আসসালামু-আলাইকুম
আমি হৃদয়
এই পোষ্টটি পড়ার আগেই বলে রাখি যারা জানে তার ১০০ মাইল দূরে থাকবেন।
আমি আজকে একটা টিওটিরিয়াল শেখাবো
কি ভাবে PicsArt এ Font Add করতে হয় যে কোনো apps থেকে Font নিয়ে। আমি Pixllab এর কিছু সুন্দর Font Add করব।কথা না বারিয়ে কাজে আসি Screen এ দেওয়া ScreenShot গুলা ভালো ভাবে লক্ষ করুন।
★Apk Editor
★Pixllab
★PicaArt
এই তিনটি apps আপনার মোবাইলে নামিয়ে নিন Play Store থেকে। আমি লিংক দিতে পারলাম না তার জন্য দুঃখীত।
১)আপনি প্রথমে Apk Editor ওপেন করুন এবং যে Apps এর ফন্ট PicsArt এ Add করবেন সেটি সিলেক্ট করুন
যেমন :
২) সারাসরি চলে যান Full Edit এ
যেমন:
৩)এবং হোমে চলে জান এবং Assets Click করুন।
যেমন:
৪)এখন দেখেনন Font অফসন পাবেন এই টায় Ckick করুন।
যেমন:
৫) সব গুলো মার্ক করে দিন এবং Extract এ click করুন।
যেমন:
৬)Sdcards 0 Click করুন।
যেমন:
৭)PicArt এ Click করুন।
যেমন :
৮)এখন Font এ Click করুন।
যেমন:
৯)এখন Ok তে Click করুন।
যেমন :
১০)কাজ এখানেই শেষ না। এখন Apk Editor থেকে বেরিয়ে আসুন। এরপর File Manager এ জান এবং PicsArt নামক Option টি খুজে বের করুন। এখন Font এ click করুন লক্ষ করুন কত গুলা ফাইল আসছে। একটি ফাইল ওপেন করুন।
যেমন:
১১)এখন আপনি সব গুলো Copy করেন।
যেমন:
১২)এখন একটু Back এ আসুন সরসরি বেরিয়ে আসবেন না।৪ টি ফোল্ডারের এই খানে copy করা font গুলি paste করে দেন।
যেমন:
১৩) এই ভাবে সব গুলি বসিয়ে নিন।কাজ সেস হলে Back এ এসে আবার PicsArt এ জান এবং Simple Photo নিয়ে Font Add করুন এবং হাতের বাম পাশেই দেখেন + চিহ্ন। + চিহ্ন তে click করে My Font দেখে নিন। my font এ click করুন। এর পর দেখেন আপনার Add করা Font গুলো Add হয়েছে।
যেমন:
★আপনি যদি PicsArt এর আরো টিওটিরিয়াল পেতে চান তাহলে Trick BD এর সাথে থাকুন।
★আর পোস্টের বিস্তারিত কিছু না বুজলে Youtube এ ভিডিও দেখুন।
★আর পরবর্তী পোষ্ট হবে কিভাবে PicsArt দিয়ে Movies Poster তৈরি করা হয়। Hd Mode.
★আমার yotube Channel আছে কিন্তুু আমি এই ধরনের ভিডিও বানাই না। তার করনে লিংক দেই না।আমাদের Content Funny ভিডিও content।
★আর এই পোষ্টটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন। আর বেশী সারা পেলে পরবর্তী তে আরো ভালো পোষ্ট করব।
★TrickBD তে কিছু লোক আছে পোষ্ট করাতে না করতেই বাজে কমেন্ট করে। ভাই এইগুলা জাইনি।
:ভাই আপনে জানেন তো আপনি পোষ্ট করতেন। এত কষ্ট করে পোষ্ট করলাম আর আপনারাই বলেন জানি। তাইলে পোষ্ট করার মন মানসিকতা হারিয়ে ফেলি
★বানান ভুল হলে ক্ষমা করবে।
★ধন্যবাদ
আজকে এই পর্যন্ত ভালো থাকুন…..
13 thoughts on "(PicsArt Tutorial) PicsArt এ Font Add করুন খুব সহজে।"