আশা করি সকলে ভালই আছেন। আমিও ভাল আছি। আর আশা করি সকলের ঈদ ভালই কাটল।

ঈদে তো সকলেই ওনেক ছবি উঠাইলেন! তো চলেন এই বার ছবি গুলো ইডিট করি!!

আমরা ছবি ঘষামাজা (ইডিট) করার জন্য সাধারণত যে অ্যাপ গুলা ব্যবহার করি, এগুলার সবচাইতে বড় সমস্যা হলো ইডিটের ছবির সাইয রেজুলেশন অনেক কমে যায়।

আর সেটি আপলোড করার মতো অবস্থায় থাকে না।

তো আজ আপনাদের যে অ্যাপ সম্পর্কে বলব এটা ব্যবহার করলে ছবির সাইয, রেজুলেশন একটুও কমবে না। আর এর ব্যবহারে আপনার ছবিকেও ওনেক কালারফুল করে তুলতে পারবেন।

অ্যাপ টির নাম – Photoshop Light Room

আপনারা প্লে স্টোরে এই নাম লিখে ডাউনলোড করে নিন। আর নইলে এখান থেকে ডাউনলোড করুন।

Download PhotoShop Light Room

এইবার অ্যাপ টি ইন্সটল করে ওপেন করুন। নিচের মতো দেখতে পাবেন।



এখান থেকে Add Photo তে ক্লিক করে আপনার ফটো সিলেক্ট করুন।

এবার দেখুন উপরে All Photo ফোল্ডারে ফটো টি চলে গেছে সেখান থেকে ফটো টি ওপেন করুন।

এইবার নিচ দিকে দেখুন Preset – Light – Color এই তিনটা অপশন আছে এখান থেকেই আমরা ফটো ইডিট করব।



⚫Preset- এখান থেকে আপনি ফটোতে বিভিন্ন প্রকার ইফেক্ট দিতে পারবেন। যা পুর্ব থেকেই সেট করা আছে।

আপনার কিছু পরিবর্তন করতে হবে না শুধু আপনার পছন্দের ইফেক্ট টি সিলেক্ট করে দিন। কাজ হয়ে যাবে। নিচের স্ক্রিনশট টি দেখুন।



⚫Light- এখান থেকে আপনার ছবির উজ্জলতা বাড়াতে পারবেন। প্রয়োজন সাদা কালো বা হাইলাইট করতে পারবেন।

স্ক্রিনশট টি দেখুন।



⚫Color- এই অপশান টাই মেইন। আপনার ছবি কে কালার ফুল করা ও সুন্দর লুক দেয়ার জন্য এটি ব্যবহার করতে পারেন।

এখান থেকে আপনার ইচ্ছে মত কোন কালার কত টুকু নিবেন তা সিলেক্ট করে দিন। স্ক্রিনশট টি দেখুন।



এবার ছবি টি সেইভ করার পালা! সেইভ করার জন্য উপরের তিন ডট এ ক্লিক করুন।

এখান থেকে Save To Gallery তে ক্লিক করুন। Highest Quality মার্ক করে ওকে করুন।

আমার ইডিট করা ছবি টি দেখুন-

ইডিটের পুর্বে-





ইডিটের পড়ে-






শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

19 thoughts on "Android ফোনের শেরা ফটো ইডিটিং অ্যাপ। এবার ইডিট করলে ফটোর সাইয/কোয়ালিটি একটুও কমবে না।"

  1. Arman Arif Contributor says:
    size কমালে quality কমবে। এটাই নিয়ম।
    1. Abdus Salam Author Post Creator says:
      size, quality কিছুই কমবে না।
    2. Arman Arif Contributor says:
      কমবে।
  2. Arfat™ Contributor says:
    Many Thanks…
    1. Abdus Salam Author Post Creator says:
      ??
    1. Abdus Salam Author Post Creator says:
      welcome
    1. Abdus Salam Author Post Creator says:
      ?
    1. Abdus Salam Author Post Creator says:
      tnks
  3. Md.Al-amin Author says:
    একটু কমে গেল তো
    1. Abdus Salam Author Post Creator says:
      কত কমল ভাই?
    2. Abdus Salam Author Post Creator says:
      আমার ৪ মেগার পিক ৪ মেগায় আছে।
  4. Bappy Contributor says:
    trickbd member id sell dibo..
    fb.com/Tipsbd720

    message koren

Leave a Reply