আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন
নিশ্চয় ভালো আছেন , আর ভালো থাকারই ত কথা Trickbd.Com এর সাথে থাকলে সবাই ভালোই থাকে!


সৌদি আরব থেকে ‘সারাহা’ নামে একটি মেসেজিং অ্যাপ বাজারে ছাড়া হয়েছে যা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইতিমধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। কিন্তু এই প্রতিষ্ঠানটির কর্মচারী আছেন মাত্র তিনজন।
‘সারাহা’ একটি আরবি শব্দ যার মানে হচ্ছে সততা। এর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রোফাইলের লিংক আছে এমন যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে, কিন্তু আপনি জানতে পারবেন না যে এ বার্তাটি কে পাঠিয়েছে।
স্ন্যাপচ্যাট লোকের প্রোফাইল লিংক শেয়ার করার সুযোগ করে দেবার পর থেকেই এই সারাহা অ্যাপটি ‘ভাইরাল’ হয়ে গেছে অর্থাৎ দ্রুত লোকের মাঝে ছড়িয়ে পড়ছে। জুলাই মাসে অ্যাপলের অ্যাপস্টোরে তালিকার শীর্ষে ছিল এই সারাহা।
এই অ্যাপের প্রতিষ্ঠাতা হচ্ছেন ২৯ বছর বয়স্ক জয়নাল আবদিন তওফিক। তাকে প্রশ্ন করা হয়েছিল- তার এই সারাহা যে এত জনপ্রিয়তা পাবে তা তিনি ভেবেছিলেন কিনা।
প্রতিষ্ঠাতা তওফিক বলেন, তিনি আশাবাদী ছিলেন। ভেবেছিলেন, ১০০০ মেসেজ পেলেই তিনি খুশি হবেন, কিন্তু তা এখন ৩০ কোটি ছাড়িয়ে গেছে।

তিনি আরো বলেন, যদিও এখানে কে মেসেজ পাঠাচ্ছে তার পরিচয় গোপন রাখার সুযোগ আছে। কিন্তু অনলাইনে হয়রানি, গালাগালি বা খারাপ আচরণ ঠেকানোর জন্যও তিনি কড়া প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন। ব্লক করার ব্যবস্থাও আছে এখানে। যদিও এই ‘অনলাইন অ্যাবিউজ’ সব প্ল্যাটফর্মের জন্যই সমস্যা।

#post collected

সৌজন্যঃ-NewTips25.Com

9 thoughts on "সারা প্রিথীবিতে সাড়া ফেলেছে সৌদি আরবের মেসেজিং অ্যাপ ‘সারাহা’ দেখুন বিস্তারিত।"

  1. Mr Perfect Tusar Contributor says:
    টাইটেল এর নাম ঠিক করুন আগে……
    প্রিথিবি না হয়ে পৃথিবী হবে….
    okk….
  2. koushik Contributor says:
    Collected hole soujonno kmna hy
  3. AMBITIOUS Contributor says:
    বাংলাদেশি গুলো এখন এ্যাপ বানাতে পাররে নে কেন?
  4. mdmamunrahman5@ Contributor says:
    এই আপ্প কি এন্দ্রয়েদ এর সম্বব চালানু
    1. Mr. PL Contributor Post Creator says:
      yes
  5. rsr Contributor says:
    এইটা আমার পোস্ট?????
  6. mdrayhan123 Contributor says:
    মেসেঞ্জারের মত লাইভ চ্যাট করা যায়
    1. Mr. PL Contributor Post Creator says:
      dowonload korlei bujte parben
  7. mdrayhan123 Contributor says:
    কত এমবি ভাই

Leave a Reply