(= আসসামুআলাইকুম =)
সূপ্রিয়, ট্রিকবিডির Administrator, Editor, Author, Contributor, Visitor, Subscriber এবং টিউন পাঠক ও দর্শক…
সবাইকে আন্তরিক শুবেচ্ছা জানিয়ে শুরু করছি “HOT POST about ‘iObit’ App Lock”
[বিঃদ্রঃ এই রকম পোষ্ট আগে করা হলেও হতে পারে ; তবে এই পোষ্ট ‘আলাদা’ (Upgrated, Premium, Moded, etc..)]
প্রথমে আপনাকে “iObit” App টি ডাউনলোড করতে হবে। iObit এপস “Google Play Store” এ পাওয়া যায়। আর যারা ‘Premium Cracked Mod’ ভার্সন ডাউনলোড করতে চান তাঁরা (পোষ্টের শেষে) ডাউনলোড করে নেবেন।
কিছু কথা-
ট্রিকবিডিতে আগে হয়ত পোষ্ট করা হতেও পারে। কিন্তু আমি যে পোষ্ট করেছি তা প্রায় “আলাদা”। এখানে আমার পোষ্টি (app) Upgrated, Premium Cracked Mod, Fake Lock, Face Lock and more…।
আগের ভর্সনের এপস এ স্ক্রিনে Face Lock করা যেত না। আমি Google Play Store এ রিভিউ দিয়ে বলেছিলাম স্ক্রিনের কথা। তাঁরা রিপলাইয়ে আমার কথা রেখেছিল। তাঁরপর ত আরো অনেক আপগ্রেড হয়েছে এবং আরো নতুন নতুন সব ফিচার যোগ হয়েছে। (তাই বলা যায়- আগের পোষ্টের সঙ্গে আমার পোষ্ট মিল নেই 🙂 )
iObit এপস Crack করা
আপনাদের আগেই বলেছি যে পোষ্টের শেষে এপসটির ক্রেক লিংক দিয়ে দিয়েছি। তাই আপনারা ঐখান থেকেই ডাউনলোড করে নেবেন। 😀
অথবা – — —- —— ——–> ———-> ———–>
Google Play Strore থেকে ডাউনলোড করে নেবেন।
আমি মনে করি, প্রিমিয়াম ক্রেকটাই ডাউনলোড করা ভালো (এতে কোন সমস্যা হবে না)। -Now the Work is Start-
এখন, এপসটি ডাউনলো দেয়ার পরে এপসটি অপেন করতে হবে।
Open করার পর দেখবেন Pattern চাইছে। এখানে কিন্তু “একটি কঠিন প্যাটান দিনে (মনে থকে এমন)। তারপর আবার দিবেন। এখন দেখবেন আপনি এপসটির ভিতরে ডুকে গেছেন।
*** উপরে ডান দিকে দেখবেন একটি “রাজার মোকুটের মত আইকন” ঐখানে ক্লিকক করবেন।
এখন প্রিমিয়াম করেন। তারপর ok তে ক্লিক করেন। (আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এমবি না থকলেও হবে)
আপনার প্রিমিয়াম করা যদি সফল হয় তবে উপরের মতো দেখাবে Pro।
এখন আপনি নিশ্চই দেখছেন যে, এখানে Fake Lock, Face Lock etc অপশন আছে। (আপনা আশা করি নিজে নিজে বোঝতে পারবেন আর তাও যদি না পারেন তা হলে বইলেন আমি এ নিয়ে পোষ্টটি আপগ্রেড করব অথবা নতুন পোষ্ট করব)
আপনি Face Lock এ ক্লিক করে (আপনার ২-৪ এমবির মতো থাকতে হবে এটি ডাটা ডাউনলোড হবে তারপর আর কোন কাজে ইন্টারনেট লাগবে না।) ক্লিক করার পর আপনার Face টি “O” এর ভিতর নিবেন এবং চোখ সেলফি কেমেরার দিকে তাকাবেন **আলো থাকতে হবে** এর জন্য ঘরের লাইট জ্বালাতে পারেন বা লাইটের সামনে যেতে আর বাইরে গেলেত সমস্যাই নাই।
ট্রিকঃ আপনি সর্বোচ্চ তিন জনের ফেস দিতে পরবেন। আর আপনি যদি নিজেই শুধু খুতে চান এতে ঐ তিন যায়গায় আপনারি ফেইস দিয়েদিবেন **দিলে মোবাইল আপনার ফেইসের সামনে রাখা মাত্র আনলক হয়ে যাবে। 🙂
এভাবে, আপনি এপসের হোম স্ক্রিনে দেখতে পারবেন আপনি কি লক করতে চান। আপনার ফোনের হোম স্ক্রিনে দিতে চাইলে মোবাইলের মতো আইকন লাইনের ডান পাশে লক এ ক্লিক করে ফেস লক সিলেক্ট করে নিবেন। এভাবে আপনি এপ লকও করতে পারবেন।
আপনি Fake লক করতে চাইলে ফেক লকে ক্লিক করে ফেক লক দিয়ে দিতে পরবেবেন।
*** আর যদি আপনি চান যে আপনার মোবাইলের প্যাটান লক বাদ দিয়ে iObit প্যাটান লক রাখতে চান তবে আপনি ফেস লক আনসিলেক্ট করে প্যানান লক সিলেক্ট করতে পারবেন।
সুবিধাঃ এপসের প্যাটান লক চালু করলে আপনি লক স্ক্রিনে দিতে পারবেন অসাধারণ সব চমৎকার Themes।
এভাবে আপনি অন্যান্য কাজও করতে পারবেন। যেমনঃ Notification Lock etc..
আর ডাউনলোড লিংক – এখানে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন ~ ধন্যবাদ।
Ami to Lolipop
একটু ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন।
আর- এটা পালিশেড হওয়া পোষ্ট, তাই এডিট করতে পারলাম না। তবে, পরের পোষ্ট থেকে আরো সুন্দর করে পোষ্ট করব ~ ইনশাল্লাহ্
ভালো ভাবে বইটা বুঝে নেন যাতে কোন কিছু এলে বানিয়ে লেখা যায়।
আর – এটাই হলে মূল সাজেসনের বাপ 😉 😀
..