসলে কি সেটা
আমরা সবাই কম বেশি জানি।
ফেসবুক,টুইটারের মতই আরেকটি
সামাজিক যোগাযোগ অ্যাপ বা
সাইট যেটা খুবই জনপ্রিয় সকলের

কাছেই। এছাড়া যারা সোশ্যাল
মার্কেটিং করেন তাদের জন্য
ইন্সটাগ্রাম এর গুরুত্ব অনেক,
এছাড়া আমাদের মত সাধারণ
দের ও একাউন্ট আছে
ইন্সটাগ্রামে।কাজেই বেশি
ফলোয়ার বা লাইক দরকার হতেই
পারে। তাই আজ দেখাবো
কিভাবে সহজ পদ্ধতিতে
ইন্সটাগ্রাম এ ইচ্ছামত লাইক এবং
ফলোয়ার বাড়ানো যায়।

আমরা এই প্রসেস টি করবো একটি
এন্ড্রয়েড অ্যাপের সাহায্যে।

কাজেই নিচের লিংক থেকে
অ্যাপ টি সবাই ডাউনলোড করে
নিন।

Click Hear To Download

ডাউনলোড করতে ইউসি
ব্রাউজার বা ক্রোম ব্রাউজার
দিয়ে লিংকে গিয়ে একদম
নিচের দিকে Download লেখার
নীচের টিক তুলে দিয়ে সেই
Download লেখাতেই ক্লিক করবেন।

অন্য পেজ আসলে আগের পেজে
গিয়ে সেই Download লেখাতেই
ক্লিক করবেন।এবার পরের পেইজে
Click Here To Download এ ক্লিক
করলেই ডাউনলোড শুরু হবে।

অ্যাপ টি ডাউনলোড শেষে
ইন্সটল করে ওপেন করুন।কিছু
পারমিশন চাবে সব গুলো গ্রান্ট

করুন।ভয় পাবেন না,আপনার
একাউন্টের কোন রুপ ক্ষতি
হবেনা।যদি খুব দ্রুত ফলোয়ার
বাড়তে থাকে তাহলে অ্যাপ ই
আপনাকে বলে দিবে এখন আর
না পরে আবার ট্রাই কইরেন। তো,
এবার আপনার ইন্সটাগ্রাম এর
ইউজার নেইম এবং পাস কি দিয়ে
লগিন করুন এবং এটা আপনার
একাউন্ট ই কিনা সেটা নিশ্চিত
হতে প্রোফাইল টা একবার দেখে
নিন। এবার নিচের ভিডিও
টিউটোরিয়াল টি একবার দেখুন,
স্পষ্ট ভাবে আপনাদের সুবিধার্তে
লাইক এবং ফলোয়ার
বাড়ানোর নিয়ম এবং প্রুফ
দেখানো হয়েছে।

ভিডিও লিংক

দেখে নিন

—–ধন্যবাদ সবাইকে

8 thoughts on "এবার Instagram এর ফলোয়ার বাড়িয়ে নিন যত ইচ্ছা ততো!! একদম সহজ উপায়ে স্ক্রিন সর্ট ও (ভিডিও টিউটোরিয়াল সহ)"

  1. Plopi Bhaiya Subscriber says:
    কপি পোষ্ট
    1. Mosharof Contributor Post Creator says:
      এর আগের পোস্টি আমিই করেছিলাম এখন টা ভিন্য ভাবে ok
    2. heybd Contributor says:
      এপ টার নাম কি?
  2. Plopi Bhaiya Subscriber says:
    আমি ট্রিকবিডির সাথে আছি সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত। কিন্তু ট্রিকবিডি
    তে দুর্ভাগ্য বসত টিউনার হতে পারিনি তখন যখন ট্রিকবিডি ছিল Wapkaর আয়ত্তে।
  3. Md Minhaz Contributor says:
    একটা ব্যাপার বুঝতে পারলাম না,ট্রিকবিডির মেম্বারগুলার “copy post” নামের কমেন্ট করা অভ্যাসে পরিনত হইলো নাকি?যে কোনো পোস্টে এই কমেন্টটা থাকবেই থাকবে ১০০%।
    1. Mosharof Contributor Post Creator says:
      thik bolso Md Minhaz bro ara post na porey na bujey aje baje comets kre

Leave a Reply