,

আজকের বিষয়

আজকের বিষয়: “[Apps Review] এবার একটি এপস এর সাহায্যে ফোনের যাবতীয় তথ্য জেনে নিন খুব সহজেই, না দেখলেই মিস!!”. আশা করছি আপনারা সম্পুর্ণ পোস্ট ভালোভাবে পড়বেন।

টপিক বিষয়ক কিছু কথা

আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।

চলুন এখন আমরা কাজে চলে যাই

এই Apps টার সাহায্যে আপনি ফোনের যাবতীয় খুঁটিনাটি বিষয় সসমস্ত জানতে পারবেন। এই Apps এ রয়েছে সকল প্রকার তথ্য। যেমন: আপনার ফোনের ভার্শন কত, র্যাম কত,ব্যাটারি কত,কি কি সাপোর্ট করে। এই সকল বিষয়বস্তু আপনারা জানতে পারবেন।

প্রথমে আপনারা Play Store এ গিয়ে CPU X লিখে সার্চ করুন তাহলে এই Apps টা পেয়ে যাবেন।,

প্রথমে এপটা Install করুন

নিচে এপটার Features গুলো দেখুন

বিশেষ একটা কথা

আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।

ধনবাদ বার্তা

আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।

ধন্যবাদ

3 thoughts on "[Apps Review] এবার একটি এপস এর সাহায্যে ফোনের যাবতীয় তথ্য জেনে নিন খুব সহজেই, না দেখলেই মিস!!"

  1. mshadin363 Contributor says:
    আচ্ছা, Broadcom নামের কোনো GPU আছে?
  2. Md. Mahfuz Author says:
    Thambnail টা কোন অ্যাপের সাহায্যে করছেন।
    Nice app
    1. Mr. Perfect Author Post Creator says:
      Picsay Pro apk

Leave a Reply