প্রথমেই বলে নিচ্ছি ট্রিকবিডিতে এই বিষয়ে পোস্ট আগেই করা হয়েসে। তবে যাদের চোখে বাধেনি তাদের জন্য আবার করলাম। সাধারণত ব্যাটারীর চার্জ ১০০% থেকেশেষ করতে করতে ০% এ এনে তারপরএকটানা চার্জে দিয়ে ১০০% করাকেব্যাটারীক্যালিব্রেশন বলে।…তবে এন্ড্রয়েডেরক্ষেত্রে ব্যাপারটা সামান্য ভিন্ন।এন্ড্রয়েডসিস্টেমে ‘Battery Stats’ নামে একটা ফাইলথাকে সেটা ব্যাটারির বর্তমান অবস্থা সহযাবতীয় তথ্য রাখে। কিন্তু এই ফাইলটাকরাপ্টেড হয়ে গেলে হঠাৎ করেব্যাটারিরচার্জ কমে যায় (যেমনঃ ৪০% থেকে ঠুসকরে ১২% এ) অথবা ০% এ আসার আগেইবন্ধ হয়ে যায়। যে উপায়ে এই করাপ্টেডফাইলের তথ্যগুলো ঠিক করা হয় তাকেব্যাটারি ক্যালিব্রেশন বলে।কখন করবেন?কিছু না হলেও ব্যাটারি দুই মাস পর পরক্যালিব্রেশন করানো উচিত, এটাম্যানুফ্যাচারারেরাই বলে, এটামোবাইলের ব্যাটারি হোক কিংবাল্যাপটপেরব্যাটারী। তবে রম ফ্ল্যাশ দেয়ার পরেএটিকরা জরুরি।কিভাবে করবেন?ননরুটেড এন্ড্রয়েডের ক্ষেত্রেঃমোবাইল সম্পূর্ণ চার্জ করে নিন।চার্জার খুলে ফেলুন এবং চার্জ ০% নাহওয়াপর্যন্ত ব্যবহার করতে থাকুন।মোবাইল বন্ধ হয়ে গেলে চার্জারকানেক্ট করুন এবং এক টানা চার্জ দিয়ে১০০%করুন।ফোন অন করুন এবং কাজশেষ…ক্যালিব্রেশন সম্পন্ন!!!রুটেড এন্ড্রয়েডের ক্ষেত্রেঃবাংলালিংকের ইউজাররা একটুু বেশিপেলেওরুটেড ইউজাররা অনেক বেশিই পায় :-D1. Battery Calibration নামের এপ টা নামান। ডাইনলোড করতে এখানে ক্লিক করুন

Leave a Reply