আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভালই আছেন। আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন ভিডিও থেকে GIF তৈরি করবেন। আর আমার মনে হয় এই নিয়ে এখানে পূর্বে কোন পোস্ট করে হয় নাই।
আর পোস্ট করা হলেও আমি দেখি নাই।
আমরা কাজটি করব একটি অ্যাপ এর সাহায্যে।
App Name- Andro Vid Pro
অ্যাপ টা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এইবার অ্যাপ ওপেন করে যে ভিডিও থেকে GIF করবেন সেই ভিডিও সিলেক্ট করুন।
এবার উপর থেকে Trim আইকন এ ক্লিক করুন।
এবার যেটুকু ভিডিও GIF করতে চান তা সিলেক্ট করুন।
এইবার উপর থেকে GIF এ ক্লিক করুন।
এখান থেকে আপনার প্রয়োজন মতো রেজুলেশন কোয়ালিটি দিয়ে Apply এ ক্লিক করুন।
কিছুক্ষন লোড নেয়ার পর GIF আপনার Gallery তে সেভ হয়ে যাবে।
আমার বানানো GIF টি দেখুন।
শেষকথাঃ
এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।
এগিয়ে যান।