প্রাসঙ্গিক আলোচনা===>

ন্ড্রয়েড মানেই ভিন্ন মাত্রার স্বাদ!
সেই ভিন্ন স্বাদের একটি স্বাদ হলো ই-বুক।
আমার মত যাদের প্রতিদিন বই না পড়লে রাতে ঘুম হয়না,তাদের জন্য তো ই-বুক যক্ষের ধনের মত।
তাছাড়া,
যারা আর্থিক সংকটের কারণে বা অন্য কোনো কারণে বই কিনে পড়তে পারেননা তাদের জন্য ই-বুক ই হলো শেষ সম্বল।
অন্যান্য অপারেটিং সিস্টেমের পাশাপাশি প্রায় সব এন্ড্রয়েড ডিভাইসেই বই পড়া যায়।
তবে এন্ড্রয়েডে বই পড়ায় নতুন মাত্রা যোগ করেছে এন্ড্রয়েড ট্যাবলেট।

ট্যাবলেটের স্ক্রিন বড় হওয়ায় ফন্ট বড় আকারে দেখা যায়।
ফলে বই পড়তে তেমন কোনো সমস্যা হয়না।

তবে ডিসপ্লে থেকে বিচ্ছুরিত গামা রশ্মি চোখের রেটিনার ক্ষতি করে।
তাই বেশি সময় ধরে ফোন ইউজ করার সময় বাড়তি সতর্কতা হিসেবে স্ক্রিন ফিল্টার ইউজ করা আবশ্যক।
আমার ব্যবহৃত কয়েকটি স্ক্রিন ফিল্টার এপস হলো,

(i)Twilight
(ii)Blue Light Filter-Night Mode
(iii)Night Mode
ইত্যাদি………

তবে জেনে রাখা ভালো,
স্ক্রিন ফিল্টার ইউজ করলে Apps/Games ইন্সটল করা যায়না।
ভিপিএন ইউজ করা যায়না।
কারণ,
স্ক্রিন ফিল্টার ফোনের Install বাটন,Vpn Dialogue মেনুর Yes বাটন ইত্যাদি ব্লক করে রাখে।
ফলে টাচ কাজ করেনা।
অনেকেই না বুঝে ফোন নষ্ট হয়ে গেছে মনে করে রিসেট দেন।
আবার একটু বদমেজাজি টাইপের হলে তো অনেকেই আছাড় দিয়ে ফোনের দফারফা করে ছাড়েন!
তবে যাইহোক,
যদি এ অবস্থায় স্ক্রিনের টাচ কাজ না করে তবে স্ক্রিন ফিল্টার এপসটি Puse করে রাখবেন।
অথবা,
Stop করে দিবেন।
তাহলেই সমস্যার সমাধান হয়ে গেলো।

এই যা!
কি নিয়ে লিখা শুরু করলাম,
আর কি লিখে ফেলেছি!
তবে আশা করি উপরের ট্রিকগুলো আপনার কাজে আসবে।

এবার মূল টপিকে আসা যাক।

হ্যাঁ।
আমার মতে এন্ড্রয়েডে বই পড়ার জন্য সেরা Moon Reader এপস।
এর Pro ভার্সনেই সব ফিচার পাওয়া যাবে।
অর্থাৎ,
Moon Reader Pro ই হলো এন্ডয়েডের জন্য বেস্ট ই-বুক রিডার।
Google Play Store এ এর রেটিং (4.7 of 5) দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়।

এই এপস এর গুরুত্বপূর্ণ Features সমূহ:–

(i)প্রায় সব ধরণের প্রচলিত ই-বুক ফরমেটই সাপোর্ট করে।
যেমন:-
PDF,EPUB,MOBI,TXT,CHM,CBR,CBZ,UMD,FB2,HTML,RAR,ZIP,OPDS,JPG,IMG,JPEG,PNG সহ প্রায় যে কোনো ফরমেট!
(ii)Audio Book Support যা ব্যবহারে আপনি পেতে পারেন বই না পড়ে শোনার অভিজ্ঞতা।
অর্থাৎ,
আপনাকে কষ্ট করে চোখের ক্ষতি করে বই পড়তে হবেনা।
আপনার প্রিয় ফোন/ট্যাবই আপনাকে পড়ে শোনাবে……!
(iii)Night Mode এবং BlueLight Filter যা এক্সট্রা কোনো এপ ছাড়াই আপনার চোখকে সুরক্ষিত রাখবে।
(iv)ফন্ট সিলেকশন সিস্টেম যার মাধ্যমে আপনার পছন্দমত স্টাইলের লেখায় বই পড়তে পারবেন।
(v)Theme ফাংশন ইউজ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ,কালার চেঞ্জ,ফন্ট কালার চেঞ্জ সহ বিভিন্ন ডিজাইনে বই পড়তে পারবেন।
(vi)Different Style Shelf এর মাধ্যমে আপনার ডিভাইসে থাকা ই-বুক গুলো সেলফে সাজিয়ে রাখতে পারবেন।
যা দেখতে খুবই সুন্দর লাগে আর সহজেই কাঙ্ক্ষিত বই খুঁজে পাওয়া যায়।
(vii)Page Turning Effect এর সাহায্যে পাবেন কিন্ডল রিডার/এপল প্যাডে বই পড়ার অনুভূতি!

আমার মতে এখনো পর্যন্ত এগুলোই Moon Reader Pro এর বেস্ট Features!
আরো অনেক ফিচার থেকে খুঁজে নিন আপনার প্রিয় ফিচার!

কিছু স্ক্রিনশট:–








সেটিংস:–


আপনাদের জন্য আমার পছন্দের সেটিং এর Backup File আপলোড দিলাম।
আপনারা চাইলে Restore করে দেখতে পারেন।

Restore করার পদ্ধতি:-


প্রথমে ডাউনলোডকৃত ফাইলটি SD CarD>Books>MoonReder>Backup ফোল্ডারে Copy/Move করুন।
তারপর,
Moon Reader ওপেন করে স্ক্রিনের বাম পাশে Slide করে Side Bar থেকে Option আইকনে ক্লিক করুন।

এবার,
Vertual Panel থেকে ডানপাশে একদম নিচের Restore লিখায় ক্লিক করুন।

এবার আগের উইন্ডোর উপর ছোট্ট আরেকটি উইন্ডো আসবে।
সেখান থেকে SD Card সিলেক্ট করুন।

এবার আরো একটি উইন্ডো আসবে।
সেখানে আপনার Backup File টি Show করবে।
File টি সিলেক্ট করুন।
এবং OK বাটনে ক্লিক করে Restore সম্পন্ন করুন।

আমার পছন্দের সেটিং তো Restore করলেন!
এবার আপনারা আপনাদের পছন্দমত সেটিং করে মজা লুটুন…….!!!

কিছু সমস্যা ও সমাধান:–


এই এপস এ যদি সমস্যার কথা বলি তাহলে কিছু কমন সমস্যা ই সবার থাকবে।
যেমন:
প্রথম সমস্যা ও সমাধান:–
এপস প্রথমবার চালু করার সময় একবার Library Update হয়।
এরপর থেকে আর লাইব্রেরি অটো আপডেট হয়না।
ফলে নতুন বই ডাউনলোড করলেও এপস এর সেলফে তা দেখা যায়না।
এক্ষেত্রে করণীয় কি?
এক্ষেত্রে করণীয় হলো,
কাস্টম লাইব্রেরি আপডেট যেটি Import Book নামে চিহ্নিত থাকে।
তো,
লাইব্রেরি আপডেট এর জন্য আপনাকে যা করতে হবে:-
প্রথমে স্ক্রিনের বামপাশ থেকে ডানপাশে স্লাইড করে সাইড বার আনতে হবে।
এবার সাইড বার থেকে Option এ ক্লিক করুন।

এবার যে উইন্ডো আসবে,সেখান থেকে Import Books এ ক্লিক করুন।

ইচ্ছে হলে App এর Main Page এর উপরে ডান কোণায় থাকা 3 dot Button এ ক্লিক করেও এক্সেস করতে পারেন।
এবার যে PoP Ups মেনু আসবে সেখান থেকে মাঝখানের বক্সে ক্লিক করুন এবং

আপনার ডিভাইসের যে ফোল্ডারে বইগুলো রাখা আছে,সেই ফোল্ডারটি সিলেক্ট করুন।

প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এবার সেলফ এ গিয়ে দেখুন তো বইগুলো ADD হয়েছে কিনা!

দ্বিতীয় সমস্যা ও সমাধান:–
বেশিরভাগ ইউজারের অভিযোগ যে তাদের ফোনে TTS হিসেবে বাংলা সাপোর্ট করেনা।
ফলে তাদের ফোনে এই এপস বাংলায় বই পড়ে শোনাতে পারেনা।
আবার অনেকেই অভিযোগ করেন যে,এই এপস ই বাংলায় বই পড়তে অক্ষম!
আসলে তা সম্পূর্ণ ভিত্তিহীন……..।।
এবার আসি এই সমস্যার কারণ খুঁজতে:-
এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে।

যেমন:


(i)আপনার ফোনে বাংলা TTS সাপোর্ট করেনা।
(ii)আপনার কাঙ্ক্ষিত EBook ফাইলটি Unicode এ টাইপ করা।
(iii)আপনার EBook টি স্ক্যান কপি।
(iii)আপনার EBook এর ফন্ট এ প্রবলেম আছে।

প্রথম পয়েন্ট:-
এখন যদি আপনি সঠিক কারণটি খুঁজতে চান,
তাহলে আপনাকে প্রথমেই আপনার ফোনে Build In থাকা Google TTS এপসটি Latest Version এ আপডেট করে নিতে হবে এবং সেটিং এ গিয়ে Language and Input এ ক্লিক করে,Text to Speech Output এ ক্লিক করুন।

এরপর Google Text to Speech এর ডানপাশে অবস্থিত সেটিং Icon ক্লিক করুন।

তারপর Install Voice Data তে ক্লিক করুন।

Language এর যে লিস্ট আসবে সেখান থেকে স্ক্রল করে নিচে নেমে “বাংলা (বাংলাদেশ) এবং বাংলা (ভারত)” দুটি Pack দেখতে পাবেন।
দুটি প্যাকের মধ্যে আমার মতে বাংলাদেশ ই বেস্ট।
ইন্ডিয়ান প্যাকটির ভয়েস তেমন একটা ভালো না।
রোবটের মতো শোনায়…….!

যাই হোক,
প্যাকের নামের উপর ক্লিক করে,

যে মেনু আসবে সেখান থেকে ডানপাশের Download এর Sign এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
(ডাটা চার্জ প্রযোজ্য)

এবার সম্ভব হলে আপনার ডিভাইস একবার রিবুট দিন।
প্রবলেম সলভড!

এবার আসি দ্বিতীয় পয়েন্ট এ:
বইটি Unicode এ টাইপ করা কিনা চেক করতে হলে প্রথমেই Moon Reader ওপেন করুন।
এবার আপনার কাঙ্ক্ষিত বইটি ওপেন করে মেনু বাটন Press করুন এবং Bottom Bar থেকে TTS Icon এ ক্লিক করুন।

এরপর যে Virtual Window আসবে,সেখান থেকে নিচের Start TTS এ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

যদি বই পড়া শুরু না করে অথবা ভাঙ্গা ভাঙ্গা ভাবে পড়ে,তাহলে বুঝবেন বইটিতে সমস্যা রয়েছে।
যে সমস্যাগুলো হতে পারে:
(i)বইটি ইউনিকোড এ লিখা হয়েছে।
(ii)বইটির ফন্টে প্রবলেম রয়েছে।
এবং
(iii)বইটি স্ক্যান করে তৈরি করা হয়েছে!

এখন আপনি প্রশ্ন করতে পারেন,
এতো কষ্ট করে এপ ডাউনলোড করলাম লাভ টা কি হলো?
শুধু শুধু এমবি আর টাইম লস্ট!
কই পড়ে শোনাবে তা না,উল্টো নিজের পড়তেই বারোটা বেজে যাচ্ছে!
আরে ভাইয়া,একটু দাঁড়ান।

আপনার ব্যর্থতার কারণ ও নিরসনের উপায় জেনে নিন:-


যদি EBook ডাউনলোড করেন তাহলে কিছু নির্দেশনা মেনে ডাউনলোড করবেন।
তাহলেই আশা করা যায় যে আপনি সফলকাম হবেন……!!


(i)ই-বুক ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন কোন ফরমেটে ডাউনলোড করছেন।
সবসময় Text ফরমেট এ ডাউনলোড করার চেষ্টা করবেন।
(ii)Text ফরমেট এ বই পেতে Epub,Txt,Mobi………….etc ফাইল ফরমেট এ ডাউনলোড করবেন।
(iii)স্ক্যানিং করা PDF ডাউনলোড করার সময় বই এর DPI দেখে ডাউনলোড করবেন।
ডিপিআই ৬০০ হলেই ঝকঝকে পৃষ্ঠায় বই পড়তে পারবেন।
(iv)সবসময় বই এর রিভিউ পড়ে ডাউনলোড করবেন।
(v)বই ডাউনলোড করার সময় ট্রাস্টেড সাইট ইউজ করবেন।

“নির্দেশনা তো অনেক দেয়া হলো।
এবার নির্দেশনা বাস্তবায়নের পথও দেখিয়ে দিই”

তবে মনে রাখবেন,
যদি আপনার এন্ড্রয়েড ডিভাইসকে দিয়ে পড়াতে চান,
তাহলে সবসময় TxT,EpuB,MobI………ফাইল ফরমেটে বই ডাউনলোড করার চেষ্টা করবেন।
তা নাহলে আপনার সাধের এন্ড্রয়েড ডিভাইস আপনার সাথে রাগ করতে পারে।
তখন কিন্তু আর আপনার সাধের গল্প শোনা আর হবেনা……..!

এবার কিছু ভালো ওয়েবসাইটের খোঁজ দিচ্ছি:-


বুকমার্ক করে রাখবেন:——

(1)BanglaPDF
(2)AmrBooKs
(3)EbookStallBD
(4)TanbirCox
(5)BookWormBD
(6)BNEbooksPDF
(7)AmarBoi
(8)Pathagar
(9)TestBlog
(10)BoiGhar
(11)EbookStallBD
(12)EbooksHead
(13)Islam4Universe
(14)IslamiBoi
(15)PriyoBoi
(16)ICSBook
(17)BanglaPDFBooks
(18)Eboi
(19)AllBanglaBoi
(20)Wapsip

আরো বেশি লাগলে গুগলে সার্চ করুন।
“গুগলের কাছে যা চাইবেন সবই পাবেন”
তবে কোনো নির্দিষ্ট বই খুঁজতে চাইলে বইয়ের নামের পরে ফাইল ফরমেট উল্লেখ করে খোঁজা ভালো।
কোনো দয়ালু ব্যক্তি যদি অনলাইনে আপলোড দেয় তো সহজেই পাবেন।
আর যদি লেখকের নাম জানা থাকে তাহলে তা ও উল্লেখ করবেন।

যেমন:


3:00AM Nik Pirog pdf অথবা 3:45AM Nik Pirog epub

বিঃদ্রঃ:-
এই সাইটগুলোর সাথে আমার ভিজিটর আর ক্লায়েন্ট ব্যতিত অন্য কোনো সম্পর্ক নেই।
সুতরাং স্পামিং বা অন্য কোনো হেতু খোঁজার অহেতুক চেষ্টা না করা ই ভালো।
আশা করি তা করবেন ও না……!!

পরিশিষ্ট==>

লেখার ভিতর থেকে যদি কোনো অপশন বাদ পড়ে থাকে,তাহলে দয়া করে কমেন্ট এ জানাবেন।
আর অনেক ভাইয়ারা আছেন ফ্রি নেট ফ্রি নেট বলে চিল্লান।
তাদের প্রতি আমার অনুরোধ,
ফ্রি নেট ছাড়া অন্য যে কোনো বিষয়ে আমার কাছে হেল্প চাইতে পারেন।
আমি যথাসম্ভব চেষ্টা করবো।
যদিও আমার চেয়ে হাজারগুন ভালো ভালো ট্রেইনার ট্রিকবিডি তে আছে।
ফ্রি নেট বিষয়ে যদি পোষ্ট করতেই হয় তো আমি নিজ থেকেই করবো।
আর আমি তখনই কোনো বিষয় নিয়ে লিখি যখন ঐ বিষয়ের বেশিরভাগই আমার আয়ত্তে চলে আসে।
সুতরাং ফ্রি নেট টিপস/ট্রিকস দিলে নিজ থেকেই দিবো।
আশা করি আমাকে ভুল বুঝবেন না।

কোনো সমস্যা হলে আমাকে Facebook এ নক করতে পারেন।

বিঃদ্রঃ:-
এই ই-বুক রিডার নিয়ে ইতিপূর্বেই দু’জন বড় ভাই পোষ্ট করেছেন।
কিন্তু আমি তাদের করা পোষ্টে সন্তুষ্ট হতে পারিনি বলে পুনরায় বিস্তারিতভাবে পোষ্ট করলাম।
ঐ দুই বড় ভাইয়ের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি।
আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”

92 thoughts on "[For EBook Lovers]-Moon Reader Pro রিভিউ এবং টিউটোরিয়াল (সম্পূর্ণ)।"

  1. Avatar photo WapmasterArif Contributor says:
    চমৎকার। প্লিস পিডিএফ থেকে লেখাগুলো কফি করার সিস্টেমটা বলেন
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      দুঃখিত,
      আমি স্ক্যান করে তৈরি পিডিএফ থেকে বাংলা লিখা কপি করা যায়না।
      আর হ্যাঁ,লিখার সময় বানানের দিকে একটু খেয়াল করবেন প্লিজ।
    2. Avatar photo WapmasterArif Contributor says:
      বানের কথাটা বুঝলামনা
    3. Avatar photo WapmasterArif Contributor says:
      বানানের কথাটা
    4. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      আপনার কমেন্ট এ দুটো বানান ভুল হয়েছে।
      একটি হলো-প্লিস এবং অপরটি হলো-কফি।
      ভাইয়া,যে ভাষার জন্য, যুদ্ধ করেছি।
      সে ভাষা কি আর এভাবে হেলায় ফেলা যায়?
      একটু চেষ্টা করবেন যাতে ভুলগুলো কম হয়।
    5. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      শব্দগুলো কিন্তু ইংরেজি।
      তারপরেও ইংরেজি শব্দের বাংলা লিখার সময় একটু খেয়াল রাখবেন প্লিজ।
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      আমার পোষ্টগুলো কি ভালো হয়না?
      কেউ রিকুয়েস্ট করেনা কেনো?
      রিকুয়েস্টেড পোষ্ট দিতাম।
      আর হ্যা,স্প্যামের আওতায় তো আমার পোষ্ট পড়েনা।তাই না?
    2. Avatar photo Ahad Author says:
      হ্যা ভালো হয়।
      চেষ্টা করবো রিকুয়েস্ট করার জন্য
      না,স্প্যাম এর আওতায় পরে না।
    3. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      আচ্ছা ঠিক আছে তাহলে।
      ধন্যবাদ আপনাকে।
      কমেন্ট করে মাঝে মাঝে উৎসাহ দিবেন।
  2. koushik Contributor says:
    ট্রিক-বিডির হাতে গোনা ৬-৭ জন এর পোস্ট করার স্টাইল অনেক ভালো লাগে আমার্।
    তার মধ্যে আপনার নামটাও আজ যোগ হল।
    আশা করি ভবিষ্যতে এই রকম পোস্ট করবেন।
    1. Avatar photo आल-आमिन Author says:
      বড় পোষ্ট সবাই পড়ে না!!
    2. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      আমার পোষ্টগুলো কিন্তু সবার জন্য না।
      ধৈর্যশীলদের জন্যই আমার লেখা।
      “যারা ধৈর্যশীল তারাই সফলকাম”
      আপনার নাম হিন্দিতে কেনো ভাইয়া?
      বাংলায় দিলে কি ভালো হতো না?
    3. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      আমার বড় ও মার্জিত পোষ্ট করতেই ভালো লাগে।
      ইনশাআল্লাহ্‌ ভবিষ্যতে ও এভাবেই পোষ্ট করার চেষ্টা করবো।
      দোয়া করবেন যেন সবার ভালোবাসা পাই।
    4. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ।
  3. Avatar photo s.r.m Contributor says:
    good ??
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকেও……
  4. Avatar photo Oleraj Author says:
    এ রকমই পোষ্ট খুজছিলাম, সুপার।।
    ধন্যবাদ।।
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    2. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাইয়া……
  5. Avatar photo Oleraj Author says:
    [img id=300039]
    নেট কানেক্ট করলে এম্বি থাকে অটোমেটিক ডাউনলোড হয় না থাকলে ফেইল।
    কোন উপায় আছে বন্ধ করার?
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      দয়া করে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন।
      হেল্প করার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌।
    2. Avatar photo Oleraj Author says:
      আগে নেট কানেক্ট করলে কিছু এপ্স এবং গেম ডাউনলোড হতো, ডাউনলোড হত আর এম্বি কাটত আর আনইনিস্টল করলে আবার হতো,কোন মতে সেটা বন্ধ করেছি,,,,,,,কিন্তু এখন আবার একই সমস্যা কিন্তু এবার 1000_1.jar নামের ফাইল ডাউনলোড হয়।
      কি করব??
    3. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনার ফোন ম্যালওয়ার এ আক্রান্ত।
      একসময় আমারও এই সমস্যা হয়েছিলো।
      একটা ক্রিকেট গেইম ইন্সটল করেছিলাম।
      খেললেই ইউসি ব্রাউজারের মত ১০-১৫ এর ফাইল ডাউনলোড হতো।
    4. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      এক্ষেত্রে আপনার করণীয় হলো:
      ১.প্রথমেই এরকম কোনো এপস/গেইমস আছে কিনা চেক করুন।সন্দেহ হলে আনইন্সটল করে ফেলুন।
      ২.ফোনের Setting>App Manager এ গিয়ে Vpn নামের কোনো এপস আছে কিনা দেখুন।থাকলে আনইন্সটল করে দিন।
      ৩.ফোন সেইফ মোডে অন করে ডাটা কানেকশন দিয়ে চেক করুন,অটো ডাউনলোড হয় কিনা।
    5. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      তারপরেও যদি না হয়,তাহলে Firmware ফ্লাশ করুন।
      অর্থাৎ কম্পিউটারের সাহায্যে Stock Rom ফ্লাশ দিন।
      এখুনি ট্রাই করে দেখুন।
    6. Avatar photo Oleraj Author says:
      Thanks,,,,System service age cilo na,,,,uninstall deyai thik hoye gece
    7. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      অভিনন্দন!
      পরবর্তীতে আর কোনো সমস্যা হলে জানাবেন।
  6. Avatar photo Md Zakir Hossen Author says:
    কি বলবো, ফাটাফাটি পোস্ট ৷পোস্টটা যেন ডিলেট না হয়৷
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,পোষ্ট ডিলিট হওয়ার কথা বলছেন কেনো?
      রানা ভাইয়ের কাছ থেকে স্পেশাল পারমিশন পেয়েছি।
      এইরকম বেশি লিংকযুক্ত পোষ্ট করতে পারবো।
      পেন্ডিং এ থাকবেনা আর…..
      আপনাকে ধন্যবাদ।
  7. Avatar photo Ardid khan@ Contributor says:
    Nice and helpful.keep it up.
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      হেল্প করার জন্যই তো আমার এই প্রয়াস।
      দোয়া করবেন যাতে এভাবেই চালিয়ে যেতে পারি।
      ধন্যবাদ আপনাকে।
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া…!!
  8. Sami Contributor says:
    Khub valo
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      অশেষ ধন্যবাদ।
  9. Sami Contributor says:
    App moding nia post dewar ekto try koiren vai…Onek manush re req korsi..মাগার কেউ পোষ্ট করলো না
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      আচ্ছা।
      ঠিক আছে।
      আমি কয়েকদিনের ভেতর পোষ্ট দেয়ার চেষ্টা করবো।
      আপাতত সাইন্স ফিকশন লেখা নিয়ে ব্যস্ত আছি।
      শীঘ্রই দেয়ার চেষ্টা করবো।
    2. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      তবে আপনি এক কাজ করুন।
      কোন এপসটি মোডিফাই করতে চান জানান।
      আর কিভাবে মোডিফাই করতে চান?
  10. Avatar photo Sk Hadi Contributor says:
    bro apnar post gula unique.
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ভাইয়া,
      অনন্য পোষ্ট করতে না পারলে যে পোষ্ট করার মজা পাইনা।
      অহেতুক লেখা চুরি করে কি আর হবে?
      তাই নিজ থেকেই কিছু লিখার চেষ্টা করি।
  11. Avatar photo Prince Contributor says:
    nice post….
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  12. Avatar photo Mahmud Hasan Contributor says:
    খুব সুন্দর পোস্ট।
    ধন্যবাদ।
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
  13. Sourov2002 Contributor says:
    অনেক ভালো পোষ্ট। A-Z সবই দিয়েছেন। একটাই প্রশ্ন,এ্যাপটা কত এমবির?
    1. Avatar photo Emrus Legend Author Post Creator says:
      প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
      এপ এর সাইজ ১০ এমবি মাত্র!
  14. Avatar photo HR Lubab Author says:
    Gd post, i will use it….
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ধন্যবাদ।
      আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না…….!
  15. koushik Contributor says:
    পরবর্তী পোস্ট কি নিয়ে করার ইচ্ছা আছে ভাইয়া?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      সাজেশন দিন।
      কি নিয়ে পোষ্ট করা যায়…….?
      ছোটখাটো পোষ্ট করার ইচ্ছে নেই।
      বড় কলেবরেই করবো।
    2. Avatar photo WapmasterArif Contributor says:
      ভাইয়া আপনি ক্রেডিট হ্যাক সহ ফ্রি কল পোস্ট করেন একটা। যে সফটওয়্যারটা যে ফোনে কল করব সেটাতে না থাকলেও চলবে।

      ((My request))

    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা ঠিক আছে।
      ভাইয়া,
      আমি চেষ্টা করবো।
      যদিও এখনো পর্যন্ত এরকম কোনো ট্রিকস আমার জানা নেই!
    4. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আমি যেগুলো জানি সেগুলোতে ফ্রি ক্রেডিট নিয়ে যেকোনো ফোনে কল করা যায়।
      কিন্তু হ্যাক করা যায়না!
  16. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
    ভাইয়া,
    আপাতত তেমন কোনো প্ল্যান নেই।
    তবে কেউ রিকুয়েস্ট করলে পোষ্ট করার চেষ্টা করবো।
    ইনশাআল্লাহ্‌।
  17. koushik Contributor says:
    আপনি মোবাইল ফোন কাস্টমাইজেশন নিয়ে পোস্ট করতে পারেন। পোস্টে বিভিন্ন লাঞ্চারের ব্যাবহার,আইকন প্যাকের ব্যাবহার,স্ট্যাটাস বার পাল্টানো ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারেন এত্ব পোস্ট বড়ো হবে সাথে ভিসিটর একটি পরিপূর্ণ টিউন পাবে
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কিন্তু ভাইয়া,এসব তো বাচ্চাদের পোষ্ট!
      পোষ্ট সহজ,কিন্তু ঝামেলাপূর্ণ।
      তাছাড়া এসব পোষ্টের চাহিদা কম।
      আপাতত একজনের রিকুয়েস্ট আছে,এন্ডয়েড এপ মোডিফাই নিয়ে পোষ্ট করার জন্য।
      দেখি কি করা যায়।
  18. Avatar photo WapmasterArif Contributor says:
    Bhaijan amr phone a to text speech bangla nay. down o korte parchina
  19. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
    ভাইয়া,
    Google TTS এপসটি আপডেট করে নেন।
    তাহলেই ডাউনলোড অপশন পাবেন।
    পোষ্ট এ লিংক দেয়া আছে।
  20. mishkatt Md M.Rudro Author says:
    kisu bolar nai………
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো ভাইয়া?
    2. mishkatt Md M.Rudro Author says:
      khuuuuuuuuuuuuuuuubi sundor
  21. koushik Contributor says:
    কি ভাই আর পোস্ট করবেন না নাকি?
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      হাবিজাবি পোষ্ট করার কি দরকার?
      করলে ভালো পোষ্টই করবো।
      অপেক্ষা করুন।
    2. koushik Contributor says:
      অপেক্ষা করতে করতে ২ সপ্তাহ চলে গেছে
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      আরে ভাইয়া,
      ত্রুটিপূর্ণ পোষ্ট করার ইচ্ছে নাই।
      তাই পূর্ণাঙ্গ পোষ্ট করতে চাই।
      আরো কয়েকদিন অপেক্ষা করুন।
      কলেজে ভর্তি নিয়ে একটু ব্যস্ত।
    4. Avatar photo Shaheen Uddoula Author says:
      Bro ফেসবুকডটকম/shaheen.uddoula.9
      আমাকে একটু মেসেজ দাও।
      [link টা edite করে নিয়]
    5. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      নক করেছি।
      মেসেজ দেখুন।
    6. Avatar photo Din Muhammad Nahid Contributor says:
      Bro apnar sathe vishon dorkar pls Fb com dinnd143
    7. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      নাহিদ ভাইয়া,
      আপনিই বরং আমাকে মেসেজ দিন।
      আপনার আইডি খুঁজে পেতে কষ্ট হচ্ছে।
    8. Avatar photo Din Muhammad Nahid Contributor says:
      Sorry Fb com dinmd143
    9. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      Din Md Faraz কি আপনার আইডি?
      মেসেজ দিয়েছি ঐ আইডিতে।
    10. Avatar photo Din Muhammad Nahid Contributor says:
      Vay tmr I’d daw…
    11. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      পোষ্টে আছে,
      দেখুন।
      enjamamulemrus
  22. Avatar photo rabby Subscriber says:
    apnar post gulo osam… chalia jan bro amea achi apnar sathe..
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    2. Avatar photo rabby Subscriber says:
      ?
    3. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ?
  23. Arafat Contributor says:
    আপনিই সেরা
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  24. Avatar photo Muzzammil Hossain Author says:
    Hmm…Kajer posT vai..Tbe Size Ta onk beshi e hye gelO. TbuO Tnx.
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
      বড় হলেই তো তথ্য বেশি পাবেন।
      আমিতো এপ রিভিউ দিইনা।
      এপ রিলেটেড সবকিছুই একসাথে দিই।
      তাই পোষ্ট বড় হওয়াই স্বাভাবিক।
  25. Net Boy Contributor says:
    Super post bro
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      উপরের শেয়ার বাটনে ক্লিক করে সবার সাথে শেয়ার করে বাংলা কন্টেন্ট সমৃদ্ধ করুন।
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।
  26. Avatar photo Tushar Alam Author says:
    Awesome Post bro…
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  27. Avatar photo Arshad Prottoy Contributor says:
    Good post.???
    1. Avatar photo ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।

Leave a Reply