আসলামুআলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন।

আমরা অনেকেই আছি যারা কিনা ডিএসএলআর দিয়ে পিকচার তুলতে অনেক ভালবাসি। কিন্তু আমাদের ডিএসএলআর ক্যামেরা নেই। তাদের জন্যই আজকের আমার এই পোস্ট।

যাদের ডিএসএলআর ক্যামেরা নেই তারা খুব সহজেই ডিএসএলআর ক্যামেরার মত ব্লুর করতে পারেন আপনার ফোন থেকেই। ছোট্ট একটি অ্যাপ ইউজ করে।
এই অ্যাপটির নাম: auto blur background
প্লে স্টোর থেকে থেকে ডাউনলোড করে নিবেন। app size 6.73 mb


এবার আমাকে অনুসরন করুন।
প্রথমে অ্যাপ এ প্রবেশ করুন। উপরে বাম পাশের কোনায় ক্যামেরা আইকনে ক্লিক করুন। যে ছবিটি ব্লুর করতে চান সেই ছবিটি আপনার ফোনের গ্লারি থেকে নিয়ে নিন।

পিকচার নেওয়ার পরেই এমন দেখতে পাবেন। পুরো পিকচারটি ব্লুর হয়ে থাকবে। যেটুকু ব্লুর করা দরকার সেটুকু বাদে সম্পূর্ণ আপনার হাত দিয়ে আস্তে আস্তে মুছে দিন।

কিছু স্ক্রীনশট দেখুন তাহলে বুঝতে পারবেন।
এই টা আগের পিকচার।

এইটা পড়ের পিকচার

এইভাবে আপনি ডিএসএলআর ক্যামেরা ছাড়াও যেকোনো পিকচার ডিএসএলআর এর মত ব্লুর দিতে পারেন। তাও আবার একদম নিখুঁত ভাবে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে বলুন। আমি যথাসাধ্য চেষ্টা করব বোঝানোর জন্য।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

Leave a Reply