[App Review][Life+]এই app টি আপনার জীবন বাঁচাতে পারে -By Shahin


একটু চিন্তা করে দেখেন, জরুরি রক্তের প্রয়োজনে আর কষ্ট করে আপনাকে স্ট্যাটাস দিয়ে দিয়ে, একে ওকে নক দিয়ে মানুষ খুঁজতে হবে না … একটা অ্যান্ড্রয়েড অ্যাপে আপনার ব্লাড গ্রুপ লিখে সার্চ দিবেন … অ্যাপ আপনার লোকেশনের আশেপাশে ঐ ব্লাড গ্রুপের কোন ডোনার আছে – সেটা খুঁজে বের করবে এবং নিজ থেকেই তাদের কাছে নোটিফিকেশন পাঠাবেঃ
“You have a blood request.”
সেটায় টাচ করতেই Donate ট্যাবে আপনার ইউজারনেম তার চোখের সামনে … তাতে টাচ করতেই একটা ম্যাপ আসবে … সেই ডোনার আপনার লোকেশন দেখছে !!

ম্যাপের পাশের ইমেজ বাটনে টাচ করলেই আপনার দেয়া রিসিপ্ট আর আইডি তার মোবাইল স্ক্রীনে ভেসে উঠবে … এরপর ডোনার কনফার্ম দিতেই তার ফোনের মেসেজিং এপ চালু হয়ে যাবে … সেখানে আপনার নাম্বার বসানো … কেমন লাগলো পুরো ব্যাপারটা ??

এই অসাধারণ অ্যাপটাই বানিয়ে ফেলেছে Khulna University of Engineering & Technology এর দুই তরুণ Rashik Zaman আর Atiqur Rahaman … অ্যাপের নাম Life+
অ্যাপের ডাউনলোড লিংকঃ
Download App
অ্যাপটাকে কাজে লাগানোর জন্য সবার সাপোর্ট দরকার … হ্যাঁ, সবার … প্রত্যেকটা মানুষ যদি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে এবং নিজের ব্লাড গ্রুপ দিয়ে রেজিস্টার করে, তাহলেই একসময় আর রক্তের প্রয়োজনে কাউকে খুঁজতে হবে না … খুব সহজেই রক্ত যোগাড় হয়ে যাবে ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে !!

এই লেখাটা যারা পড়ছেন, তাদের প্রতি দুটো অনুরোধঃ
১) অ্যাপটা ডাউনলোড করে নিজের ব্লাড গ্রুপ, কনট্যাক্ট নাম্বার দিয়ে রেজিস্টার করেন।
(আপনার অনুমতি ছাড়া কনট্যাক্ট নাম্বার কারো কাছেই যাবে না, এইটুকু সেইফটি অ্যান্ড সিকিউরিটি আছে)
২) এই পোস্টটা কপি-পেস্ট বা শেয়ার করে অন্যদের একটু জানান … যত বেশি মানুষ অ্যাপটা ইউজ করবে, তত বেশি রক্ত পাওয়া সহজলভ্য হবে … প্লিজ শেয়ার ইট !!

আপনার সামান্য শেয়ার আর অ্যাপ ইউজ করার জন্য হয়তো সামনেই কারো জীবন বাঁচবে !!
So please do SHARE it, INSTALL Life+ and USE it to SAVE Life !!”

7 thoughts on "[App Review][Life+]এই app টি আপনার জীবন বাঁচাতে পারে -By Shahin"

  1. Avatar photo Md R Masud Contributor says:
    এরকম পোস্ট আর কখনো করবানা
    1. Avatar photo DH SAJIB Author Post Creator says:
      kno problem ki apnar?
    2. Avatar photo Ariyan AhmeD Contributor says:
      কেন রে বলদ?

      😫

  2. Avatar photo Md R Masud Contributor says:
    Apps কখনো জীবন বাচাতে পারেনা।
    1. Avatar photo DH SAJIB Author Post Creator says:
      ??

Leave a Reply