গুগলের সবগুলো এপই বোরিং আর একঘেয়ে – এই তত্ত্বকে ভুল প্রমাণ করতেই গুগোল তৈরী করেছে এন্ড্রোয়েডিফাই। এবার আমাদের প্রিয় ড্রোয়েড এন্ড্রোয়েডকে দেয়া যাবে নিজের পছন্দ মত লুক। তাকে তৈরী করতে পারবেন আপনার বন্ধু বা প্রিয়জনের মত, আপনার বাবা বা ব্যস্ত চাচার মত বা আপনার পিচ্চি ভাই বা ছেলের মত!

এন্ড্রোয়েডিফাই – রিভিউ

এটি সিম্পল একটি এন্ড্রোয়েড এপ যার মাধ্যমে আপনি জনপ্রিয় এন্ড্রোয়েড রোবটকে নিজের মত লুক দিতে পারবেন। স্রেফ মজা করার জন্য নির্মিত এই এপটির সাহায্যে এন্ড্রোয়েডকে মোটকু বা পাতলু, লম্বু বা গাঁট্টাগোট্টা, সাদা বা কালো (এবং অবশ্যই সবুজ) স্কিনে যে কোনো রকমভাবে সাজাতে পারবেন। আছে প্রচুর রিসোর্স যেমন চুল, সানগ্লাস, হ্যাট, শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি পিক্সেল ফোন, ল্যাপটপ, দাড়ি, হেডফোন, গগলস বাই গুগোল আরও অনেক কিছুই।

এত্তো এত্তো রিসোর্সের সাহায্য তৈরী করা আপনার রোবট আপনার প্রিয় মুভগুলো যেন করতে পারে তাই এতে আছে জিয়াইএফ (GIF) ফিচার। আপনার তৈরী করা এপটি ইন্সট্যান্টলি শেয়ার করতে পারবেন ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম বা মেইলে; পাশাপাশি সেভ করে রাখতে পারবেন আপনার গ্যালারিতে।

বিশ্বের বিভিন্ন প্রান্তের এন্ড্রোয়েড ফ্যানদের নিয়ে ঘরে উঠেছে এন্ড্রোয়েডিফাই কমিউনিটি যেখানে আপনি আপনার সাজানো বোটকে আপলোড করতে পারবেন এবং অনন্য বোটকে দেখতে পারবেন।

এন্ড্রোয়েডিফাই – স্ক্রিনশট

Androidify
Androidify!
Androidify!
Androidify!

Androidify!
Androidify!

এন্ড্রোয়েডিফাই – ডাউনলোড

এপটি প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এপটির সাইজ মাত্র দশ এমবি আর এটি সম্পূর্ণ অফলাইন।

প্লে স্টোর ডাউনলোড লিংক

ApkPure ডাউনলোড লিংক

ধন্যবাদ!

পোস্টটি পড়ার জন্য……!

9 thoughts on "এন্ড্রোয়েডিফাই: এবার আমাদের সবার প্রিয় সবুজ বোটকে সাজান নিজের পছন্দমত ;) || এন্ড্রোয়েড এপ রিভিউ + ডাউনলোড লিংক"

    1. #Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ^_^
  1. Anik Contributor says:
    পোস্টটা কেমন যেন হইছে। ঠিক যুতসই না
    1. #Ahmed Author Post Creator says:
      নিরপেক্ষ মতামতের জন্য ধন্যবাদ। নতুন পোস্টটি যুতসই হয়েছে কি না জানানোর জন্য অনুরোধ রইল।
    2. Anik Contributor says:
      two months por comment korar jonno dhonnobad vai. ?
  2. Akash PK Author says:
    bro amr oppo a37 fw,
    memory theke kono app install dile ta saathe saathe clean/delete hoye jacche,

    eita thik korbo kivabe?

    1. #Ahmed Author Post Creator says:
      ইন্সটল দেয়ার আগে ফাইলটি কপি করে রিনেম করে রাখতে পারেন।
    1. #Ahmed Author Post Creator says:
      ধন্যবাদ ☺☺

Leave a Reply