***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আপনাদের সামনে এমন একটি অ্যাপের রিভিউ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি আপনার সকল অংকের সমাধান করতে পারবেন। আর এর মূল ফিচার হলো এর ক্যামেরা স্ক্যানিং অপশন। এতে আপনি আপনার খাতা/বই থেকে অংক স্ক্যান করে তার সমাধান নিতে পারবেন।
প্রথমত, আপনাদের Photomath নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।
প্লে-স্টোর লিংক
ডিরেক্ট ডাউনলোড লিংক
অ্যাপটির কিছু স্ক্রিনশট
আপনার ভাষা সিলেক্ট করুন
এবার পারমিশন গ্রান্ট করুন
.
এখন আপনার ক্যামেরা দিয়ে যেকোনো অংক স্ক্যান করুন। নিচের স্ক্রিনশটের মতো।
এবার তীর চিহ্নে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন, স্ক্রিনশট দেখুন…
এখন আপনি দেখতে পারবেন আপনার উত্তর, শুধু উত্তর নয় পুরো অংক কিভাবে প্রমাণিত করবেন তাও পাবেন। তাও আবার বাংলা ভাষায়।
গ্রাফ চার্ট + ক্যালকুলেটর এর সুবিধাও পাবেন।
+ স্ক্যানের সাইজ বাড়ানো/কমাতেও পাবেন।
নিচে আরো কিছু স্ক্রিনশট…
.
আশা করি অ্যাপটি আপনার ভালো লেগেছে।
আপনার মন্তব্যের অপেক্ষায় আছি।
7 thoughts on "এবার স্ক্যান করে সকল অংকের সমাধান নিয়ে নিন একটি অ্যাপের মাধ্যামে, বিস্তারিত পোষ্টে"