আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।

আজ আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আমি আপনাদের মাঝে যে এপটি শেয়ার করবো,তার মাধ্যমে আপনি খুব সহজে HTML প্র‍্যাক্টিস করতে পারবেন।
আর কষ্ট করে ট্যাগ লিখার জন্য কীবোর্ড থেকে চিহ্ন খুঁজে বের করতে হবে না।

তো চলুন শুরু করি।

প্রথমে প্লে ষ্টোর থেকে anWriter free লিখে সার্চ করে এপটি ডাউনলোড করে নিন।

এবার এপটি open করুন।

এপটি ওপেন করার পর নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন,
এবার চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

এবার ধরুণ আমি
“আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি”
এই লিখাটি হেডিং করবো,
এর জন্য প্রথমে আমাকে এই ট্যাগটি ব্যাবহার করতে হবে।
তাহলে এবার একটু নিচের দিকে তাকান দেখুন সব চিহ্ন কীবোর্ড এর উপরেই দেওয়া আছে!

তাই আপনাকে কষ্ট করে সেটা কীবোর্ড থেকে খুঁজে বের করে লখতে হবেনা, সরাসরি সেখান থকেই বসিয়ে দিতে পারবেন।
এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন।
আমি শুধু হেডিং লিখার জন্য < এবং h লিখলাম, কিন্তু সাথে সাথেই সেখানে দেখিয়ে দিচ্ছে আপনি কত সাইজের হেডিং দিতে চান।
আমি সেখান থেকে h1 সিলেক্ট করলাম
এবং লিখলাম “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”

এবার আমি ট্যাগটা ক্লোজ করবো,
এর জন্য আমাকে লিখতে হবে
কিন্তু এত কষ্ট করে পুরোটা লিখার প্রয়োজন নেই
আপনি শুধু চিত্রে দেখানো অংশে ক্লিক করলে অটোমেটিক ট্যাগ ক্লোজ হয়ে যাবে!

নিচের চিত্রে দেখুন ট্যাগটি ক্লোজ হয়ে গেছে।

এবার এই এপ এর আরো সুবিধাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো।

এবার চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

এবার নিচের চিত্রে দেখানো যে চারকোণা ঘরটি দেখতে পাচ্ছেন,
সেখানে ক্লিক করলে আপনার লিখা সিলেক্ট করার জন্য প্রথম পয়েন্টারটি লক হয়ে যাবে এবং দ্বিতীয় পয়েন্টারটি দিয়ে আপনি ডান/বাম পাশের লিখা ইচ্ছেমতো সিলেক্ট করতে পারবেন।
তাছাড়াও আপনি যে এরো চিহ্ন গুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে আপনার পয়েন্টারটিকে ডান বাম এবং উপরে ও নচে নিয়ে যেতে পারবেন।

এবার আপনি যে HTML টি প্র‍্যাক্টিস করলেন সেটি কেমন হলো দেখার জন্য নিচের চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

এবার দেখুন আপনার লিখা HTML টির ফলাফল।

এবার ধরুন আপনার লিখাটি আপনি সেইভ করে রাখতে চান।
তাহলে নিচের চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

তারপর যেকোন নাম দিয়ে সেভ করুন!
যেমনঃ আমি ripon.html দিয়ে সেইভ করলাম।

তো এভাবে আপনি খুব সহজেই HTML চর্চা করতে পারেন।

বি:দ্রঃ আমি হেডিং ট্যাগের মাঝখানে * চিহ্ন ব্যাবহার করেছি,কারণ অই চিহ্নটি না দিলে পোষ্টটা নষ্ট হয়ে যাচ্ছে।

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা থেংক্স দিবেন আশা করি।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ

32 thoughts on "HTML চর্চা করা এখন আরো সহজ, একটি মাত্র এপ দিয়ে!"

    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx bro…
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      welcome.
  1. Biplop Contributor says:
    Good Post.
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thanks bro….
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx bro.
    2. Labib Author says:
      hm! এটা জানি but,
      যারা জানেনা তাদের কাজে লাগবে
    3. Labib Author says:
      আর এই সব কিছুই কোড না লিখে সহজে HTML তৈরি করা যায়। আমার একটি পোষ্ট আছে 🙂
    4. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কোথায় পোষ্ট?
      পাইলামনা তো ভাই।
  2. MD_Mizanur_Rahman Contributor says:
    পোষ্টটি পড়ে ভালো লাগলো ।
    চালিয়ে যান Trickbd আপনার সাথে থাকবে ।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই আপনাকে।
  3. Saimon Author says:
    ভাল পোষ্ট…চালিয়ে যাও।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। আশা করি সবসময় সাপোর্ট করবেন।
  4. Nazrul Islam Shakil Contributor says:
    vai onek sondor hoisey
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thank you bro…
  5. Neymar Jr Contributor says:
    I have a good app
    name:web master lite.
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      কাজ কি?
  6. Neymar Jr Contributor says:
    এই আপনার কাজ আরো ভালো করে কাজ করা যায়।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      অহ, ধন্যবাদ।
  7. old and known to all,,,
    but nice as u r new…
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thanks bro….
  8. Ripon Prodhan Contributor says:
    অনেক ভালো
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      welcome.

Leave a Reply