বাংলাদেশ সরকারের এটুআই সংস্থার তত্ত্বাবধায়নে ইসলামিক নিয়মানুসারে সম্পত্তির হিসাব করার জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে “উত্তরাধিকার।” এটি শুধু সফটওয়্যারই সীমাবদ্ধ না এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। যার ফলে আপনি সফটওয়্যার এবং ওয়েবসাইট উভয় মাধ্যমেই সহজে সম্পত্তির হিসাব করতে পারবেন। নিচে সফটওয়্যারটির ডাউনলোড লিংক এবং ওয়েবসাইট লিংকসহ ইসলামিক নিয়মানুসারে কিভাবে কার জন্য কততটুক সম্পত্তি বণ্টন করতে হবে তা তুলে ধরা হলো। এছাড়াও কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে তা নিচে স্ক্রিনশট আকারে তুলে ধরা হলো এবং শেষে একটি ভিডিও দেওয়া হলো।

সফটওয়্যার ডাউনলোড লিংক – উত্তরাধিকার সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আর ওয়েবসাইটের ঠিকানা – উত্তরাধিকার.বাংলা

অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই আপনি সম্পত্তির হিসাব করতে পারবেন। দুটোতে একই সিস্টেম, শুধু প্রার্থক্য হলো অনলাইন আর অফলাইন। আরেকটি সুবিধা হলো আপনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করতে পারবেন। অনলাইনে করতে হলে আপনাকে উপরোল্লিখ ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর অফলাইনে করতে হলে আপনাকে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। যার উপরে ডাউনলোড লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন। নিচে আমি কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন, তার কয়েকটি স্ক্রিনশট তুলে ধরলাম। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। এইবার ধরুন আপনি আপনার বাবার সম্পত্তির হিসাব করবেন। সেক্ষেত্রে সফটওয়্যারে আপনার মা, ভাই, বোন (যদি মৃত ভাই ও বোন থাকে তাহলে তাদের সংখ্যাও উল্লেখ করতে হবে) তাদের সংখ্যা এবং দাদা, দাদি, নানি থাকে তাদেরকেও উল্লেখ করতে হবে। আর আরেকটি কথা, আপনার যদি কোনো সৎ ভাই-বোন, সহোদর ভাই-বোন ইত্যাদি থাকে তাহলে তাদের সংখ্যাও উল্লেখ করতে হবে। তারপর সম্পত্তির হিসাব করবেন। তো চলুন দেখা যাক কিভাবে করবেন।

দেখুন উপরের স্ক্রিনশটে আমি আমার পরিবারের সংখ্যার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে স্ত্রীর সংখ্যা উল্লেখ করেছি (সম্পত্তির মালিকের স্ত্রী)। তারপর পুত্র সন্তান ৩ দিয়েছি। তারপর কন্যা সন্তান ১ দিয়েছি। তারপর নানি’র সংখ্যা ১ দিয়েছি। (বলে রাখা ভালো আমার দাদা-দাদি নেই। তাই ওনাদের সংখ্যাটা উল্লেখ করিনাই।)

তারপর সফটওয়্যারটি স্ক্রল করে নিচে গেলে আরো কতগুলো নাম দেখতে পারবেন। যদি আপনার এগুলোর মধ্যে কোনোটি থাকে তাহলে সেগুলোর সংখ্যা উল্লেখ করতে পারেন।


এইবার আমরা সম্পত্তির মালিকের সম্পত্তির পরিমাণ তুলে ধরবো। এখানে সম্পত্তির ৩টি ভাগ আছে। প্রথমটি হলো জমি, দ্বিতীয়টি হলো টাকা এবং তৃতীয়টি হলো স্বর্ণ। তো আমি আনুমানিক জমি ধরলাম ২১ শতাংশ, টাকা ধরলাম ১০০০০০০ (দশ লক্ষ) এবং স্বর্ণ ধরলাম ৫ ভরি। তারপর ফলাফল বাটনে ক্লিক করুন।

এইবার দেখুন উপরের স্ক্রিনশটে পুরো ৩টি ধাপের সম্পত্তির হিসাব হয়ে গেছে। কে কতটুকু করে সম্পত্তি পাবে তার পরিমাণ ভাগ হয়ে গেছে।

এরপরও যারা বুঝেন নাই, তারা এই সফটওয়্যার এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সম্পত্তির হিসাব করবেন তা নিচের এই ভিডিও থেকে দেখে নিতে পারেন।

18 thoughts on "ইসলামিক নিয়মানুসারে সম্পত্তির হিসাব করে নিন সফটওয়্যারের মাধ্যমে!"

    1. Mahbub Pathan Author Post Creator says:
      wlc
    1. Mahbub Pathan Author Post Creator says:
      dhonnobad apnar valo montobber jonno.
  1. ßornochurå Contributor says:
    আমি পুস্ট করতে চাইসিলাম।thanks
    1. Mahbub Pathan Author Post Creator says:
      এই বিষয়ে? আর হ্যাঁ! wlc.
  2. Naim sdq Author says:
    পোষ্ট টি করা আছে, আমার প্রফাইল দেখুন ।
    অথবা trickbd.com/apps-review/365880
    1. Mahbub Pathan Author Post Creator says:
      আসলে খেয়াল করিনাই।
    1. Mahbub Pathan Author Post Creator says:
      thanks!
    1. Mahbub Pathan Author Post Creator says:
      hmm! jabe.
  3. Kamrul Contributor says:
    গুড পোস্ট
    1. Mahbub Pathan Author Post Creator says:
      থ্যাংকস
    1. Mahbub Pathan Author Post Creator says:
      wlc bro
    1. Mahbub Pathan Author Post Creator says:
      thanks

Leave a Reply