আসসালামুয়ালাইকুম
আমি যদি জিজ্ঞেস করি কেমন আছেন আপনি, তাহলে তার উত্তর আপনি কম্মেন্ট বক্সে লিখবেন না।
আর তাছাড়া আমার জানা মতে TrickBD-এর সকলেই অনেক ভালো থাকেন। তা আমি জানি।
…………………………………………………………
আমরা কম বেশি অনেকেই ‘মায়া আপা’-নাম টির সাথে পরিচিত। কিন্তু আমরা অনেকেই এখনো তাদের Publish করা আপ সম্পর্কে অপরিচিত
…………………………………………………………
এই অ্যাপ টির নামঃ- Maya Apa.
এই দিয়ে আপনি আপনার ইনফর্মেশন গোপন রেখে নিজের শরীরের সমস্ত সমস্যা খুলে মায়া আপা কে জানাতে পারবেন। তিনি যত তাড়া তাড়ি সম্ভব তার যথাযথ উত্থর দেওয়ার চেষ্টায় ব্যগ্র।
এর জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। এবং যখন আপনি আপনার সমস্যার কথা গুলো মায়া আপার এই অ্যাপ এর মাধ্যমে তাঁকে জানাবেন, তখন আপনার মোবাইলের লোকেশন অন থাকা লাগবে। (লোকেশন দিয়ে তাঁরা মূলত জরিপ করছেন, যে কোন এলাকার মানুষের শারীরিক কোন সমস্যা টা বেশি।)
অ্যাপ টি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে টাচ্/ক্লিক করুন ।
তারপর অ্যাপ টি ওপেন করুন।
একটি কমান্ড ফাইল আসবে। সেটা Cancel করে দিন।
তারপর ‘Ask’ আইকন টি তে ক্লিক করুন।
তারপর একটু ঝাপসা করে লেখা ‘Continue With Email’ এ টাচ্/ক্লিক করুন।
তারপর দেখুন একটা ফাকা বক্স আসছে। এবং সেখানে আপনার ইমেইল চাচ্ছে। সেখানে আপনার ইমেইল আইডি দিন।
তারপর বক্সের ঠিক নিচেই দেখুন ‘Next’ বাটন আছে। সেখানে টাচ্/ক্লিক করুন
তারপর আপনার সেই মেইল টি তে প্রবেশ করুন।
মেইল এসেছে।
সেটা ওপেন করুন
তারপর UC Browser/Default Browser/Chrome Browser/Firefox Browser সিলেক্ট করুন।
আপনাকে একটা পেইজে নিয়ে যাবে, যেখানে ‘Login’ লেখা ঝাপ্সা একটা বাটন আছে। সেখানে টাচ্/ক্লিক করুন।
তারপর যে পেইজ টি আসবে সেখানে লেখা আছে “You’re Logged in.
তারপর ‘Maya Apa’ অ্যাপ টি তে যান।
দেখুন তিনি আপনাকে Welcome জানাবে।
একটি বক্স দেখতে পাবেন।
সেখানে আপনি আপনার সমস্যা টুকু সংক্ষেপে লিখে ডান দিকে, নিচে, কোণায়, তীর চিহ্ন মত একটা বাটন আছে দেখবেন। সেটাই সেন্ড বাটন। ওটাতে টাচ্/ক্লিক করুন।
আপনি যদি ভয়েস রেকোর্ড করে পাঠাতে চান। তাহলে অ্যাপ এর ঐ একই পেইজে দেখুন উপরে ‘Write আর Voice’ লেখা আছে। সেখান থেকে ভয়েস লেখার উপরে টাচ্/ক্লিক করুন।
তারপর দেখুন একটা মাইক্রোফোন এর আইকন আছে। সেটা তে ক্লিক করুন।
তারপর দেখুন খুব সন্দর একটা থিমের মধ্যে কি যেনো ঢেউ খেলে খেলে আপনার ভয়েস রেকোর্ড করে চলেছে।
আপনার জিজ্ঞাসা শেষ হলে Pause বাটনে টাচ্/ক্লিক করুন।
তারপর লক্ষ করুন উপরে, ডান দিকে, কোণায় একটা টিক চিহ্ন আছে।
সেটাতে টাচ্/ক্লিক করুন।
তারপর সবুজ রঙের ভিতরে সাদা রঙ দিয়ে লেখা ‘Send’ বাটনে টাচ্/ক্লিক করে ভয়েস টা মায়া আপার কাছে পাঠিয়ে দিন।
যত তাড়াতাড়ি সম্ভব তাঁর টিম আপনার প্রশ্নের যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
এবার আসি- কোথা থেকে আপনি আপনার প্রশ্নের উত্তর টা দেখবেন।
অ্যাপ এর বাম দিকে, উপরে কোনায় দেখুন অপশন বাটন (=) আছে। সেখানে ক্লিক করুন।
তারপর দেখবেন ‘Notification’ বলে একটা অপশন আছে। সেখানে টাচ্/ ক্লিক করে নোটিফিকেশন ফলো করলেই উত্তর টি পাবেন (অবশ্য তাঁরা উত্তর দেওয়ার পর)।
7
তাছাড়া ঐ অপশনে টাচ্/ক্লিক করে আপনি পাবলিকের অনেক প্রশ্ন এবং উত্তর দেখতে পারবেন।
কিন্তু পাবলিকের সাথে যোগাযোগ করার মত কোনো ইনফরমেশন আপনি পাবেন না। আপনার প্রশ্ন (Text) এবং উত্তর টা সবাই দেখতে পেলেও, এমনি ভাবে আপনার সাথে যোগাযোগ করার মত ঠিকানা কেউ পাবে না।.
ও হ্যা। আমি বিশেষ করে ভয়েস টা কে হাইলাইট করার কারন হচ্ছে আমি রিকমান্ড করবো টেক্সট না দিয়ে ভয়েস দেওয়ার জন্য। কারন আপনার টেক্সট পাবলিক দেখতে পেলেউ আপনার ভয়েস পাবলিক শুনতে পারবে না।
………………………………………………………………………………
All credit going t0:Tn6472,এই ভাই অনেক কষ্ট করে পোস্ট টি লিখেছেন।
এই পোস্ট প্রথম প্রকাশিত করা হয় TokBD.Com এবং আমরাও প্রজুক্তিতে একধাপ এগিয়ে আছি।এখানে ক্লিক করে ঘুরে আসুন।Invited ……..
ভুল ত্রুটি অবস্যই মার্জনার চোখে দেখুন।
এতক্ষণ কষ্ট করে পোষ্ট টি পড়ার জন্য
ধন্যবাদ
……………………………………………………………
কিন্তু পুরুষদের সেবা দেওয়া হয় কিনা…সেটা বুঝতে পারলাম না….
moja na seriously???
ekta prb ase??