ফুটবল ম্যাচের সময়সূচী,রেজাল্ট,নিউজ ইত্যাদি জানতে অনেকসময় বিড়ম্বনায় পড়তে হয়।

একসাথে সবকিছু খুঁজে পাওয়া দুষ্কর।

কিন্তু আপনি জানেন কি,শুধুমাত্র একটি এপ ইউজ করেই এখন সবকিছু একত্রে পেতে পারেন?

প্লে-স্টোরে ফুটবলের সব খবরাখবর সংক্রান্ত অনেকগুলো এপস আছে।

কিন্তু যদি আপনি সবকিছুর লেটেস্ট আপডেট পেতে চান,তাহলে অবশ্যই ভালোটাই বাছাই করতে হবে।

এক্ষেত্রে আপনি OneFootball,FotMob ও 365Score এপসগুলো ইউজ করতে পারেন।

শুধুমাত্র প্লে-স্টোর থেকেই ১০ মিলিয়ন এর চেয়ে অধিক বার ডাউনলোড করা হয়েছে এপসগুলো।

রেটিং ও ভালো।

OneFootball ও FotMob এর রেটিং 4.7 এবং 365Score এর রেটিং 4.6।

সুতরাং বুঝাই যাচ্ছে এপসগুলোর জনপ্রিয়তা কতটুকু।

কিন্তু সবচেয়ে ভালোটা বাচাই করতে হলে তো আপনাকে আগে সবগুলোই ইউজ করে দেখতে হবে।

তবে সবদিক বিবেচনা করলে OneFootball ই সবচেয়ে ভালো।

কারণ,

  • এর ইউজার ইন্টারফেস খুবই আকর্ষণীয়!
  • সাথে রয়েছে সবকিছুর লেটেস্ট আপডেট।
  • ট্রান্সফার সংক্রান্ত সবকিছুই থাকছে এখানে।
  • ফুটবলের সবধরণের নিউজও রয়েছে।
  • রয়েছে প্রতিটি দল/খেলোয়াড়ের পরিসংখ্যান।
  • প্রিয় খেলোয়াড়দের টুইটগুলো এই এপস থেকেই পড়া যাবে।
  • রয়েছে প্রিয় দল/খেলোয়াড়কে ফলো করার সুবিধা।

প্লে-স্টোরে এই এপসগুলো সহজেই পাবেন।

নিচের প্লে-স্টোর লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

OneFoootBall

FotMob

365Score

আজকের মত এখানেই শেষ করছি।
বাঁধনহীন প্রযুক্তি ব্লগের সাথেই থাকুন।

ধন্যবাদ।

11 thoughts on "এখন থেকে ফুটবল সংক্রান্ত খবরাখবর জানুন সবচেয়ে সহজে।"

    1. Enjamam Author Post Creator says:
      Any Prove?
    2. Md. Alamin Author says:
      আপনি অনেক চালাক? আগে বাঁধনহীন সাই*টে পোষ্ট করেছিলেন হয় তো এখন আমি বলার পর ঔই টা ডিলিট দিছেন তাও https://ibb.co/n4cH7c
    3. Enjamam Author Post Creator says:
      So what?
      I am a blogger.
      That’s why I can post anywhere.
      That’s my Right.
    1. Enjamam Author Post Creator says:
      Thanks
    1. Enjamam Author Post Creator says:
      Thanks a lot.
  1. Tanvir Rasel Contributor says:
    আচ্ছা এটা জানার কোনো উপায় আছে ? কোন দল বেশি ভালো খেলে।
    1. Enjamam Author Post Creator says:
      এটা তো আপনি র‍্যাংকিং দেখেইই বুঝতে পারবেন।
      কারণ,
      সবসময় সব টিম ভালো খেলেনা।
      আর যদি কার বিপক্ষে কে ভালো খেলে তা দেখতে চান,
      তাহলে হেড টু হেড দেখতে পারেন।
      গুগলসার্চ দিলেই অনেক সাইট আসবে।

Leave a Reply