♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই হয়তো অনেকটাই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব।হ্যা বন্ধুরা ফোন লক আনলক করুন হাতের ইশারায়।কোন প্রকার টার্চ করা ছাড়াই তারসাথে আরও আছে পকেট থেকে ফোন বাহির করলে আনলক এবং পকেট এর ভিতরে রাখলে লক হয়ে যাবে।তো কিভাবে করবেন চলেন বেশি কথা না বলে কাজে নেমে পড়ি।

?প্রথমে playstore যান তারপর Proximity lock/unlock লিখে সার্চ দিন।তারপর অ্যাপটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।

?তারপর ALLOW করতে বললে ALLOW করে দিন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনি Active এ ক্লিক করেন।

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে ok করে দিন।

?তারপর permission চাইবে পারমিশন দিয়ে দিন

?তারপর নিচের মত পেজ আসবে সেখানে আপনাকে সেটিং করতে হবে।নিচের পেজে কয়েকটা ওপশন দেখতে পারছেন সেগুলার সেটিং করতে হবে।

?এক নাম্বার সেটিংসঃscreen unlockএটি হলো স্কিন আনলক তারমানে স্কিনের ওপর হাত দিয়ে ধরলেই আনলক হয়ে যাবে।এটা ওন করতে ওর ওপর ক্লিক করেন।

?দুই নাম্বার সেটিংসঃscreen lockএই সেটিং টা হলো লক অথ্যাৎ ফোনের ওপর হাত দিয়ে ইশারা করলে আপনার ফোন অটো লক হয়ে যাবে।ওন করতে স্কিন লক এর ওপর ক্লিক করুন।

?তিন নাম্বার সেটিংসঃএই লক-আনলকের কাজ হলো অটো স্কিনের ওপর হাত দিলে অটো স্কিন লক এবং আনলক হয়ে যাবে।

?চার নাম্বার pocket Proximityএই সেটিং টা করে ফোন পকেটে রাখলে ফোন লক হয়ে যাবে অটো।

?পাঁচ নাম্বার সেটিংস Pocket Acceleremetreএই সেটিংস টা ওন করে রেখে দিলে। পকেট থেকে বাহির করলে অটো আনলল হয়ে যাবে।

?বি:দ্রঃআপনার যেই অপশন টা ভালো লাগে সেটার ওপর বা পাশে গোল চিহ্নের ওপর ক্লিক করে।ট্রাই করে দেখুন কাজ হয় কিনা।প্রথম তিন সেটিংস করে ফোনের ওপর হাত ইশারা করে একদিক থেকে আরেক দিকে হাত নিয়ে যাবেন।

কোন জায়গায় না বুঝলে কমেন্ট করেন।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

22 thoughts on "দারুন একটি অ্যাপের মাধ্যমে ফোন টাচ না করেই লক-আনলক করুন হাতের ইশারায়।"

    1. MD Mizan Author Post Creator says:
      ১০০% কাজ হবে ভাই।আমি কোন ভূয়া পোস্ট করি না আমি নিজেই ট্রাই করি তারপর কাজ করলে সেটা সবাইকে জানানোর জন্য পোস্ট করি।
  1. SH-IMRAN Contributor says:
    মনেহয় এই এ্যপটা নিয়ে পূর্বে পোস্ট করা হয়েছে
    1. MD Mizan Author Post Creator says:
      মনে হয়।আমি তো জানি হয়নি আর আপনি দেখলে প্লিজ ভাই লিংক দেন।
    2. SH-IMRAN Contributor says:
      আসলে ভাই এই এপটি নিয়ে পোস্ট হয়েছিল,তবে সবগুলো ফিচার নিয়ে নয়,,,ঐ পোস্টের মুখ্য বিষয় ছিল পকেটে ঢুকালে লক,আর বের করলে আনলক।।

      সবগুলো ফিচার নিয়ে পোস্ট করেছেন,,তাই ধন্যবাদ।।।

    3. MD Mizan Author Post Creator says:
      হুম
    1. MD Mizan Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  2. Mostak Ahmed Author says:
    খুব ভালো একটি এপ্স
    1. MD Mizan Author Post Creator says:
      হুম ধন্যবাদ ভাই।
  3. SH-IMRAN Contributor says:
    আসলে ভাই এই এপটি নিয়ে পোস্ট হয়েছিল,তবে সবগুলো ফিচার নিয়ে নয়,,,ঐ পোস্টের মুখ্য বিষয় ছিল পকেটে ঢুকালে লক,আর বের করলে আনলক।।

    সবগুলো ফিচার নিয়ে পোস্ট করেছেন,,তাই ধন্যবাদ।।।

    1. MD Mizan Author Post Creator says:
      হুম আপনাকেও ধন্যবাদ।
  4. mdehsanurrahman Contributor says:
    fb id dhik koren noyto fb id den
    1. MD Mizan Author Post Creator says:
      matir manus mizan leke search koren….
    2. mdehsanurrahman Contributor says:
      fb te message dici
    3. MD Mizan Author Post Creator says:
      আসে নি ম্যাসেজ।
  5. SRshahin Contributor says:
    kaj hosse nah
    1. MD Mizan Author Post Creator says:
      valo kre try koren…

Leave a Reply