আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমত এ ভালোই আছি।প্রতিবারের মত আজকেও আপনাদের মাঝে ফিরে আসলাম ফটোশপের নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। কম বেশি সবাই ফটো উঠতে লাইক করে কিন্তু ফটো টা মনের মতো করে এডিট করতে পারে না। ফটো এডিট করতে অনেক রে রিকোয়েস্ট করতে হয়। এখন থেকে আপনি নিজেই নিজের ফটো খুব সহজ এ এডিট করতে পারবেন । এই জন্য আপনাকে মনোযোগ সহকারে আমার টিউটোরিয়াল টি দেখতে হবে।

আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে CB এডিটিং করতে হয়, কিভাবে ফটোশপের মাধ্যমে ডার্ক কালার ইফেক্ট দিতে হয় এবং কিভাবে খুব সহজে একটি সাধারণ ছবি কে অসাধারণ লুক দিতে হয়।তো চলুন শুরু করা যাক  :

ফটোশপ দিয়ে ফটো এডিট করতে আপনার যা যা লাগবে :

  • ফটোশপ যে কোনো ভার্সন ।
  • ফটো এডিট করার মতো ধৈর্য।

এই টিউটোরিয়ালে আপনি যা যা শিখতে পারবেন :

  1. কিভাবে একটি ছবিতে ব্লুর ইফেক্ট দিতে হয়।
  2. কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়
  3. কিভাবে  ডার্ক কালার ইফেক্ট দিতে হয় ।
  4. কিভাবে একটি ছবির কালার কারেশন করতে হয়।
  5. কিভাবে একটি ছবির লাইটিং ঠিক করতে হয়।
  6. কিভাবে গাড়ির কালার চেঞ্জ করতে হয় ।
  7. Nik Collection এর ব্যবহার ।
  8. Camera Raw Filter এর ব্যবহার ।
  9. আরো অনেক কিছু।

তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাকঃ

আসা করি সবাই এই টিউটোরিয়াল টা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবে না।আমার ভিডিও টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অব্যশই লাইক, শেয়ার করুন। কোনো প্রব্লেম হলে ফেইসবুক এ মেসেজ দিতে পারেন।

প্রথম প্রকাশিত: ourtechbd.com

সকল প্রকার প্রযুক্তির টিপস, ট্রিক পেতে আমার সাইটে ঘুরে আসবেন   ourtechbd.com

6 thoughts on "Photoshop CB Edit Photoshop Effects Tutorial ফটোশপ টিউটোরিয়ালঃ"

  1. TASNIM Author says:
    😂😂 😂😂
  2. Mahfuj Contributor says:
    owo nice post bro
  3. Touhidul Contributor says:
    Video link koi
  4. Shayer Ahmed Tamim Contributor says:
    vhai amr 1 ta pic edit kira diben plz…..???

Leave a Reply