সবাই কেমন আছেন??

আশা করি ভালো আছেন,

টাইটেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন, আজ আমি কি শেয়ার করবো।

তাই আজ আর কোন কথা বাড়াবো না,

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে ফিজিক‍্যাল বাটনের বদলে টাচ বা নেভিগেশন বার দেওয়া থাকে।

একই রকমের নেভিগেশন বার দিনের পর দিন ব্যবহার করতে অনেকের কাছে বিরক্ত লাগতে পারে।তবে ফোনে যদি ‘নেভ অ্যানিমেশন’ নামে অ্যাপটি ইন্সটল করা থাকে তাহলে এ বিরক্তি থেকে মুক্তি মিলবে।

এই অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনের নেভিগেশন বারকে সুন্দর ও আকষর্ণীয় ভাবে সাজিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো।

এই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

প্রথমে প্লে-স্টোর অথবা নিচের ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন:-

Download

ডাউনলোড করে ওপেন করুন,

এখন অ্যাপটি কি ভাবে ব্যবহার করবেন???

অ্যাপের ইউজার ইন্টারফেস খুব সহজ।

শুধু অ্যাপে গিয়ে নেভিগেশন বার অ্যানিমেশন অপশনটি অন করে দিলেই কাজ শুরু করবে অ্যাপটি।

এখন এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো দেখে নেওয়া যাক:-

অ্যাপটির সাহায‍্যে নেভিগেশন বারের কোন অপশনে অ্যানিমেশনটি কাজ করবে তা নির্ধারণ করা যাবে।

অ্যানিমেশনটি কত সময় ধরে চলবে তা ঠিক করে দেওয়া যাবে।অ্যাপটিতে বিভিন্ন ধরনের থিম রয়েছে।

প্রতিটি থিমে আলাদা করে নেভিগেশন অ্যানিমেশন রয়েছে।

এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াও অফ লাইনে কাজ করবে।

এই অ্যাপটি প্লে-স্টোরে 4.1 রেটিং প্রাপ্ত।

এখন পর্যন্ত এক লাখের বেশি বার ডাউনলোড হয়েছে প্লে-স্টোর থেকে এই অ্যাপটি।

এতক্ষণ সময় ব্যায় করে পোষ্টটি পড়ার জন্য,

ধন্যবাদ।

16 thoughts on "[No Root] খুব সহজেই রাঙ্গিয়ে নিন ফোনের নেভিগেশন বার!!!"

  1. Avatar photo firoz kabir Author says:
    sob phn a mone hoy hobe na…
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      না Bro সব ফোনে হবে না,,যে সব ফোনে টাচ বা নেভিগেশন বার দেওয়া থাকে তাদের হবে।
    2. Avatar photo firoz kabir Author says:
      hmm…r8
    3. Avatar photo SajibDas Author Post Creator says:
      hm
  2. Avatar photo RD Rasedul Contributor says:
    SM j1 ace te hobe vai
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      Hmm,,Bro Hobe.
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      Tnk U Bro
  3. Durjoy1122 Contributor says:
    Loved it bro
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      Thanks Bro
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Avatar photo Junaid Author says:
    nice post…..
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      Thanks Broo
    1. Avatar photo SajibDas Author Post Creator says:
      🙁

Leave a Reply