আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবার আপনাদের মাঝে একটি ট্রিক নিয়ে হাজির হলাম। অনেক সময় দেখা যায় আমাদের কোনো দরকারি তথ্য বা ছবি PDF ফাইল এর মধ্যে আছে। কিন্তু সেই তথ্য বা ফাইলটি কাউকে যদি পাঠাতে চাই, তাহলে সম্পুর্ন PDF ফাইলটিই পাঠাতে হয়। অথবা, স্ক্রিনশট করে পাঠাতে হয়। তাই আমি আজ আপনাদের সামনে এর সমাধান নিয়ে এলাম। এবার যেকোনো PDF ফাইল থেকে সকল পেজ Image আকারে সেভ করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে করবেন,,,,,,,। প্রথমে নিচের লিংক থেকে Apps টি ডাউনলোড করে নিন।
তারপর ইন্সটল করে অপেন করুন আর নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন। আশা করি বুঝতে পেরেছেন। তবুও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। অথবা, ভিডিওটি দেখুন।
ধন্যবাদ, সাথে থাকার জন্য।
Share:
You must be logged in to post a comment.
4 thoughts on "এবার যেকোনো PDF ফাইল থেকে সকল পেজ Image আকারে সেভ করুন। [With Sshot+Video]"