আমরা সবাই মোটামুটি নাটক বা মুভি দেখতে পছন্দ করি। তাই অনলাইন থেকে নতুন নতুন নাটক বা মুভি ডাউনলোড করি। আমরা যারা মোবাইল অপারেটর অথবা সিমের নেটের কানেকশন ব্যবহার করি। তাদের ডাটা/এমবি ব্যবহারে একটু সচেতনতা আছে। কারণ হলো দাম বেশি। আর যারা ওয়াইফাই ব্যবহার করি তাদের হিসেবটা আলাদা। তো ডাটা/এমবি কম খরচের জন্য আমরা যেকোনো ভিডিও 3gp ফরমেটের নামাই। যার ফলে আমাদের ডাটা/এমবির খরচটা তুলনামুলকভাবে কম হয়। ডাটা/এমবি খরচটা কমাতে গিয়ে আমাদের ডাউনলোডকৃত ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়। যার ফলে কিছু কিছু 3gp ফরমেটের ভিডিও দেখার সময় সমস্যা করে (সব 3gp ভিডিও না)। যা খুবই বিরক্তিকর। আপনাদের বুঝানোর স্বার্থে আমি নিচে ভিডিওর সমস্যার একটি স্ক্রিনশট তুলে ধরলাম।
দেখুন স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে ভিডিওটির সমস্যা। আপনি যেকোনো প্লেয়ারে চালাননা কেন? এই সমস্যা দেখা দিবে। আমি এখানে অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ভিডিও প্লেয়ার MX Player এর স্ক্রিনশট দিয়েছি। যেকোনো ভিডিও কিছুক্ষণ চালানোর পর এইরকম হয়ে যায়। যা খুবই বিরক্তিকর। নাটক বা মুভি দেখার সময় বেশি বিরক্তটা লাগে।
.
তো এই সমস্যা সমধানের জন্য আমি একটি ভিডিও প্লেয়ারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। যার নাম HD Player. যার ডাউনলোড লিঙ্ক হলো – www.facebook.com/groups/1527509294227234?view=permalink&id=1805079443136883&refid=18 সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল দিন। তারপর সফটওয়্যারটি অপেন করলে আপনার মোবাইলের যত ভিডিও আছে, সবগুলো শো করবে। এবার আপনার যে ভিডিওটি এই সমস্যা করে সেটিতে ক্লিক করে আরামছে ভিডিও দেখতে থাকুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। দেখুন নিচে আমি ভিডিও প্লেয়ারটির একটা স্ক্রিনশট দিলাম।
তো আরকি 3gp ভিডিওর সমস্যার সমাধানে আপনি এখনি এই ভিডিও প্লেয়ার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবং আরামছে ভিডিও দেখুন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
.
বিঃ দ্রঃ প্রযুক্তি বিষয়ক যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এই ফেসবুক গ্রুপ – www.facebook.com/groups/TripsBD জয়েন করুন এবং যেকোনো বিষয়ে আমার সাথে কথা বলতে আমার ফেসবুক পেইজ www.facebook.com/WAMahbubPathan লাইক দিন।
4 thoughts on "যাদের মোবাইলে 3gp ভিডিও চালালে সমস্যা হয়, তারা এই পোস্টটি দেখুন! (Mahbub Pathan)"