♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
♥♥আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো।আপনি আপনার ফোনের যেকোন অ্যাপে আপনার ছবি বসিয়ে দিতে পারবেন।এবং তারসাথে অ্যাপের নাম চেন্জ করতে পারবেন খুব সহজেই।
তো কিভাবে চলেন শুরু করা যাক।যারা জানে তারা মাফ করে দিন আপনার জন্য এই পোস্ট না।যারা জানে না তাদের জন্য এই পোস্ট।নিচের screen sort ফলো করুন
♥♥প্রথমে playstore থেকে নিচে দেখানো Icon changer free নামে অ্যাপটি ডাউনলোড করুন।তারপর অ্যাপটি ওপেন করুন।
♥♥অ্যাপটি ওপেন করলে একটা পেজ আসবে এবং অ্যাপের লগো আসবে।তারওপর ক্লিক করুন তারওপর ক্লিক করলে নিচের মত পেজ আসবে।
তারপর আপনি যে অ্যাপটিতে ছবি এবং নাম পাল্টাতে চাচ্ছেন,সেই অ্যাপটি সিলেক্ট করুন।আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি।
♥♥তারপর নিচের মত পেজ আসবেআপনি সেখানে CHANGE তে ক্লিক করুন।
♥♥তারপর নিচের মত পেজ আসবে
আপনি সেখানে গ্যালারিতে ক্লিক করুন।তারপর একটা ছবি সিলেক্ট করুন।এবং ছবিটি পরিমাণ মত ক্রপ করুন তারপর ওকে করুন।
♥♥দেখুন ছবি বসে গেছে।এবার আপনি যদি অ্যাপটির নাম পাল্টাইতে চান।তাহলে TITLE এর একটু নিচে ক্লিক করে যে নামটি দিবেন সেই নামটি বসায় দিয়ে ok তে ক্লিক করুন।
♥♥ব্যাচ এবার কেটে দিয়ে দেখুন আপনার দেয়া ছবি এবং নাম চেন্জ করা অ্যাপটি সামনে চলে আসছে।এখন ব্যবহার করুন।
♥♥আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্হ থাকুন।আরও ভালো ভালো ট্রিক্স পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
♥♥♥আল্লাহ হাফেজ
♥
কেন ভাই কাজের না।
ভালোই লাগে তো নিজের নামে
অ্যাপ এবং পিক।
♥
ভাই তোমাকে এখন ফেসবুকে পাওয়া যায় না কেন।
অনেক কিছু শিখছি তোমার কাছ থেকে।
আর দেড় মাস আগে থেকেই ফেসবুক আইডি ডিজেবল।
♥
ট্রিকবিডির সাথেই থাকুন।