TrickBD / TipsNet24 এর পক্ষ থেকে আবারো জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুস্বাগতম :!!.
প্রতিবার এর মতো আজকেও একটা সুন্দর ও মানসম্মত পোস্ট নিয়ে হাজির হলাম আমি … Mahfuj…
তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট!!
আমি আজ আমার বন্ধু –বিপুল শেখ এর বানানো এক অসাধারণ অ্যাপ টি শেয়ার করব।
যা আমাকে মুগ্ধ করেছে এবং খুবি দরকারি এবং২ সমস্যা সমাধান এর অ্যাপ।
আমাদের Internet জগৎ এ অনেক অনেক সময় এমন সমস্যা এর সামনে পরতে হয় যে তা Solved করতে অনেক কষ্ট হয়।বা মাথা খারাপ করে ফেলে।
তখন হয়তা কনো Expert বা কনো বেক্তি এর সাহায্য নিতে হয় বা অনেক মেগাবাইট খরচ করে তার উত্তর পেতে হয়।
কিন্তু আমি আজ যে অ্যাপ শেয়ার করবো জেটিতে আপনার সমস্যা অ্যাপ কে লিখে দিলে উপর দিক এর Active Expert+Master রা অতি দ্রুত আপনার সমস্যার সমাধান দিবে।
একটা বিষয় অ্যাপ টি Robort না যে প্রশ্ন এর সাথে সাথে সমাধান দিবে।
কিন্তু একটু অপেক্ষা করবেন আসা করি সুন্দর ভাবে বুজিয়ে দিবে।(Internet Connection Needed)
So বুজতেই পারছেন কত গুরুত্ব পূর্ণ এই অ্যাপ।
কিছু Screen Shoots দেখে নিন অ্যাপ টির:*
14 thoughts on "আপনার সকল সমস্যা বলুন অ্যাপ টিকে আর সমাধান পেয়ে যান খুব সহজ এ।(সব্বাই দেখুন)অসাধারণ অ্যাপ??"