আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজকে আপনাদের মাঝে এমন একটি এপ শেয়ার করবো যার মাধ্যমে আপনারা এক ক্লিকে আপনার ফোনের বিভিন্ন জায়গায় পৌছে যেতে পারবেন!

মাত্র এক ক্লিকেই আপনি যেসব জায়গায় যেতে পারবেন তার একটি সম্ভাব্য তালিকা আমি নিচে দিয়ে দিলামঃ
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

তাহলে এবার চলুন কাজ শুরু করা যাক…..
প্রথমে Play Store থেকে নিচের চিত্রে দেখানো এপটি ডাউনলোড করে নিন।

এপটি ইনস্টল করার পর এপটি open করুন।
তাহলে নিচের মতো দেখতে পাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার নিচের চিত্রে দেখানো অপশন দুটি ON করে দিন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন দেখুন আপনার ফোনের স্ক্রীনের উপরে একটি গোল চিহ্ন চলে এসেছে।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আমাদের আসল কাজ শুরু করবো

আপনি যদি ঐ গোল চিহ্নটিতে একবার ক্লিক করেন তাহলে সেটা আপনার ফোনের হোম বাটনে ক্লিক করার মতো কাজ করবে,
অর্থাৎ একবার ক্লিকেই আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন। নিচের চিত্রটি হচ্ছে আমার হোম স্ক্রীন।


আবার আপনি যদি ঐ গোল চিহ্নতে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে চলে যাবেন। নিচের চিত্রে দেখুন আমার নোটিফিকেশন প্যানেলটি।

এবার আপনি যদি ঐ গোল চিহ্নটিতে ২-৩ সেকেন্ড চেপে ধরে থাকেন তাহলে আপনার স্ক্রীন লক হয়ে যাবে!
,
তারপর আবার আপনি যদি গোল চিহ্নটিতে হাত রেখে উপরের দিকে সুইপ করে দেন, তাহলে আপনি রিসেন্ট যেসব এপ এ প্রবেশ করেছিলেন সেখানে চলে যাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

তারপর আবার আপনি যদি গোল চিহ্নটিতে হাত রেখে নিচের দিকে সুইপ করে দেন, তাহলে আপনি আপনার সেটিং প্যানেলে চলে যাবেন।

তারপর আবার আপনি যদি গোল চিহ্নটিতে হাত রেখে বাম দিকে সুইপ করে দেন, তাহলে এটি আপনার ফোনের বেক বাটন হিসেবে কাজ করবে।
.
তারপর আবার আপনি যদি গোল চিহ্নটিতে হাত রেখে ডান দিকে সুইপ করে দেন, তাহলে আপনি লাস্ট যে এপটিতে ছিলেন আবার সেটাতেই চলে যাবেন।
……………………………………………………………
এখন কথা হচ্ছে আমি এতক্ষন আপনাকে যেসব কমান্ড (যেমনঃ একবার ক্লিক, ডাবল ক্লিক, সুইপ লেফট, সুইপ রাইট ইত্যাদি) দিয়ে নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশ করিয়ে দেখালাম আসলে সেসব কিন্তু আমি আগে থেকেই সেটিং করে রেখেছিলাম!
ইচ্ছে করলে আপনিও সেটা করতে পারেন!
ধরুন আপনি ডাবল ক্লিক করে নোটিফিকেশন প্যানেল না এনে স্ক্রীন লক করতে চান,তাহলে সেটা কিভাবে করবেন এবার তা দেখাবো……

প্রথমে এপটিতে প্রবেশ করুন, প্রবেশের পর এরকম দেখতে পাবেন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন ধরুন আপনি ডাবল ক্লিক করে নোটিফিকেশন প্যানেল না এনে তার জায়গায় স্ক্রীন লক সিস্টেম করতে চান।
তাহলে আপনাকে নিচের চিত্রে দেখানো Double Tap লিখায় ক্লিক করতে হবে।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার দেখুন আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে Lock Screen সিলেক্ট করুন।

নিচের চিত্রটি লক্ষ্য করুন।

ব্যাস হয়ে গেলো!
এবার এপ থেকে বেরিয়ে এসে গোল চিহ্নটির উপরে ডাবল ক্লিক করুন, দেখুন আপনার স্ক্রিন লক হয়ে গেছে!!!!!
এই একই উপায়ে আপনি প্রত্যেকটি কমান্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই!
♠তাহলে আর কি! এবার উপভোগ করুন!♠
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ

16 thoughts on "অনেকেই তো এক ক্লিকে বিভিন্ন এপ রান করিয়েছেন, এবার এক ক্লিকে আপনার notification panel,screen lock,back button,recent apps এ প্রবেশ করুন খুব সহজে!"

    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thanks.
  1. Inam1122 Contributor says:
    1122 amar name change hobe na?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      হবে, google chrome দিয়ে আইডি লগইন করে edit profile a click করেন।
      আর হ্যা! অবশ্যই mb দিয়ে ঢুকবেন, free basic দিয়ে হবেনা।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thanks brother.
  2. Mushfiqur Contributor says:
    bro apnar phoner model ki?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      symphony i10 (1gb)
  3. . Contributor says:
    ভালো পোস্ট রিপন ভাই
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  4. mehediislam Subscriber says:
    Ooo nice brother
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      wlc
  5. Naim sdq Author says:
    আপনার পোষ্ট টিও ভাল হয়েছে।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply