আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন,
আশাকরি সবাই ভালই আছেন।

আমি আজকে বলব কিভাবে হাতে কলমে অঙ্কন শিখুন তাও আবার একটি Apps থেকে সম্পন্ন ফ্রিতে তো বেশি কথা না বলে শুরু করা যাক । তো নিচের দেয়া লিংক থেকে Apps টি install দিন
DOWNLOAD HERE
তারপর নিচের স্কিনসট অনুযায়ী কাজ করুন।

OPEN করুন।যে picture আঁকানো শিখবেন সেটাতে ক্লিক করুন।

তারপর এখান থেকে আপনি যেটা পছন্দ করেছেন সেটাতে সিলেক্ট করুন। যেমন আমি ফুল select করেছি।

লাল কালারের যে অঙ্কন দেখতে পাচ্ছেন তার ওপর অঙ্কন করুন।->এই চিহ্নে ক্লিক করে পরপর অঙ্কন করুন।

হয়ে গেলে ফটোতে দেখানোর যায়গায় ক্লিক করুন।

এখন দেখতে পাচ্ছেন আপনি কি রকম এঁকেছেন।তো ফটো সেভ করে রাখার জন্য Drawing লেখাতে ক্লিক করুন

তারপর SAVE TO তে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এভাবে আপনিও ভালো ভালো অঙ্কন শিখুন।
তো আমার এই পোষ্ট যদি একটু ও ভালো লেগে থাকে অবশ্যই Subcribe করে রাখুন। ধন্যবাদ।

SUBCRIBE


আজ এই পর্যন্ত। ভুল হলে ক্ষমা করবেন।
কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
ধন্যবাদ।

আমার ফেসবুক অ্যাকাউন্ট

10 thoughts on "হাতে কলমে ছবি আঁকানো শিখুন একটি Apps থেকে সম্পন্ন ফ্রিতে। আপনাদের মনেরমত 100%পছন্দনীয় APPS."

  1. SA Author says:
    এগুলো কি আমাদের দরকার আছে,
    এগুলো ছোটরা ব্যবহার করবে,তবুই পোস্টটা ভালো
    1. Mostak Ahmed Author says:
      তুমি মনে হয় অনেক বড় হয়ে গেছো ! !
    2. SA Author says:
      আমি এখানে বড় বলতে কি বুঝাইছি আপনি কি সেটা বুঝছেন,ভাইয়া
  2. Shaheen Uddoula Author says:
    tech বিষয়ে পোস্ট করুন।
  3. Hridoy khan Contributor says:
    ডাটা কানেকশন লাগে??
    1. rahimislam387 Author Post Creator says:
      Na vai

Leave a Reply