প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন।
PS Thunder এমন একটা ব্রাউজার যা আপনি কখনি দেখেন নি। আসলে ইউসি লেজেন্ডকে মোডিফাই করে নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এটা অন্যান সকল ব্রাউজার থেকে সাশ্রয়ি। আবার অনেক ফিচারও আছে । আসুন ফিচার গুলো এবার দেখি
¤¤¤নতুন বৈশিষ্ট্যসমূহ¤¤¤
১. দুইটা নতুন মেনু যোগ করা হয়েছে ।মেনু দুটিতে আছে একটা হ্যান্ডলার মেনু ,আরেকটা কোন্ট্রোল মেনু ।মেনু দুটি আপনি SETTING এ পাবেন
২.এটায় .tk, .ml, .gq, .gov.bd ডোমেইন লাগানো হয়েছে।
৩.আপনি স্ক্রিনশট ও নিতে পারবেন। .png এবং .bmp ফরমাট
৪.এটায় Handler menu 2.0.4 আছে যেটা দিয়ে আপনি ফ্রিনেটও চালাতে পারবেন
৫.আপনি একসাথে দশটা পর্যন্ত টেব খুলতে পারবেন।
৬.Extra menu থেকে আপনি একসাথে কয়টা ফাইল ডাউন করতে পারবেন তা নিজেই ঠিক করবেন
৭.আপনি .jad ফাইল খেকে .jar বের করতে পারবেন অটোমেটিক ভাবে
৮.আপনি যদি আপনার ফোন থেকে _jar ফাইল আপলোড দেন তাহলে এটা .jar ফরমাট হয়ে যাবে।
৯.আপনি ১০০০০ কিওয়ার্ড পর্যন্ত নিজের ক্লিপবোর্ড কপি করতে পারবেন।
১০.আপনার কোন ফাইল ডাউনলোড হলে সাউন্ড করে জানিয়ে দিবে
১১.আপনি লেখার স্টাইল বদলিয়ে ইটালিক বা বোল্ড করতে পারবেন
১২.ডাউনলোড ব্লক বদলাতে পারবেন।
১৩.ডাউনলোড যদি ইরোর দেখায় তাহলে অটোমেটিক আবার চালু হবে।
১৪.আপনি ইচ্ছে করলে ডাউনলোড শেষে ব্রাউজার থেকে অটোমেটিক বের হয়ার সিস্টেম করতে পারেন
১৫.আপনি এটা ব্যবহার করা অবস্থায় গানও শুনতে পারবেন
বিঃদ্রঃ উপরের ফিচার পেতে আপনাকে Setting>extra menu বা setting>handler menu তে গিয়ে সেটিংগুলোতে টিক দিত হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন..