আসসালামু অলাইকুম


আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম অস্থির এক ট্রিক নিয়ে।অনেক সময় হয় কি আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি ছবি ফোন এর সাইজের হলেও ওয়ালপেপার হিসেবে দিলে কেটে যায়,নিচের পিক দেখলেই বুঝবেন। এটা স্বাভাবিক, তাই আমি আপনাদের মাঝে এই ট্রিক সেয়ার করলাম।

App Name: Wallpaper Maker

Size: 6.64 MB

Download

বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।


Demo problem:-

আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি।আজ এ সমস্যার সমাধান দিব।

চলুন শুরু করা যাক:-

১: অ্যাপ ওপেন করে option(ফোন option button) চাপ দেন।

২: More option select করুন।

৩: Screen size select করুন।

৪: Screen size default হিসেবে দিন।

৫: OK তে চাপ দিন।

৬: আবার ফোনের option এ চাপ দিন।

৭: Add Picture select করুন।

৮: আপনার ফোল্ডার বা গ্যালারি তে জান(পিক সিলেক্ট এর জন্য)।

৯: আমি ফাইল সিলেক্ট করলাম(পিক সিলেক্ট এর জন্য)।

১০: আপনার পিক সিলেক্ট করুন।

১১: এই বার হাত দিয়ে adjust করুন।যারা নিয়মিত ছবি ইডিট করেন তারা সহজেই পারবেন।নতুনদের একটু সমস্যা হতে পারে।

১২: হাত দিয়ে Adjust করতে পারলে এমন দেখতে পারবেন।

১৩: আবার ফোনের option এ চাপ দিন।

১৪: Save selecet করুন।

১৫: OK তে চাপ দিন।

১৬: Set Wallpaper এ চাপ দিন।

১৭: Scroll করে Wallpaper Maker select করুন।

১৮: Set Wallpaper এ চাপ দিন।

১৯: দেখেন একদম ফোন এর সাইজে ওয়ালপেপার।

Changes:-

মন্তব্য: এই ট্রিক ব্যবহার করে ১৯২০*১০৮০ রিজল্যুশন এর ওয়ালপেপার বা আপনার ক্যামেরা থেকে তোলা ছবি ওয়ালপেপার হিসেবে দিতে পারবেন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen on FB

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ

14 thoughts on "নিজের ছবি ওয়ালপেপার হিসেবে দিলে ছবি কেটে যায়? নিয়ে নিন সমাধান।ফুল সাইজ ছবি দিন ওয়ালপেপার হিসেবে (সোবাই দেখুন)[by – Shaheen]"

  1. Zahed Contributor says:
    Facebook auto like er jonno kun kun apk use korle valo hoy… sobai janaben plzz
    1. Hasaŋ✅ Contributor says:
      Machin liker apk
    2. Shaheen Uddoula Author Post Creator says:
      4liker
      Trick bd te post ase
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      Tnx
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      Tnx
  2. Shaheen Uddoula Author Post Creator says:
    Net theke namaci link impossible to remember
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      Tnx
    1. Shaheen Uddoula Author Post Creator says:
      Tnx
  3. MR Contributor says:
    Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা

Leave a Reply